বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন সফরে নেতানিয়াহু, এবার এজেন্ডা কী নিয়ে?

বাম থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড  ট্রাম্প। পুরোনো ছবি
বাম থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুরোনো ছবি

ইসরায়েলের ওপর আরোপিত মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক প্রত্যাহারের আশায় ওয়াশিংটন সফরে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের মাধ্যমে বিষয়টি সরাসরি আলোচনায় আনার পরিকল্পনা তার।

শনিবার (৫ এপ্রিল) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, এই সফর ইসরায়েল-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে। এছাড়া ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান হামলা ও উত্তেজনার মধ্যে এটা নেতানিয়াহুর চতুর্থ মার্কিন সফর। তবে চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর এটি নেতানিয়াহুর দ্বিতীয় সফর।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির ফলে বিভিন্ন দেশের রপ্তানি খাতে চাপে পড়েছে বৈশ্বিক অর্থনীতিতে। তবে এই পরিস্থিতিতে শুল্ক প্রত্যাহারের দাবি নিয়ে ট্রাম্পের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে যাওয়া প্রথম বিদেশি নেতা হচ্ছেন নেতানিয়াহু। উল্লেখ্য, ট্রাম্প প্রশাসন ইসরায়েলের ওপর ১৭ শতাংশ শুল্ক আরোপ করে, যা দেশটির রপ্তানিনির্ভর খাতে প্রভাব ফেলেছে।

নেতানিয়াহুর দপ্তর আনুষ্ঠানিকভাবে সফর নিয়ে বিস্তারিত কিছু জানায়নি। তবে বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে কথা বলেছে এমন তিন ইসরায়েলি কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, বৃহস্পতিবার (৩ এপ্রিল) নেতানিয়াহু ও ট্রাম্পের মধ্যে ফোনালাপ হয়, যেখানে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানান প্রেসিডেন্ট ট্রাম্প।

এদিকে বর্তমানে নেতানিয়াহু হাঙ্গেরিতে সফররত। ধারণা করা হচ্ছে, তিনি আগামী সোমবার (৬ এপ্রিল) হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন। বৈঠকে মূল আলোচ্য বিষয় হবে শুল্ক প্রত্যাহার।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিয়স এই সফরের খবর প্রথম জানায়। তারা আরও উল্লেখ করে, এই বৈঠকে গাজা যুদ্ধ পরিস্থিতি ও ইরানের পারমাণবিক কর্মসূচিও আলোচনায় আসতে পারে।

তবে সফরসূচি এখনো চূড়ান্ত নয়। কারণ চলতি সপ্তাহেই দুর্নীতির মামলায় আদালতে হাজিরা দেওয়ার কথা রয়েছে নেতানিয়াহুর। যদিও তিনি মামলার দিন পেছানোর আবেদন করেছেন।

বিশ্লেষকরা বলছেন, এই সফর নেতানিয়াহুর জন্য কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে গাজা পরিস্থিতি, অন্যদিকে অভ্যন্তরীণ চাপে থাকা নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক মজবুত করার দিকেই নজর দিতে চাইছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোবিপ্রবির পুকুরে ছাত্র-ছাত্রীদের গোসলের ছবি ভাইরাল, প্রশাসনের সতর্কতা

রাজধানী থেকে পুরনো যানবাহন সরাতে অ্যাকশনে নামছে বিআরটিএ

কালবেলায় সংবাদ প্রকাশের পর ইউএনওকে বদলি

ববি প্রশাসনকে ‘মৃত’ ঘোষণা করে গায়েবানা জানাজা

স্কুলের ১৮টি গাছ কাটলেন প্রধান শিক্ষক

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে কুকুর, ব্যবস্থা নিতে মেয়রকে চিঠি

আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে কুপিয়ে হত্যা

বাবরি মসজিদ বানাবেন পাকিস্তানি সেনারা : পাকিস্তানের সিনেটর

কাশ্মীর হামলার পর চাপে ভারতের মুসলিমরা, বেড়েছে দমনপীড়ন

ছাত্রদের ক্ষমতায় এনে দেশের ক্ষতি করা হয়েছে : সোহেল

১০

সন্ধ্যা নদীতে বাঁধ নির্মাণের দাবি

১১

মে মাসে হতে পারে ২টি ঘূর্ণিঝড়

১২

শ্রমিক সমাবেশে নির্দেশনামূলক বক্তব্য দেবেন তারেক রহমান

১৩

ভয়াবহ পরিস্থিতিতে ‘জরুরি অবস্থা’ ঘোষণা ইসরায়েলে

১৪

গ্রাহকদের জন্য বাড়তি সুবিধা আনল বাংলালিংক

১৫

জয়ের পরও শান্তর মুখে হতাশা

১৬

রাজশাহী মাউশি কার্যালয়ে দুদকের অভিযান নিয়ে প্রশ্ন

১৭

জিআই স্বীকৃতি পেল নরসিংদীর লটকন

১৮

মুসলিম ছাত্রকে পাকিস্তানের পতাকায় মূত্রত্যাগে বাধ্য করার অভিযোগ ভারতে

১৯

পাকিস্তানের সেনাবাহিনীকে ‘কড়া হুঁশিয়ারি’ ভারতের

২০
X