শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

সাত বছর পর মেলায় অলাত এহ্সানের নতুন গল্পগ্রন্থ

অলাত এহ্সানের নতুন দুই বই। ছবি : সংগৃহীত
অলাত এহ্সানের নতুন দুই বই। ছবি : সংগৃহীত

সাত বছর পর মেলায় এসেছে প্রতিশ্রুত গল্পকার অলাত এহ্সানের দ্বিতীয় গল্প সংকলন। ‘বৃদ্ধাশ্রম হয়ে ওঠা কফি হাউসটি’ বইটি প্রকাশ করছে জ্ঞানকোষ প্রকাশনী। এ ছাড়া ‘দশ কথা : বিশিষ্টজনের মুখোমুখি’ শীর্ষক সাক্ষাৎকার সংকলন প্রকাশ করেছে বেঙ্গলবুকস। বই দুটি মনোযোগী পাঠকের আনন্দ ও চিন্তার খোরাক হবে।

অলাত এহ্সানের দ্বিতীয় গল্পগ্রন্থ ‘বৃদ্ধাশ্রম হয়ে ওঠা কফি হাউসটি’। প্রথম বইয়ের চরিত্র যেন সময়ের অভিঘাতে বিবর্তিত হয়ে দ্বিতীয় গ্রন্থে উপস্থিত হয়েছে। যারা স্থান-কালের বাইরে চরিত্রের বদলের ভেতর পাঠকে উপভোগ করেন, এসব গল্পের ধারাবাহিকতা হয়তো তাদের উপন্যাসের স্বাদও পেতে পারেন। আলাদা গল্প, আলাদা চরিত্র, আলাদা প্লট; কিন্তু সময়ের ধারাবাহিক সমীক্ষা যেন!

বইটিতে গল্পের সংখ্যা দশ। এর মধ্যে প্রেম, ফ্যান্টাসি, মানুষের দূরত্ব, রাজনৈতিক বাস্তবতা, পরিবেশে-প্রকৃতি, পেশাজীবনের ধকল, ব্যক্তিজীবনের রাজনীতির প্রভাব, সময়ে বদলের সঙ্গে জীবনের উন্নতি বা অনুপোযোগী হয়ে পড়া, দাম্পত্য জীবনে পরস্পরের দূরত্বের গল্প রয়েছে।

বইটি নিয়ে অলাত এহ্সান বলেন, ‘প্রথম বইয়ের গল্পগুলোর ভেতর অবস্থাকে মেনে না নেওয়ার একটা প্রবণতা ছিল, চরিত্রগুলো বিদ্যমান অবস্থার সঙ্গে অনভ্যস্ত হতে পারছিল না, প্রতিক্রিয়া দেখিয়েছেন, নির্যাতনের শিকার হয়েছে। এবারের বইয়ের অনেক চরিত্র সেই অবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছে, নিজের ভেতর একটা অবগুণ্ঠন তৈরি করেছে। এটা মানুষের জীবন ও চিন্তার ধারাবাহিক বদলেরও ইঙ্গিত দেয়। মানসিক সমৃদ্ধিকেও তুলে ধরে।’

বইটি উৎসর্গ করা হয়েছে দুজন বিশিষ্ট ব্যক্তিকে। তারা হলেন- প্রখ্যাত অর্থনীতিবিদ ও জনবুদ্ধিজীবী আনু মুহাম্মদ এবং জাপানি ভাষার প্রখ্যাত অনুবাদক ও অধ্যাপক অভিজিৎ মুখার্জি।

বইটি প্রকাশ করেছে জ্ঞানকোষ প্রকাশনী। প্রচ্ছদ এঁকেছেন পরাগ ওয়াহিদ। ১৬৮ পৃষ্ঠার বইটির মুদ্রিত মূল্য ৪০০ টাকা। অমর একুশে বইমেলার ২৪ নম্বর প্যাভিলিয়ন এবং চট্টগ্রামে বইমেলায় ১১৮ নম্বর স্টলে পাওয়া যাবে।

‘দশ কথা : বিশিষ্টজনের মুখোমুখি’ বইয়ে হাসান আজিজুল হকের দুটি সাক্ষাৎকার আছে। এছাড়া উর্দু ভাষার প্রয়াত প্রখ্যাত অনুবাদক জাফর আলমের একমাত্র সাক্ষাৎকারই এটি এখন পর্যন্ত। প্রখ্যাত চিত্রশিল্পী মুর্তজা বশীরের দীর্ঘ সাক্ষাৎকার আছে এতে। এ ছাড়া অনুবাদক, প্রাবন্ধিক রাজু আলাউদ্দিন, কথাসাহিত্যিক শাহাদুজ্জামান এবং চিত্রশিল্পী ও কবি রনি আহম্মেদের সাক্ষাৎকার সংকলিত হয়েছে।

বইটি প্রকাশ করেছে বেঙ্গলবুকস। প্রচ্ছদ এঁকেছেন আজহার ফরহাদ। ২৯৬ পৃষ্ঠার বইটির মুদ্রিত মূল্য ৪৯০ টাকা। ঢাকায় একুশে বইমেলায় বেঙ্গলবুকসের স্টল ১১৮-১১৯ নম্বরে বইটি পাওয়া যাচ্ছে।

অলাত এহ্সানের পূর্ব প্রকাশিত বইয়ের মধ্যে প্রথম গল্পগ্রন্থ ‘অনভ্যাসের দিনে’র দ্বিতীয় মুদ্রণ প্রকাশ করেছে অর্জন প্রকাশন। বইমেলায় তাদের স্টল নম্বর ৫২।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের জামায়াতের সমালোচনা করলেন হেফাজত আমির

জবি ক্যাম্পাসে ছাত্রদল নেতা হাসিবুলের প্রথম জানাজা সম্পন্ন

গণতন্ত্রে উত্তরণে বিশ্বের সমর্থন পাওয়া গেছে : মির্জা ফখরুল

আমরা পা ছেড়ে মাথার রগে ফোকাস করছি, মজার ছলে সর্ব মিত্র

নাটকীয় ম্যাচ জিতে টাইগারদের সিরিজ জয়

জবি ছাত্রদল নেতার মৃত্যুতে হাসপাতালে ভিপি সাদিক কায়েম

হঠাৎ খিঁচুনিতে জবি ছাত্রদল নেতার মৃত্যু

আবারও ইনজুরিতে ইয়ামাল

ঈদগাহের নামকরণ নিয়ে দ্বন্দ্ব, দুই গ্রামবাসীর সংঘর্ষ

খুলনায় ছেলের হাতে বাবা খুন

১০

চাকসু নির্বাচন / ১৫ সেকেন্ডে দিতে হবে ১ ভোট

১১

‘ভোটের অধিকার না থাকায় শ্রমজীবীরা বেশি অমর্যাদার শিকার’

১২

এক গ্রামে ১১ জনের শরীরে মিলল অ্যানথ্রাক্সের উপসর্গ

১৩

থানায় জিডি করলেন সালাউদ্দিন টুকু

১৪

সংস্কৃতির ভেতরেই রাজনীতির সৃজনশীলতা নিহিত : দুদু

১৫

সাইফের চোখ বাঁচাতে প্রয়োজন ৩০ লাখ টাকা

১৬

সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১৪৮ রান

১৭

জাতিসংঘে ড. ইউনূসের সফর গণতন্ত্র ও মানবিক সংহতির বার্তা : প্রেস সচিব

১৮

বিরক্ত মেহজাবীন চৌধুরী

১৯

জামায়াত অন্তত ১৬০টি আসন পাবে : সাদ্দাম

২০
X