বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ মে ২০২৫, ০৯:০৯ পিএম
আপডেট : ২৬ মে ২০২৫, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ইশরাকের মেয়র পদে শপথ পাঠ নিয়ে ধোঁয়াশা কাটছেই না

ইশরাক হোসেন। ছবি : সংগৃহীত
ইশরাক হোসেন। ছবি : সংগৃহীত

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে শপথ পাঠ নিয়ে ধোঁয়াশা কাটছেই না। নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের ৩০ দিন পার হয়েছে। শপথ পড়াতে আদালতের বাধ্যবাধকতা থাকলেও সোমবার (২৬ মে) শেষ দিনেও শপথ পড়ানো হয়নি।

শপথ আটকাতে এবার আপিল বিভাগে গেছেন রিটকারী আইনজীবী। ইশরাকের সঙ্গে অন্যায় করা হয়েছে, শপথ না পড়াতে পারা সরকারের ভুল ও বেআইনি কাজ বলে মন্তব্য করেছেন তার আইনজীবী।

আর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, শপথের বিষয়ে তারা আদালতের রায়ের অপেক্ষা করছেন। শপথ পড়ানোর প্রস্তুতি রয়েছে স্থানীয় সরকার বিভাগের।

২৪ ঘণ্টার আলটিমেটাম সমর্থকদের : ২৪ ঘণ্টার মধ্যে শপথ পড়ানো না হলে আবার কঠিন আন্দোলন শুরুর হুঁশিয়ারি দিয়েছেন ইশরাকের সমর্থকরা। নগর ভবনে আন্দোলন-কর্মসূচি গড়িয়েছে ১৩ দিনে। ‘অবস্থান কর্মসূচি’ থেকে আন্দোলনের প্রধান সমন্বয়কারী সাবেক সচিব মশিউর রহমান বলেন, ‘আমরা ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলাম, যার ২৪ ঘণ্টা শেষ হয়েছে। কিন্তু দাবি মেনে নেওয়া হয়নি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি প্রকৌশলী ইশরাক হোসেনকে মেয়রের শপথ পড়ানো না হয়, তাহলে আবার কঠিন থেকে কঠিনতর আন্দোলনে নামব। আন্দোলনের মাধ্যমে ঢাকাবাসী তাকে মেয়রের পদে বসাবে।’

তিনি বলেন, শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে সরাসরি নাগরিক সেবার সঙ্গে সম্পর্কিত পরিচ্ছন্ন বিভাগের কাজ চলবে। এই বিভাগের পরিচ্ছন্নতাকর্মীরা তাদের মালামাল নিতে পারবেন। অর্থাৎ সিটি করপোরেশনের জরুরি সেবার কাজটি চলমান থাকবে।

সোমবার বেলা ১১টা থেকে নগর ভবনের ভেতরের ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন ইশরাকের সমর্থক ও করপোরেশনের শ্রমিক ইউনিয়নের বড় একটি অংশের কর্মচারীরা। এতে নগর ভবনে বন্ধ হয়ে যায় সব ধরনের নাগরিক সেবা। ভোগান্তিতে পড়েন নগরবাসী। কিছুক্ষণ পরপর নগর ভবন প্রাঙ্গণে মিছিল করেন তারা। মিছিল শেষ হলে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে আবার স্লোগান দেন।

এ সময় ‘দাবি মোদের একটাই, মেয়র ছাড়া অফিস নাই’, ‘শপথ নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘রাজপথের ইশরাক ভাই, আমরা তোমায় ভুলি নাই’ স্লোগান দিতে শোনা যায়।

ডিএসসিসির শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বলেন, ‘দুই দফায় কোর্ট রায় দেওয়া সত্ত্বেও ইশরাক হোসেনকে শপথ নিতে দেওয়া হচ্ছে না। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার স্বেচ্ছাচারিতার কারণে তিনি শপথ নিতে পারছেন না। জনগণের ভোগান্তির জন্য মূলত উপদেষ্টা দায়ী।’

ইশরাকের শপথ আটকাতে আবেদন : ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের জারি করা গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন করা হয়েছে। এর আগে গত ২২ মে এই গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট সরাসরি খারিজ কারে দেন হাইকোর্ট। সোমবার হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন (লিভ টু আপিল) করা হয়েছে। আবেদনে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও ইসির গেজেটের কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন।

মঙ্গলবার (২৬ মে) আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে এই আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। আপিলকারীর জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন বলেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় এবং ইসির গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে লিভ টু আপিলটি দায়ের করা হয়েছে। মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার জজ আদালতে এ বিষয়ে শুনানি হতে পারে।

এদিকে ইশরাক হোসেনকে সোমবারের মধ্যে শপথ পড়ানোর জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়কে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। সোমবার দুপুরে ইশরাক হোসেনের পক্ষে এ লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি ও সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। সিটি করপোরেশন আইন ২০০৯ অনুযায়ী এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইশরাকের আইনজীবী ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান। তিনি জানান, লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে মূলত অবগত করানোর জন্যে। এরপরে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। নোটিশে বলা হয়, নির্বাচনী ট্রাইব্যুনালের রায় অনুযায়ী নির্বাচন কমিশন ২৭ মে গেজেট জারি করেছে।

আইন অনুসারে গেজেট জারির ৩০ দিনের মধ্যে শপথ নিতে হবে। এর মধ্যে ২৯ দিন পার হয়ে গেছে। কিন্তু শপথ পড়াতে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এদিকে শপথ পড়াতে গত ১৭ মে একটি চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এরপর ২১ মে একটি লিগ্যাল নোটিশও দেওয়া হয়েছিল। তাতেও সাড়া মেলেনি।

এতে আরও উল্লেখ করা হয়, তাই স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ অনুসারে আমার মক্কেল ইশরাক হোসেনকে নির্বাচিত মেয়র হিসেবে আজ ২৬ মে’র মধ্যে শপথ পড়াতে হবে। অন্যথায়, আইনগত ব্যবস্থা বা আদালত অবমাননার কার্যক্রম হাতে নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরে বাসায় ঢুকে দম্পতিকে কুপিয়ে হত্যা

লিটনদের কাঁপানো হাসান আলীর মায়ের ব্যাগ ছিনতাই

ট্রাকের সঙ্গে সংঘর্ষ, মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত

হার দিয়ে পাকিস্তান সিরিজ শুরু বাংলাদেশের

ঢাবিতে ‘বাংলা সাহিত্যে ফারসির প্রভাব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত 

শিশু ধর্ষণে প্রতিবেশীর যাবজ্জীবন কারাদণ্ড

নির্বাচনকে সংস্কারের মুখোমুখি দাঁড় করিয়েছে সরকার : নয়ন

সেনা অভিযানে সন্ত্রাসী লিটন গ্রেপ্তার 

সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হবে না : বিমান বাহিনী প্রধান

মর্গে রাখা লাশের দুই চোখ ‘খেয়ে ফেলেছে ইঁদুর’

১০

সামরিক উপস্থিতি নিয়ে মার্কিন প্রতিবেদন ‘নাকচ’ করল চীন

১১

জবির সংগীত বিভাগের নতুন চেয়ারম্যান ড. অণিমা রায়

১২

‘অল্প গাঁজায় কড়াকড়ি নয়’—মত লন্ডন মেয়রের

১৩

জবির দ্বিতীয় ক্যাম্পাসের সংশোধিত প্রকল্প অনুমোদন

১৪

বার কাউন্সিলের অ্যাডহক কমিটি গঠন

১৫

ফেসবুকে লাইক বাড়াতে ‘ড. ইউনুসকে পাঁচ বছরের জন্য ক্ষমতায় চাই’ প্রচার

১৬

শেখ মুজিব ও তার পরিবারের নামে থাকা আরও ৬৮ কলেজের নাম পরিবর্তন

১৭

দেশের স্বার্থকে গুরুত্ব দেওয়ার আহ্বান এনটিটিএন অপারেটরদের

১৮

কেন্দ্রীয় ব্যাংকের চাকরি পেতে চাচা-ভাতিজার অভিনব প্রতারণা

১৯

মুসলিম নারী সিনেটরকে হেনস্তার অভিযোগ অস্ট্রেলিয়ায়

২০
X