কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ১১:৪৬ এএম
অনলাইন সংস্করণ

অবতরণকালে বিমানে গুলি, প্রাণে বাঁচলেন যাত্রীরা

স্পিরিট এয়ারলাইন্সের বিমান। ছবি : সংগৃহীত
স্পিরিট এয়ারলাইন্সের বিমান। ছবি : সংগৃহীত

উত্তর আমেরিকার দেশ হাইতিতে চলছে সহিংসতা। দেশটিতে উত্তাল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েছেন। এমন সময় রাজধানীতে অবরতণকালে একটি বিমানে গুলি চালিয়েছে গ্যাং সন্ত্রাসীরা। এতে করে বড় ধরনের বিপদ থেকে প্রাণে রক্ষা পেয়েছেন যাত্রীরা।

মঙ্গলবার (১২ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র থেকে একটি যাত্রীবাহী বিমান পোর্ট-অ-প্রিন্সে অবতরণের চেষ্টা করার সময় গুলি ছোড়া হয়েছে। এর পর দেশটিতে বেশ কয়েকটি এয়ারলাইন্স ফ্লাইট স্থগিত করেছে।

স্পিরিট এয়ারলাইন্সের এ বিমানটি ফ্লোরিডার ফোর্ট লডারডেল থেকে পার্শ্ববর্তী ডোমিনিকান রিপাবলিকের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এরপর এটি, যেখানে এটি সান্টিয়াগো বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। গ্যাং সন্ত্রাসীদের এ হামলায় বিমানের একজন ক্রু সামান্য আহত হয়েছেন। তবে এতে কোনো যাত্রীর ক্ষয়ক্ষতি হয়নি। গ্যাং সন্ত্রাস এবং ক্রমবর্ধমান সহিংসতায় জর্জরিত সংকট-বিধ্বস্ত দেশটিতে নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার সময় এ ঘটনা ঘটেছে।

বার্তা সংস্থা এএফপিকে দেশটির নতুন প্রধানমন্ত্রী অ্যালিক্স দিদিয়ের ফিলস-আইমে বলেন, তার প্রথম অগ্রাধিকার হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার করা। দেশের কঠিন পরিস্থিতিতে তিনি তার সমস্ত শক্তি, দক্ষতা এবং দেশপ্রেম জাতীয় উদ্দেশ্যে ব্যয় করার প্রতিশ্রুতি দিয়েছেন।

বিবিসি জানিয়েছে, স্পিরিট এয়ারলাইন্সের ফ্লাইটটিতে স্থানীয় সময় ১২টার দিকে হামলা করা হয়েছে। বিমানটির টোসেন্ট লোভের্চার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বুলেটের কারণে বিমান উড্ডয়ন ও অবতরণের সময় ক্রুদের বসার জায়গাটিতে বেশ কয়েকটি গর্তের সৃষ্টি হয়েছে। তবে ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

স্পিরিট এয়ারলাইন্স জানিয়েছে সান্টিয়াগো বিমানবন্দরে বিমানটি পরিদর্শন করার সময় বিমানে হামলার ক্ষতচিহ্নের প্রমাণ মিলেছে। বিমানটিকে আপাতত কমিশনের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া অধিকতর তদন্তের জন্য ফ্লাইট স্থগিত করা হয়েছে।

স্পিরিট এয়ারলাইন্স ছাড়াও আরও দুটি মার্কিন কোম্পানি বৃহস্পতিবার পর্যন্ত হাইতিতে তাদের ফ্লাইট স্থগিত করেছে। এ দুটি কোম্পানি হলো আমেরিকান এয়ারলাইনস এবং জেটব্লু।

সাম্প্রতিক মাসগুলোতে হাইতিতে নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এর আগে গত অক্টোবরে গ্যাং সদস্য জাতিসংঘের একটি হেলিকপ্টারে গুলি চালায়। এর ফলে কিছু এয়ারলাইন্স সাময়িকভাবে ক্যারিবিয়ান দেশটিতে ফ্লাইট বাতিল করে।

উল্লেখ্য, স্পিরিট হলো ফ্লোরিডায় অবস্থিত একটি কম খরচের এয়ারলাইন যা সমগ্র যুক্তরাষ্ট্র, ক্যারিবিয়ান এবং লাতিন আমেরিকা জুড়ে পরিষেবা দিয়ে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে মাহফুজ আলমের স্ট্যাটাস

তাপমাত্রা বাড়বে না কমবে, জানাল আবহাওয়া অফিস

দালাল না ধরলে পাসপোর্ট পেতে চরম ভোগান্তি!

দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারির কয়েক ঘণ্টা পর প্রত্যাহার

চালককে হত্যা করে ব্যাটারিচালিত ভ্যান ছিনতাই

গৌরনদীতে প্রতিবন্ধীরা পেল হুইল চেয়ার

চট্টগ্রামে অস্ত্রসহ গ্রেপ্তার ২

দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি, নেপথ্যে কী?

তিতাসে নির্মাণাধীন বিদ্যালয়ের মালপত্র চুরি, নির্মাণকাজ বন্ধ

অনেকের ধারণা জামায়াতে ইসলামী ৩০টির মতো আসন পাবে : শাহজাহান চৌধুরী

১০

গাজায় ২৪ ঘণ্টায় আরও ৩৬ ফিলিস্তিনি নিহত

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

হত্যা মামলায় জেলা আ. লীগ সভাপতির ছেলে গ্রেপ্তার

১৪

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৫

‘রংপুর বিভাগে বৈষম্য নিরসনে সমষ্টিগতভাবে কাজ করতে হবে’ 

১৬

আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা, পর্তুগাল প্রবাসীদের প্রতিবাদ

১৭

প্রধান উপদেষ্টার সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ

১৮

পর্তুগালে ৫০ হাজার বাংলাদেশি বিজয় দিবস উদযাপন করবেন

১৯

১৫ বছর পর উইন্ডিজে টেস্ট জয় ও ইতিহাস বাংলাদেশের

২০
X