লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০২ আগস্ট ২০২৪, ০১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

গুলিতে শেষ এতিম নুরনাহারের সুখের সংসার

গুলিতে নিহত মো. ফয়েজ। ছবি : সংগৃহীত
গুলিতে নিহত মো. ফয়েজ। ছবি : সংগৃহীত

ভালোবেসে এতিম নুরনাহার বেগমকে বিয়ে করেন স্যানিটারি মিস্ত্রি মো. ফয়েজ। তাদের সংসারে ফুটফুটে একটি ছেলেসন্তানের জন্ম হয়। ঢাকায় একটি ভাড়া বাসায় তাদের সংসারজীবন ভালোই কাটছিল। পৃথিবীতে নুরনাহারের একমাত্র আপনজন ছিল তার স্বামী। সেই আপনজনকে কেড়ে নিয়েছে দুটি গুলি। যে গুলিতে নিভে যায় ফয়েজের (৩২) তাজা প্রাণ। ফয়েজের মৃত্যুতে অন্ধকারে ঢেকে গেল সুখের সংসার। নুরনাহারও পৃথিবীতে এখন ফের একা হয়ে গেলেন। একমাত্র সন্তান রাফি মাহমুদকে নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ী সাইনবোর্ড এলাকায় মারা যান ফয়েজ।

ফয়েজ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চর আবাবিলের ইউনিয়নের পশ্চিম ঝাউডগি গ্রামের কাঠমিস্ত্রি আলা উদ্দিনের ছেলে। তিনি ঢাকায় স্যানিটারি মিস্ত্রি হিসেবে দৈনিক হাজিরায় কাজ করতেন। ২১ জুলাই সন্ধ্যা ৬টার দিকে কাজ শেষে ভাড়া বাসায় যাওয়ার পথে যাত্রাবাড়ী সাইনবোর্ড এলাকায় গুলিতে মারা যান তিনি।

জানা গেছে, নিম্ন মধ্যবিত্ত সংসারে ফয়েজের জন্ম। এতে অল্প বয়সেই কাজের উদ্দেশে মালদ্বীপ যান তিনি। করোনায় ২০২০ সালে চাকরি হারিয়ে বাড়ি ফিরতে হয় তাকে। ফের পরিবারের হাল ধরতে চাকরি খুঁজতে তিনি ঢাকায় যান। সেখানে স্যানিটারি মিস্ত্রি (পাইপ ফিটিংস) হিসেবে কাজ শুরু করেন। এরমধ্যে গাজীপুরের টঙ্গীর বাসিন্দা এতিম নুরনাহারকে ভালোবেসে বিয়ে করেন। ১৮ মাস আগে তাদের সংসারে একটি পুত্রসন্তান জন্ম নেয়। তার নাম রাফি মাহমুদ।

ঘটনার পর গুলিবিদ্ধ ফয়েজকে তার পরিচিত স্যানিটারি ঠিকাদার মো. কাশেম হাসপাতালে নিয়েছিলেন। ফোনে কথা হয় তার সঙ্গেও। তিনি বলেন, অ্যাম্বুলেন্সে করে প্রথমে ফয়েজকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে ঢাকা মেডিকেল কলেজে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মাথা ও ঘাড়ে গুলি লাগে। পরে তার মরদেহ লক্ষ্মীপুরের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। ফয়েজ খুব শান্ত ও ভদ্র স্বভাবের ছিল। দৈনিক ৭০০ টাকা তিনি মজুরি পেতেন। ওই টাকায় স্ত্রী ও সন্তানকে নিয়ে তিনি যাত্রাবাড়ী সাইনবোর্ড এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

ফয়েজের মা সবুরা বেগম বলেন, ঘটনার আগমুহূর্তে আমি ফয়েজকে কল দিয়েছি। সে বলছিল কাজ শেষে বাসায় যাচ্ছে। পরে আবার কল দিয়ে বলে, ‘মা রাস্তায় অনবরত গুলি হচ্ছে। এখন ফোন রাখ’। কথা শেষ না হতেই বিকট শব্দ শুনতে পাই। এরপর আর তার কথা শুনতে পাইনি। বারবার কল দিলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

এদিকে স্বামীকে হারিয়ে পৃথিবীতে ফের একা হয়ে গেলেন নুর নাহার। শ্বশুরবাড়ির লোকজন গরিব হওয়ায় সেখানেই ঠাঁই নিতে পারেননি তিনি। স্বামীর মরদেহ দাফন শেষে শিশু রাফিকে বুকে নিয়ে গাজীপুরের টঙ্গী এলাকায় ফিরতে হয় তাকে। মুঠোফোনে নুরনাহার বলেন, বাবা-মা, ভাইবোন কেউই নেই। ফয়েজ আমাকে বিয়ে করে আপনজন করে নিয়েছিল। ফয়েজই পৃথিবীতে আমার একমাত্র আপনজন ছিল। সে আমার একমাত্র আশ্রয় ছিল। তাকে গুলি করে মেরে ফেলা হয়েছে। এখন আমার আর কেউ নেই। কে দেখবে আমাকে ও আমার ছোট্ট রাফিকে। কী দোষ ছিল ফয়েজের, কে দেবে এর জবাব? আমি এখন বড় একা।

নুরনাহার আরও বলেন, শ্বশুরবাড়ির লোকজনও গরিব। সেখানে আশ্রয় নিয়েও ফয়েজের মরদেহ দাফন শেষে টঙ্গীতে এক খালার বাসায় এসে আশ্রয় নিয়েছি। খালাও অসুস্থ, তার পরিবারও থাকে অর্ধহারে অনাহারে। এসব বলেই কান্নায় তিনি ভেঙে পড়েন। এরপর তিনি আর কোন কথা বলতে পারেননি।

নুরনাহারের খালা বৃদ্ধা হাজেরা বেগম বলেন, আমি অন্ধ ও অসুস্থ। আমার একমাত্র ছেলেটিও পঙ্গু। আমাদের ওপর আল্লাহ এত নির্দয় কেন? এত কষ্ট নিয়ে আমরা কোথায় যাব? নুরনাহার ও তার ছেলেটার দিকে আপনারা সবাই দেখবেন। আমাদের কেউ নেই। এরপর শুধু কান্নার আওয়াজ ছাড়া আর কোনো কথা শোনা যায়নি।

অন্যদিকে ফয়েজের মা সবুরা বেগম ও বাবা আলা উদ্দিন ছেলের শোকে অনবরত কান্না করছেন। ছেলের মৃত্যুর ৯ দিন পার হলেও তাদের কান্না থামেনি। ফয়েজ ছিল তাদের তিন ছেলেমেয়ের সবার বড়। তার কবরের পাশে বারবার ছুটে যাচ্ছেন মা সবুরা। আর ছেলের শোকে হাউমাউ করে কাঁদছেন। প্রতিবেশীরাও তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছেন না।

ফয়েজের বাবা আলাউদ্দিন বলেন, ফয়েজ শ্রমিক ছিল। কোনো ধরনের রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। কী দোষে তাকে গুলি করে মেরে ফেলা হয়েছে। সেত আর ফিরে আসবে না। তার স্ত্রী-সন্তানকে কে দেখবে। বউটাও এতিম। আমি চট্টগ্রাম পোর্টে চাকরি করতাম। সেনা সরকারের সময় এক আন্দোলনে চাকরি হারিয়েছি। এবার আরেক আন্দোলনে আমার ছেলেকে হারালাম। কে বা কার আগ্নেয়াস্ত্র থেকে ছোড়া দুটি গুলি আমার ছেলেটাকে শেষ করে দিল। আমি ফয়েজ হত্যার বিচার কার কাছে চাইব?

প্রসঙ্গত, ২১ জুলাই সন্ধ্যায় রাজধানীর যাত্রাবাড়ীর সাইনবোর্ড এলাকায় গুলিবিদ্ধ হন ফয়েজ। আহত অবস্থায় ফয়েজকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ২২ জুলাই জানাজা শেষে ফয়েজের মরদেহ পশ্চিম ঝাউডগি গ্রামের বাড়ির পাশে দাফন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজস্থানে ভয়াবহ দুর্ঘটনা, বাসে আগুনে পুড়ে ২০ জনের মৃত্যু

বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

মার্কারের পরিবর্তে চক ব্যবহারের আহ্বান জানিয়েছে ডিবিএল সিরামিকস ‘টাইলচক’ 

বিশ্বে শক্তিশালী পাসপোর্টের সূচকে বাংলাদেশের অবস্থান কত?

হোয়াইটওয়াশ লজ্জায় বাংলাদেশ, একশও ছুঁতে পারল না মিরাজরা

হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

জাল সনদে ১৮ বছর শিক্ষকতা, জেনেও ব্যবস্থা নেননি অধ্যক্ষ

ইলিয়াস কাঞ্চনের অসুস্থতায় শাবনূরের আবেগঘন বার্তা

যুদ্ধের উসকানি দিয়ে শান্তির প্রতীক হওয়া যায় না, ট্রাম্পকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বাবার সঙ্গে আলোর শেষ কথা—আমরা আটকে গেছি

১০

লাইভে এসে সংসদ ভেঙে দিলেন পালিয়ে যাওয়া মাদাগাস্কারের প্রেসিডেন্ট

১১

মিরপুরে অগ্নিকাণ্ড : দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান তারেক রহমানের

১২

ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থীকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১৩

মেসি নন, নতুনদের নিয়েই পুয়ের্তো রিকোর মুখোমুখি আর্জেন্টিনা

১৪

বিএনপি কোনো দলের বিরুদ্ধে কুৎসা রটায় না : কফিল উদ্দিন 

১৫

বিএনপি নেতা নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

১৬

পিআর পদ্ধতি নিয়ে আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে : পরওয়ার

১৭

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : লায়ন ফারুক

১৮

ভারতের হারে এশিয়ান কাপ খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের

১৯

সাবেক স্ত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

২০
X