কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

কালো মেঘে ঢেকে গেছে আকাশ, বড় বিপর্যয়ের শঙ্কা

হারিকেন মিল্টনের প্রভাবে কালো মেঘে ঢেকে গেছে ফ্লোরিডার আকাশ। ছবি : সংগৃহীত
হারিকেন মিল্টনের প্রভাবে কালো মেঘে ঢেকে গেছে ফ্লোরিডার আকাশ। ছবি : সংগৃহীত

হারিকেন মিল্টন চার ক্যাটাগরির ঝড়ে পরিণত হয়ে দ্রুত উপকূলের দিকে এগিয়ে আসছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) বুধবার (৯ অক্টোবর) জানিয়েছে, স্থানীয় সময় আজ গভীর রাতে বা বৃহস্পতিবার ভোরে ফ্লোরিডার পশ্চিম-মধ্য উপকূল বরাবর আঘাত হানতে পারে। বর্তমানে হারিকেনের প্রভাব অঞ্চলটিতে দৃশ্যমান।

বিবিসি ও সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ফ্লোরিডার ফোর্ট মায়ার্সসহ উপকূলবর্তী শহরের আকাশ কালো মেঘে ঢেকে গেছে। যে কোনো সময় ভারি বৃষ্টি শুরু হতে পারে। বর্তমানে কোথাও কোথাও ‍গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। অপরদিকে সাগর বেশ উত্তাল। স্বাভাবিকের চেয়ে ঢেউয়ের উচ্চতা বেড়ে আশপাশ প্লাবিত করেছে।

কর্মকর্তারা ফ্লোরিডার পশ্চিম উপকূলের লোকজনকে সতর্ক করে বলেছেন, আর মাত্র ১১ ঘণ্টার ব্যবধানে হারিকেন মিল্টন রাজ্যে আঘাত হানতে পারে। যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার আগে এখনই ঝুঁকিপূর্ণ নিচু অঞ্চল ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরুতে হবে।

হিলসবরো কাউন্টির শেরিফ চাদ ক্রোনিস্টার বাসিন্দাদের উদ্দেশ্যে বলেন, আপনি যদি হারিকেনের সম্ভাব্য আঘাত হানার অঞ্চলে থাকেন তবে এখনই সেখান থেকে চলে আসুন। আমরা ইতিমধ্যে সাগরের পানির উচ্চতা বাড়তে দেখেছি। সাগরের ঢেউ বিচের আশপাশ প্লাবিত করছে। পরিস্থিতি কেবল খারাপ হতে চলেছে। যা করার এখনই করতে হবে।

তবে ফ্লোরিডার উপকূলীয় অঞ্চলে বসবাসকারীদের অনেকে অনুরোধ মানছেন না। তারা নিজেদের বাড়িতেই থাকবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন।

চ্যাম্পিয়নস গেটের বাসিন্দা লিওনার্ড নুজেন্ট আয়ারল্যান্ড থেকে এসে পাঁচ বছর যাবত সেন্ট্রাল ফ্লোরিডা শহরে বসবাস করছেন। তিনি ঝড়ের ঝুঁকি সম্পর্কে জেনেও ঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে যেতে নারাজ। তিনি বলেন, হারিকেনগুলো আঘাত হানার আগে দুর্বল হয়ে যায়। আমি আত্মবিশ্বাসী যে, আমাদের বাড়িগুলো হারিকেন প্রতিরোধ করার মতো করে নির্মিত হয়েছে।

অবশ্য নুজেন্ট ঝড়ের আগমন বার্তায় ভয় পাচ্ছেন বলেও স্বীকার করেছেন। তিনি বিবিসিকে বলেন, আমরা বাইরের সব আসবাবপত্র ভেতরে নিয়েছি। আমাদের প্রতিবেশীরাও একই কাজ করেছে। উড়ে যেতে পারে এমন কিছু আগেই সংরক্ষণ করে রাখছি। প্রতিবেশীরা একে অপরকে সাহায্য করছেন। এখানে এক সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে।

এনএইচসির সর্বশেষ বার্তায় বলা হয়, হারিকেনের বাতাসের গতি ১৫৫ মাইলে (২৫০ কিলোমিটার) এসে ঠেকেছে। যা ক্যাটাগরি-৫ মাত্রায় থাকা অবস্থার চেয়ে মাত্র দুই মাইল কম। ১৩১ থেকে ১৫৫ মাইল গতির ঝড়কে ক্যাটাগরি-৪ এবং ১৫৫ মাইলের বেশি গতিবেগ থাকলে তা ক্যাটাগরি-৫ মাত্রায় ধরা হয়।

পূর্বাভাস অনুযায়ী, হারিকেন মিল্টনের কেন্দ্রটি আজ মেক্সিকোর পূর্ব উপসাগর জুড়ে তাণ্ডব চালাবে। গভীর রাতে বা বৃহস্পতিবার ভোরে ফ্লোরিডার পশ্চিম-মধ্য উপকূল বরাবর আঘাত হানতে পারে। এরপর পশ্চিম আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে ফ্লোরিডার পূর্ব উপকূল থেকে ধীরে ধীরে সরে যাবে। বৃহস্পতিবার বিকেলের মধ্যে ঝড়টি দুর্বল হয়ে পড়ার আশা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ

যে পরিবর্তন নিয়ে দ্বিতীয় ওয়ানডেতে নামতে পারে বাংলাদেশ

ঢাকায় ভারতীয় নাগরিকের মৃত্যু

পরিবেশ রক্ষায় ধানমন্ডি থানা যুবদলের ব্যতিক্রমী উদ্যোগ

আ.লীগের ডাকা কর্মসূচি নিয়ে প্রেস সচিবের কঠোর হুঁশিয়ারি

কত ভোটের ব্যবধানে ব্যালন ডি’অর হারিয়েছেন ভিনি?

অভিনয়ে কোহিনূরের তিন দশক

২০২৬ বিশ্বকাপে কেন্দ্রীয় ভূমিকায় থাকবেন ট্রাম্প!

সুইজারল্যান্ডে মুখ ঢেকে রাখলেই জরিমানা

ছাত্রলীগ নিষিদ্ধের ব্যাখ্যা দিলেন প্রেস সচিব

১০

ঘরে আসছে নতুন অতিথি

১১

চবিতে শিক্ষার্থীকে তুলে নিয়ে বেধড়ক পেটাল দুর্বৃত্তরা

১২

তীব্র শৈতপ্রবাহ আসছে, কত ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা

১৩

খাবার বিক্রিতেও ধনী-গরিবের বৈষম্য করছে বহুজাতিক কোম্পানিগুলো

১৪

বিপাকে ফিলিস্তিনিরা, কাতার থেকে নেতাদের বহিষ্কারের অনুরোধ যুক্তরাষ্ট্রের

১৫

আসিফ নজরুলের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের নিন্দা

১৬

বনানীতে দেখা মিলল বৈদ্যুতিক রোলস রয়েস, মালিক কে

১৭

শ্রাবণীকে কুপ্রস্তাব দিয়ে ভয়াবহ পরিণতি রুবেলের

১৮

শীতের ৫ সিনেমা

১৯

সৌদি ভ্রমণে সঙ্গ দেবে নারী এআই

২০
X