ফরহাদ সুমন, চট্টগ্রাম
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে আন্দোলনকারীদের ওপর মেয়াদোত্তীর্ণ টিয়ারশেল নিক্ষেপ

টিয়ারশেল। ছবি : কালবেলা
টিয়ারশেল। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরীর মুরাদপুরে কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে সংঘাত-সংঘর্ষ শুরু হয় গত ১৬ জুলাই। দুদিন পর গত ১৮ জুলাই; ফের দাঙা, হামলা, সংঘাত-সংঘর্ষে রূপ নেয় নগরীর বহদ্দারহাট মোড়। দফায় দফায় সাউন্ডগ্রেনেড, রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপে করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। একইভাবে গত ১৯ ও ২৯ জুলাই আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে দফায় দফায় এসব ছোড়া হয়। রাস্তা থেকে সংগ্রহ করা টিয়ারশেলের খোল পর্যবেক্ষণ করে দেখা গেছে তা মেয়াদোত্তীর্ণ। এসব নিয়ে সাধারণ মানুষের মাঝে চলছে আলোচনা-সমালোচনা। উত্তর মিলছে না, শিক্ষার্থীদের ওপর মেয়াদোত্তীর্ণ টিয়ারশেল ছোড়া হচ্ছে কেন? যদিও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, লটে দুই একটি থাকতে পারে। তাছাড়া মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও এক বছর কিংবা ছয় মাস এটি ব্যবহার করা যায়।

আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে মেয়াদোত্তীর্ণ টিয়ারশেল ব্যবহার করা হচ্ছে কেন জানতে চাইলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার (সিএমপি) মো.সাইফুল ইসলাম বিপিএম (বার) কালবেলাকে বলেন, সব মেয়াদোত্তীর্ণ তা সঠিক নয়। প্রতি বছর সেগুলো রিপলেসম্যান্ট করা হয়। মেয়দোত্তীর্ণঘলো নষ্ট করে ফেলা হয়। হয়তো বা লটে দুই একটি থাকতে পারে। মনে করেন রেজিস্ট্রারে লিখা আছে ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত। মেয়াদোত্তীর্ণের পরও এগুলো এক বছর পর্যন্ত ব্যবহার করা যায়। বিষয়টি এমন না যে ২০২২ সাল লিখা আছে কিন্তু ২০২৩ সালে ব্যবহার করা যাবে না তা না।

মেয়াদোত্তীর্ণ টিয়ারশেল মানব দেহে ক্ষতিকর। কী ধরনের প্রভাব পড়তে পারে জানতে চাইলে সিএমপির এই মুখপাত্র কালবেলাকে বলেন, আসলে মেয়াদোত্তীর্ণ টিয়ারশেলে কোনো ধরনের ইফেক্টিভ নেই। এটি নিক্ষেপ করলে এর ধোঁয়ায় চোখ জ্বলা এবং চোখ থেকে পানি পড়বে। তিনি কিছুক্ষণ চোখে দেখবেন না। এর বাইরে বড় কোনো প্রভাব পড়ার আশঙ্কা নেই। আর মেয়াদোত্তীর্ণ মানে তাতে কিছুই নেই। মানে এর ইফেক্টিভ একেবারে নাই বললে চলে।

ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের সাবেক সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী কালবেলাকে বলেন, যদি মেয়াদোত্তীর্ণ টিয়ারশেল ব্যবহৃত হয়ে থাকে তাহলে মালখানায় তা রাখা সমীচিন নয় বলে আমি মনে করি। অন্যদিকে পুলিশের তদারকি বা মনিটরিং সিস্টেম দূর্বল হলে সেখানে মেয়াদোত্তীর্ণ জিনিস রাখা অস্বাভাবিক নয়। পুলিশের যে অস্ত্র, টিয়ারশেলসহ অন্যান্য জিনিস পর্যাপ্ত পরিমাণে পর্যবেক্ষণে রাখা দরকার। কোনগুলোর মেয়াদ আছে, কোনোগুলোর নেই সেগুলো সঠিকভাবে নির্ধারণ করে ব্যবহারে উপযোগী কি না বা ব্যবহারে যোগ্য নয় কি না এর দায়িত্ব তাদের ওপর বর্তায়। সেখানে অবশ্যই স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে তদন্ত হওয়া দরকার।

টিয়ারশেলে আহত সাংবাদিকরা ও সাধারণ মানুষের সঙ্গে এই প্রতিবেদকের কথা হলে তারা জানিয়েছেন, এর আঘাতে শরীরের নানা অসুবিধা দেখা দিচ্ছে। চোখ ব্যাথা, চোখ জ্বালা-পোড়া এবং চোখ দিয়ে পানি বের হচ্ছে। এক চোখে পরিষ্কার দেখা যাচ্ছে, আরেকটিতে ঝাপসা। তাছাড়া শ্বাসপ্রশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। বুকে ব্যাথাসহ শরীর ব্যথা বেড়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, টিয়ারশেলের আঘাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ১০ জন চিকিৎসা নিতে আসেন। তারা ক্যাজুয়েলিটি বিভাগে ভর্তি ছিলেন। কিন্তু তাদের মধ্যে চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে পালিয়ে যায়। তিন জনকে রেফার করা হয় এবং বাকি তিনজন ছাড়পত্র পেয়ে হাসপাতাল ত্যাগ করেন। চমেক হাসপাতাল ছাড়াও প্রাইভেট হাসপাতালেও চিকিৎসা নিয়েছেন অনেকে।

টিয়ারশেলের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানতে চাইলে পাঁচলাইশে বেসরকারি হাসপাতাল পার্কভিউ হসপিটালের চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডা. মোহাম্মদ জয়নাল আবেদিন কালবেলাকে বলেন, খুব কাছ থেকে টিয়ারশেলে আহত হলে চোখের পর্দা ছিড়ে যেতে পারে। এর ধোঁয়ায় চোখ দিয়ে পানি পড়বে, চোখে জ্বালাপোড়া হবে, ব্যাথা করবে এবং কিছুক্ষণের জন্য চোখে দেখবেন না আহতরা।

আমার কাছেও অনেকে চিকিৎসা নিতে এসেছেন জানিয়ে এই চক্ষু বিশেষজ্ঞ বলেন, টিয়ারশেলে আহতদের আই ড্রপ ও অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। যারা মাঠ পর্যায়ে থাকেন তাদের কাছে আমার পরামর্শ থাকবে যে, আহত হওয়ার সঙ্গে সঙ্গে আগুনের ভাপ দিতে হবে। এতে চোখের দৃষ্টিশক্তি দ্রুত ফিরবে। তবে টিয়ারশেলে তেমন ক্ষতি না হলেও পরবর্তীতে এর প্রভাব দেখা দিতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন দিন করে রিমান্ডে দিপু হত্যার ১২ আসামি

বেরোবিতে হাদি-আবরারের নামে ভবনের নামকরণ করলেন শিক্ষার্থীরা

গাজীপুরে তুলা ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

বরিশালে বিএনপি-জামায়াতসহ ১৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

মাঝির জালে ধরা ৬ মন ওজনের শাপলা পাতা মাছ, ৭৫ হাজারে বিক্রি

বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে প্রবাসীর সর্বস্ব লুট

কুকুর-বিড়াল কামড়ের রোগী বাড়লেও বন্ধ ভ্যাকসিন কার্যক্রম

বাস-ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

জামায়াত-বিজেপি-এলডিপির প্রধানসহ গানম্যান পাচ্ছেন ৫ ব্যক্তি

দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

১০

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

১১

রাশেদ প্রধানের জন্য পঞ্চগড়ের দুটি আসনে মনোনয়নপত্র সংগ্রহ

১২

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের প্রার্থনা

১৩

ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড উচ্ছেদে জোরালো পদক্ষেপের আশ্বাস ইশরাকের

১৪

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আইইবি

১৫

কৃষি জমি নিয়ে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

১৬

এনসিপি নেতা গুলিবিদ্ধ, যুবশক্তির নেত্রী আটক

১৭

এনসিপি নেতাকে গুলি, দেশত্যাগ ঠেকাতে বিজিবির কড়া নজরদারি

১৮

মহিলা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হলেন নার্গিস

১৯

আপনার একটি ভোটে নির্ধারণ হবে আগামী পাঁচ বছরের ভাগ্য : সেলিমুজ্জামান

২০
X