কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ

কারওয়ান বাজার মোড়ে পুলিশের উপস্থিতি বাড়ছে

কারওয়ান বাজার মোড়ে টহলরত পুলিশ বাহিনীর সদস্যরা। ছবি : সংগৃহীত
কারওয়ান বাজার মোড়ে টহলরত পুলিশ বাহিনীর সদস্যরা। ছবি : সংগৃহীত

দেশব্যাপী চতুর্থ দিনের মতো সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আন্দোলনের অংশ হিসেবে পুলিশের ব্যারিকেড ভেঙে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে শাহবাগে গিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন আন্দোলনকারীরা। এ সময় শিক্ষার্থীদের স্রোতে জলকামান ও সাঁজোয়া যান পিছিয়ে নেয় পুলিশ। এর ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।

পরে মিছিল নিয়ে আন্দোলনকারীদের একটি অংশ বাংলামোটরের দিকে এগিয়ে যায়। অন্যরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। এর পরপরই রাজধানীর ব্যস্ততম কারওয়ান বাজার মোড়ে তৎপর হয়ে ওঠেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সোনারগাঁও হোটেল ও পুলিশ বক্স সংলগ্ন স্থানে অবস্থান নেন বিপুল সংখ্যক পুলিশ সদস্য। আস্তে আস্তে পুলিশের উপস্থিতি বাড়ছে।

কোটা সংস্কারের দাবিতে আজ সারা দেশে চতুর্থ দিনের মতো চলছে বাংলা ব্লকেড কর্মসূচি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগসহ নানা ক্যাম্পাস এই ইস্যুতে উত্তাল। পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান নিয়েছেন কোটাবিরোধী শিক্ষার্থীরা। এ ছাড়া ঢাকার বাইরে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার মতো ঘটনা ঘটেছে।

এদিকে সরকারি চাকরিতে কোটা বাতিল করে ২০১৮ সালের জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে আংশিক রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১১ জুলাই) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রকাশ করেন।

রায়ে বলা হয়েছে, সরকার চাইলে কোটা পরিবর্তন-পরিবর্ধন করতে পারবে। আর কোটায় কাউকে না পাওয়া গেলে বা পদ ফাঁকা থাকলে তা সাধারণ মেধা তালিকা থেকে পূরণ করা যাবে।

প্রসঙ্গত, কোটা বাতিল করে সরকারের পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে ২০২১ সালে রিট করেন বীর মুক্তিযোদ্ধার সন্তান অহিদুল ইসলামসহ সাতজন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২০২১ সালের ৬ ডিসেম্বর রুল দেন হাইকোর্ট। চূড়ান্ত শুনানি শেষে গত ৫ জুন রুল অ্যাবসলিউট (যথাযথ) ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।

পরে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন চেম্বার আদালত হয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ওঠে ৪ জুলাই। রিট আবেদনকারীপক্ষ সময় চেয়ে আরজি জানালে সেদিন আপিল বিভাগ শুনানি পিছিয়ে দেন। পাশাপাশি রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করতে বলা হয়। এ অবস্থায় কোটা পুনর্বহালসংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত চেয়ে গত মঙ্গলবার আবেদন করেন দুই শিক্ষার্থী।

দুই শিক্ষার্থী ও রাষ্ট্রপক্ষের করা আবেদন শুনানির জন্য বুধবার (১০ জুলাই) আপিল বিভাগে ওঠে। শুনানি শেষে সরকারি চাকরিতে নিয়োগে কোটার বিষয়ে পক্ষগুলোকে স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দেন আপিল বিভাগ। কিছু পর্যবেক্ষণ, নির্দেশনাসহ এ আদেশ দেওয়া হয়। এ স্থিতাবস্থা চার সপ্তাহের জন্য উল্লেখ করে আপিল বিভাগ আগামী ৭ আগস্ট পরবর্তী দিন ধার্য করেন। তবে আদালতের আদেশ প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কোটাবিরোধী আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তুলতে আ.লীগের কৌশল, দায়িত্বে পুতুল

নাসুমের স্পিন ঘূর্ণিতে ১০৩ রানে অলআউট নেদারল্যান্ডস

আস-সুন্নাহ ফাউন্ডেশনের মেধাবী প্রকল্পে আবেদন করতে পারবেন জবি শিক্ষার্থীরা

ঢাকার জেলা ও দায়রা জজ হলেন রফিকুল ইসলাম

মতবিনিময় সভায় আলেমরা / সরকার কোরবানির চামড়া নিয়ে প্রতারণা করেছে 

বসের চাকরি খেতে কোম্পানিই কিনে নিলেন কর্মী 

ত্রিভুজ প্রেমের জেরে ছুরিকাঘাতে নারী নিহত

চাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ

ডাকসু নির্বাচন নিয়ে ডিএমপি কমিশনারের কড়া বার্তা

ডা. ফাতেমা দোজাকে বরখাস্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়

১০

৩ জেলায় নিয়োগ দিচ্ছে যমুনা গ্রুপ, পাবেন একাধিক সুবিধা

১১

পুকুর থেকে পরপর দুই শিশুর মরদেহ উদ্ধার

১২

ভিপি নুরকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর

১৩

আগস্টে প্রবাসী আয় এলো সাড়ে ২৯ হাজার কোটি টাকা

১৪

বিএনপির ৩১ দফার আলোকে আগামীর বাংলাদেশ সবার হবে : ডা. জাহিদ

১৫

২ বলে ২ উইকেট নাসুমের, চাপে নেদারল্যান্ডস

১৬

আন্তর্জাতিক পর্যটন মেলা-বিটিটিএফ শুরু আগামী মাসে

১৭

ফ্রিজে থাকা লাশের কবরের হিসাব কীভাবে নেওয়া হবে?

১৮

জিয়া নামের কারণে বিটিভির কালো তালিকায় নির্মাতা জিয়াউদ্দিন

১৯

ইউসিএসআই ইউনিভার্সিটিরকম্পিউটার ফ্যাকাল্টির নতুন ডিন ড. সৈয়দ আখতার

২০
X