মাঝ-সমুদ্রে নৌকায় বিশাল এক তিমি সজোর ধাক্কা মারে। এতে নৌকাটির প্রায় উল্টে যাওয়ার মতো অবস্থা হয়। এ সময় এক যাত্রী নৌকা থেকে ছিটকে পানিতে পড়ে যান।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউজার্সির বার্নেগ্যাট উপসাগরে। নিউজার্সি মেরিন ম্যামাল স্ট্র্যান্ডিং সেন্টার জানিয়েছে, পানিতে সাঁতার কাটতে কাটতে ২০ ফুট লম্বা মিনকে নামের বিশেষ প্রজাতির ওই তিমি নৌকার সঙ্গে ধাক্কা খায়।
এতে বেশ কিছুক্ষণ পানিতে তোলপাড় চলে। এরপর তিমিটি গভীর সাগরে না গিয়ে ধীরে ধীরে তীরের দিকে চলে যায়।
দুঃখজনক ব্যাপার হলো ওই ঘটনায় তিমি আহত হয়। প্রাথমিকভাবে যা বোঝা যায়নি। পরে সৈকতের অগভীর পানিতে তিমিটি অবস্থান নেয়। সময়ের ব্যবধানে সেখানে তিমিটিকে মৃত অবস্থায় পাওয়া যায়।
অন্য নৌকার এক যাত্রী এই ঘটনা ক্যামেরাবন্দি করেছেন। বিস্তারিত দেখুন ভিডিওতে...
মন্তব্য করুন