কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৬ পিএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

২৮ দিনে রেমিট্যান্স এলো ২৯ হাজার ৭৭২ কোটি টাকা

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

চলতি ডিসেম্বর মাসের প্রথম ২৮ দিনে দেশে এসেছে ২৪২ কোটি ৫ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। যা বাংলাদেশি টাকায় প্রায় ২৯ হাজার ৭৭২ কোটি টাকা। (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ৬৪ লাখ ডলার রেমিট্যান্স।

রোববার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি ডিসেম্বর মাসের প্রথম ২৮ দিনে দেশে এসেছে ২৪২ কোটি ৫ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত নভেম্বর ও অক্টোবরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল যথাক্রমে ২০৫ কোটি ২৪ লাখ ও ২১৬ কোটি ৪৪ লাখ ডলার। অক্টোবর ও নভেম্বরের তুলনায় ডিসেম্বরের প্রথম চার সপ্তাহে রেমিট্যান্সপ্রবাহ বেড়েছে।

এতে বলা হয়, ডিসেম্বরের প্রথম চার সপ্তাহে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৮ কোটি ৯৫ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। এ ছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ২৬ লাখ ৯০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৬৩ কোটি ১৩ লাখ ৬০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৯ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২২ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত দেশে এসেছে ৪১ কোটি ৩৩ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স। ডিসেম্বরের ১৫ থেকে ২১ তারিখ পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৬২ কোটি ৫৮ লাখ ৭০ হাজার ডলার। ৮ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত দেশে এসেছে ৭৬ কোটি ৪৯ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স। আর ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ৬১ কোটি ৬৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, দেশের ব্যাংকগুলোর মধ্যে ডিসেম্বরের প্রথম ২৮ দিনে একক ব্যাংক হিসেবে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৩৩ কোটি ৪২ লাখ ৯০ হাজার ডলার। প্রবাসী আয় আসার দ্বিতীয় অবস্থানে রয়েছে অগ্রণী ব্যাংক। ব্যাংকটির মাধ্যমে এসেছে ২৫ কোটি ৪৩ লাখ ১০ হাজার ডলার। এরপর সোনালী ব্যাংকের মাধ্যমে ১৯ কোটি ৯৫ লাখ ডলার, ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ১৮ কোটি দুই লাখ ৭০ হাজার ডলার এবং ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে এসেছে ১৮ কোটি ৫০ হাজার ডলার।

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল প্রায় ১৯১ কোটি মার্কিন ডলার, যা গত ১০ মাসের মধ্যে সবচেয়ে কম আয় ছিল। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্রমান্বয়ে রেমিট্যান্সপ্রবাহ বাড়ছে।

উল্লেখ্য, ২০২০ সালের জুলাইতে এসেছিল বিগত ৫ বছরের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স। সে মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ২৫৯ কোটি ৮২ লাখ ডলার রেমিট্যান্স।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটের সাবেক এমপি মিলন কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

আ.লীগের লিফলেট বিতরণ করে চাকরি খোয়ালেন শিক্ষা ক্যাডার কর্মকর্তা

কাশ্মীর ইস্যুতে ভারতের বিরুদ্ধে অবস্থান নিল ওআইসি

কালবেলা বিশেষ সাক্ষাৎকার / অন্তর্বর্তী সরকারের মধ্যে দু-একটি অংশ ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করছেন

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধার

নরসিংদীতে তরুণকে গুলি ও হাত-পায়ের রগ কেটে হত্যা

কিছুদিনের মধ্যেই দেশে আসবেন তারেক রহমান

হেঁটে বাসায় ঢুকলেন খালেদা জিয়া

দেশবাসীকে ধন্যবাদ জানালেন খালেদা জিয়া

১০

অপেক্ষমাণ ভিসা ইস‍্যুটির দ্রুত সমাধান করতে ইতা‌লিকে আহ্বান

১১

এনআরবিসি ব্যাংকের নতুন এম‌ডি তৌহিদুল আলম খান

১২

বিয়ে বাড়িতে রুটি খাওয়া নিয়ে সংঘর্ষে ২ কিশোর নিহত

১৩

সাইবার সুরক্ষা আইন এক সপ্তাহের মধ্যে কার্যকর : আইন উপদেষ্টা

১৪

সন্ধ্যায় অসুস্থ মাকে দেখতে যাবেন জুবাইদা রহমান

১৫

ড. ইউনূসকে রাষ্ট্রপতি ও তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকারের প্রস্তাব

১৬

কাশ্মীর হামলার কথা আগেই জানতেন মোদি, বোমা ফাটালেন কংগ্রেস সভাপতি 

১৭

সাংবাদিককে সাজা দেওয়া সেই ইউএনওকে বদলি

১৮

পাকিস্তান উপকূলে ভারতীয় গুপ্তচর বিমান ধরা

১৯

ঢাকায় গ্রেপ্তার বাগেরহাটের সাবেক এমপি মিলন

২০
X