কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ১১:৪৬ এএম
অনলাইন সংস্করণ

অবতরণকালে বিমানে গুলি, প্রাণে বাঁচলেন যাত্রীরা

স্পিরিট এয়ারলাইন্সের বিমান। ছবি : সংগৃহীত
স্পিরিট এয়ারলাইন্সের বিমান। ছবি : সংগৃহীত

উত্তর আমেরিকার দেশ হাইতিতে চলছে সহিংসতা। দেশটিতে উত্তাল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েছেন। এমন সময় রাজধানীতে অবরতণকালে একটি বিমানে গুলি চালিয়েছে গ্যাং সন্ত্রাসীরা। এতে করে বড় ধরনের বিপদ থেকে প্রাণে রক্ষা পেয়েছেন যাত্রীরা।

মঙ্গলবার (১২ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র থেকে একটি যাত্রীবাহী বিমান পোর্ট-অ-প্রিন্সে অবতরণের চেষ্টা করার সময় গুলি ছোড়া হয়েছে। এর পর দেশটিতে বেশ কয়েকটি এয়ারলাইন্স ফ্লাইট স্থগিত করেছে।

স্পিরিট এয়ারলাইন্সের এ বিমানটি ফ্লোরিডার ফোর্ট লডারডেল থেকে পার্শ্ববর্তী ডোমিনিকান রিপাবলিকের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এরপর এটি, যেখানে এটি সান্টিয়াগো বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। গ্যাং সন্ত্রাসীদের এ হামলায় বিমানের একজন ক্রু সামান্য আহত হয়েছেন। তবে এতে কোনো যাত্রীর ক্ষয়ক্ষতি হয়নি। গ্যাং সন্ত্রাস এবং ক্রমবর্ধমান সহিংসতায় জর্জরিত সংকট-বিধ্বস্ত দেশটিতে নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার সময় এ ঘটনা ঘটেছে।

বার্তা সংস্থা এএফপিকে দেশটির নতুন প্রধানমন্ত্রী অ্যালিক্স দিদিয়ের ফিলস-আইমে বলেন, তার প্রথম অগ্রাধিকার হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার করা। দেশের কঠিন পরিস্থিতিতে তিনি তার সমস্ত শক্তি, দক্ষতা এবং দেশপ্রেম জাতীয় উদ্দেশ্যে ব্যয় করার প্রতিশ্রুতি দিয়েছেন।

বিবিসি জানিয়েছে, স্পিরিট এয়ারলাইন্সের ফ্লাইটটিতে স্থানীয় সময় ১২টার দিকে হামলা করা হয়েছে। বিমানটির টোসেন্ট লোভের্চার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বুলেটের কারণে বিমান উড্ডয়ন ও অবতরণের সময় ক্রুদের বসার জায়গাটিতে বেশ কয়েকটি গর্তের সৃষ্টি হয়েছে। তবে ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

স্পিরিট এয়ারলাইন্স জানিয়েছে সান্টিয়াগো বিমানবন্দরে বিমানটি পরিদর্শন করার সময় বিমানে হামলার ক্ষতচিহ্নের প্রমাণ মিলেছে। বিমানটিকে আপাতত কমিশনের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া অধিকতর তদন্তের জন্য ফ্লাইট স্থগিত করা হয়েছে।

স্পিরিট এয়ারলাইন্স ছাড়াও আরও দুটি মার্কিন কোম্পানি বৃহস্পতিবার পর্যন্ত হাইতিতে তাদের ফ্লাইট স্থগিত করেছে। এ দুটি কোম্পানি হলো আমেরিকান এয়ারলাইনস এবং জেটব্লু।

সাম্প্রতিক মাসগুলোতে হাইতিতে নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এর আগে গত অক্টোবরে গ্যাং সদস্য জাতিসংঘের একটি হেলিকপ্টারে গুলি চালায়। এর ফলে কিছু এয়ারলাইন্স সাময়িকভাবে ক্যারিবিয়ান দেশটিতে ফ্লাইট বাতিল করে।

উল্লেখ্য, স্পিরিট হলো ফ্লোরিডায় অবস্থিত একটি কম খরচের এয়ারলাইন যা সমগ্র যুক্তরাষ্ট্র, ক্যারিবিয়ান এবং লাতিন আমেরিকা জুড়ে পরিষেবা দিয়ে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক আন্তর্জাতিক বাণিজ্য মেলা: বাংলাদেশি ব্যবসার বিশ্বমুখী সম্ভাবনা

পূজায় ফিটনেস ঠিক রাখতে এড়িয়ে চলুন ৯ ভুল

আমির-সালমানকে নিয়ে কটাক্ষ করলেন হৃতিক

মেসি ম্যাজিকে মায়ামির প্রত্যাবর্তন

ডাকাতি করতে এসে বৃদ্ধের হাতে কামড়, ঘটল ভয়ংকর ঘটনা

সালিশ থেকে বিরত থাকতে বিএনপি নেতার নির্দেশ

বিশ্ব যুব উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন রুমি

ব্যাট হাতে সাকিবের তাণ্ডব, হেরে টুর্নামেন্ট থেকে বিদায় অ্যান্টিগার

আজ বায়ুদূষণের শীর্ষে জাকার্তা, ঢাকার অবস্থান কত?

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ঔষধি উদ্ভিদ বনওকড়া

১০

হার্ট অ্যাটাক আসার আগে যে ৮ সিগন্যাল দেয় শরীর

১১

একীভূত হতে যাচ্ছে যে ৫ ব্যাংক

১২

দুর্গাপূজা উপলক্ষে ভারতে গেল ইলিশের প্রথম চালান

১৩

সৃজিতের নতুন সিনেমায় আবীর-টোটা

১৪

কারা পাবেন দুর্গাপূজার ছুটি, কবে থেকে শুরু?

১৫

জিতেছে বাংলাদেশ, দূর হয়নি পুরোনো সমস্যা

১৬

ভক্তদের চমকে দিলেন আলিয়া! 

১৭

গাজায় ইসরায়েলের বৃষ্টি বোমা, পালাচ্ছে হাজার হাজার ফিলিস্তিনি 

১৮

মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ

১৯

আফগানিস্তানকে হারানোর পর নতুন সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ

২০
X