তিন দিনের টানা অবরোধ কর্মসূচির শেষ দিনে উত্তরায় যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ৬টা ৫৭ মিনিটের সময় উত্তরা পূর্ব থানার আজমপুর বাসস্ট্যান্ডের ফ্লাইওভারের নিচে আব্দুল্লাহপুর থেকে ছেড়ে আসা পরিস্থান পরিবহনে দুর্বৃত্তরা গাড়িতে আগুন লাগিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সকাল সোয়া ৭টায় বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ডিএমপির উত্তরা পূর্ব থানার ওসি মো. নাসির উদ্দিন জানান, আজ সকালে একটি বাসে আগুনের খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
মন্তব্য করুন