কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন সফরে নেতানিয়াহু, এবার এজেন্ডা কী নিয়ে?

বাম থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড  ট্রাম্প। পুরোনো ছবি
বাম থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুরোনো ছবি

ইসরায়েলের ওপর আরোপিত মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক প্রত্যাহারের আশায় ওয়াশিংটন সফরে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের মাধ্যমে বিষয়টি সরাসরি আলোচনায় আনার পরিকল্পনা তার।

শনিবার (৫ এপ্রিল) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, এই সফর ইসরায়েল-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে। এছাড়া ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান হামলা ও উত্তেজনার মধ্যে এটা নেতানিয়াহুর চতুর্থ মার্কিন সফর। তবে চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর এটি নেতানিয়াহুর দ্বিতীয় সফর।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির ফলে বিভিন্ন দেশের রপ্তানি খাতে চাপে পড়েছে বৈশ্বিক অর্থনীতিতে। তবে এই পরিস্থিতিতে শুল্ক প্রত্যাহারের দাবি নিয়ে ট্রাম্পের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে যাওয়া প্রথম বিদেশি নেতা হচ্ছেন নেতানিয়াহু। উল্লেখ্য, ট্রাম্প প্রশাসন ইসরায়েলের ওপর ১৭ শতাংশ শুল্ক আরোপ করে, যা দেশটির রপ্তানিনির্ভর খাতে প্রভাব ফেলেছে।

নেতানিয়াহুর দপ্তর আনুষ্ঠানিকভাবে সফর নিয়ে বিস্তারিত কিছু জানায়নি। তবে বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে কথা বলেছে এমন তিন ইসরায়েলি কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, বৃহস্পতিবার (৩ এপ্রিল) নেতানিয়াহু ও ট্রাম্পের মধ্যে ফোনালাপ হয়, যেখানে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানান প্রেসিডেন্ট ট্রাম্প।

এদিকে বর্তমানে নেতানিয়াহু হাঙ্গেরিতে সফররত। ধারণা করা হচ্ছে, তিনি আগামী সোমবার (৬ এপ্রিল) হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন। বৈঠকে মূল আলোচ্য বিষয় হবে শুল্ক প্রত্যাহার।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিয়স এই সফরের খবর প্রথম জানায়। তারা আরও উল্লেখ করে, এই বৈঠকে গাজা যুদ্ধ পরিস্থিতি ও ইরানের পারমাণবিক কর্মসূচিও আলোচনায় আসতে পারে।

তবে সফরসূচি এখনো চূড়ান্ত নয়। কারণ চলতি সপ্তাহেই দুর্নীতির মামলায় আদালতে হাজিরা দেওয়ার কথা রয়েছে নেতানিয়াহুর। যদিও তিনি মামলার দিন পেছানোর আবেদন করেছেন।

বিশ্লেষকরা বলছেন, এই সফর নেতানিয়াহুর জন্য কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে গাজা পরিস্থিতি, অন্যদিকে অভ্যন্তরীণ চাপে থাকা নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক মজবুত করার দিকেই নজর দিতে চাইছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিত্যক্ত ভবনে রহস্যজনক মৃত্যু, ঝলসানো ২ মরদেহ উদ্ধার

সাইকেল চালানো শিখিয়েই আয় করলেন ৪৭ লাখ টাকা

চোখ ভালো আছে তো? যেসব লক্ষণে সতর্ক হবেন

‘নাটকীয়’ ফাইনালে মরক্কোর স্বপ্ন ভেঙে আফ্রিকান চ্যাম্পিয়ন সেনেগাল

ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান করল ইউরোপের ৮ দেশ

দিল্লি-লাহোরের বায়ুদূষণ ভয়াবহ, ঢাকার খবর কী

গণভোট জনগণের উপরই ছেড়ে দেওয়া উচিত : নুরুদ্দিন অপু

স্পেনে দুটি হাই-স্পিড ট্রেনের সংঘর্ষে নিহত ২১, আহত অনেকে

রাজধানীতে আজ কোথায় কী

বড়পুকুরিয়ায় সব ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ

১০

মহাসড়কের পাশে কার্টনে নবজাতকের লাশ

১১

১৯ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১২

১২৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

১৩

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৪

সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল-শারার সঙ্গে কুর্দিশ নেতার ফোনালাপ

১৫

বিপিএল ফাইনালের সময় এগিয়ে আনল বিসিবি

১৬

খালেদা জিয়া প্রতিহিংসার রাজনীতি বাদ দিতে বলেছেন : রবিন

১৭

রুমিন ফারহানাকে শোকজ, সশরীরে হাজির না হলে ব্যবস্থা

১৮

ঢাকা–বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় নিহত বেড়ে ৭

১৯

মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

২০
X