কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে ঢাকার দুই সিটি করপোরেশনের হাঁকডাকের মধ্যে রামপুরায় বনশ্রী খালপাড়ের একটি অংশে ঈদের তিনদিন পরেও বর্জ্য পড়ে ছিল।
বুধবার (১৯ জুন) দুপুর ১২টা পর্যন্ত ঢাকা উত্তর বা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের কেউ সেই বর্জ্য অপসারণ করেননি।
খালপাড়ের ওই অংশ কোন সিটি করপোরেশনের সীমানায় পড়েছে তা সুস্পষ্ট না হওয়ায় কেউ আসেনি বর্জ্য সরাতে। পরে বুধবার দুপুর ১২টার পর থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বর্জ্যের স্তূপ সরানোর কাজ শুরু করে।
বনশ্রী খালপাড়ের ওই অংশ দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের সীমানায় অবস্থিত। সে জন্য সেখান থেকে কোনো সিটি করপোরেশন বর্জ্য অপসারণ করেনি।
ঢাকা দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বলেন, বিষয়টি নজরে আসার পর করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বর্জ্য ব্যবস্থাপনা বিভাগকে তা অপসারণের নির্দেশ দেন।
কর্মকর্তাদের নির্দেশ দিয়ে তিনি (মিজানুর) বলেন, এলাকা কোন সিটি করপোরেশনের আওতাধীন তা নিয়ে দড়ি টানাটানি না করে ঢাকাবাসীকে স্বস্তি দিতে বনশ্রী খালপাড়ের সেই বর্জ্য অপসারণ করুন।
প্রধান নির্বাহী কর্মকর্তার নির্দেশ অনুসারে দুপুর ১২টার পর থেকে দক্ষিণ সিটির পরিচ্ছন্নতা কর্মীরা ১০টি ডাম্প ট্রাক, একটি হুইল এক্সাভেটর ও একটি বেক-হো লোডার দিয়ে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে।
বৃহস্পতিবারের মধ্যে সেখানকার বর্জ্য পুরোপুরি অপসারণ করার কথা বলেছে ঢাকা দক্ষিণ সিটি।
এ বিষয়ে কোনো বক্তব্য দিতে চাননি ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তারা।
এদিকে সব মিলিয়ে ঈদের দিন থেকে তিন দিনে ২৩ হাজার ৯৫৮ টন কোরবানির পশুর বর্জ্য অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বলেন, বুধবারও ঢাকা দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৫৫টিতে কোরবানির পশু জবাই হয়েছে। এরই মধ্যে সেগুলো থেকে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।
এর আগে সোমবার কোরবানির প্রথম দিন রাত ১২টা পর্যন্ত ২ হাজার ৫০৮টি ট্রিপের মাধ্যমে ১১ হাজার ৬৮৫ টন; মঙ্গলবার দ্বিতীয় দিনে রাত ১২টা পর্যন্ত ১ হাজার ৯৭৪টি ট্রিপের মাধ্যমে ৯ হাজার ৩৯ টন এবং বুধবার বিকাল ৬টা পর্যন্ত ৮৩৭টি ট্রিপের মাধ্যমে ৩ হাজার ২৩৪ টন বর্জ্য অপসারণ করা হয়।
জনসংযোগ কর্মকর্তার দাবি, বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে সব পশুর হাটের শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। সবশেষ মেরাদিয়া হাটের বর্জ্য অপসারণ করা হয়।
অপরদিকে উত্তর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বুধবার বিকেল ৫টা পর্যন্ত ৪১৭৭ ট্রিপের মাধ্যমে মোট ২০,১০৫ টন বর্জ্য অপসারণ করা হয়েছে।
এর মধ্যে মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত ৯২৭ ট্রিপে ৪,০০৯ টন এবং ঈদের দিন সোমবার দুপুর ২টা থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে রাত ৮টার মধ্যে সব ওয়ার্ড থেকে প্রায় ১০,৩৭৪ টন বর্জ্য অপসারণ করা হয়।
মন্তব্য করুন