শাহজাহান লেলিন, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ০১:৫৩ পিএম
আপডেট : ০১ আগস্ট ২০২৩, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

নীলফামারীর সমতলভূমিতে চা চাষে সাফল্য

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পরিষদের পতিত জমিতে গড়ে তোলা চা বাগান। ছবি : কালবেলা
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পরিষদের পতিত জমিতে গড়ে তোলা চা বাগান। ছবি : কালবেলা

নীলফামারীর পিছিয়ে পড়া উপজেলা কিশোরগঞ্জ। এ উপজেলায় আগাম আলু, ধান, পাট, গম ও ভুট্টা চাষ করা হয়। গত এক যুগ এর বেশি সময় ধরে থেকে আলু চাষে ঈর্ষণীয় সাফল্য অর্জন করছে কৃষকরা। এ অঞ্চলের মাটি ও আবহাওয়া চা চাষে অধিক উপযোগী হওয়ায় আগ্রহ বাড়ছে এখানকার বাগান মালিকদের।

আরও পড়ুন : ভরা বর্ষায়ও বৃষ্টি নেই, আমন-পাট নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা

সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান ভিক্ষুক পুণর্বাসন প্রকল্পের আওতায় ২০১৪ সালে উপজেলা পরিষদের পরিত্যক্ত জমিতে পরীক্ষামূলকভাবে চা চাষ শুরু করেন। প্রাথমিকভাবে তিনি এক বিঘা জমিতে দুই হাজার চারা রোপণ করেন। অল্প দিনেই চায়ের সবুজ পাতা গজাতে শুরু করে। এ কাজে তাকে সহায়তা করেন পঞ্চগড় চা বোর্ডের কর্মকর্তারা। চা চাষে আলোর মুখ দেখে উপজেলা পরিষদের পতিত প্রায় সাড়ে তিন একর জমিতেও চারা রোপণ করা হয়। সেখানেও আসে সফলতা। উপজেলা চত্বরের পতিত জায়গাগুলো এখন রূপ নিয়েছে দুটি পাতা একটি কুঁড়ির ফসল চায়ের বাগানে।

সিনহা এগ্রো ইন্ডাস্ট্রির বাহাগিলি চা বাগানের ব্যবস্থাপক রিফাত হাসান বলেন, উপজেলা প্রশাসনের পরামর্শে আমরা স্বল্প পরিসরে চা চাষ শুরু করেছিলাম। পরে দেখা যায় আলু কিংবা ভুট্টার চেয়ে চা চাষ অধিক লাভজনক। বর্তমানে আমরা ৩৫ একর জমিতে চা চাষ করছি। প্রথম পর্যায়ের ৭ একর জমির বাগান থেকে আমরা এক লাখ ৭৫ হাজার কেজি চা বিক্রি করেছি, যার বাজার মূল্য প্রায় ২৩ লাখ টাকা।

আরও পড়ুন : সেতু আছে রাস্তা নেই!

এ ছাড়া উপজেলা ভূমি অফিসের পতিত জমি, মাগুড়া ভূমি অফিসের পতিত জমি ও নীলসাগর গ্রুপের অনুভব চা বাগানে বাণিজ্যিকভাবে চা উৎপাদন শুরু হয়েছে। ক্ষুদ্র চা উৎপাদনকারী হিসেবে কিশোরগঞ্জ উপজেলার ১৩ জন কৃষক প্রায় ১৫ একর জমিতে ব্যক্তি উদ্যোগে চা চাষ শুরু করেছেন। সরকারি, বাণিজ্যিক ও ব্যক্তিগত উদ্যোগে বর্তমানে উপজেলার প্রায় ৫৫ একর জমিতে চা চাষ হচ্ছে। এসব চা বাগানে প্রতিদিন ৬০-৭০ জন নারী ও পুরুষ শ্রমিক কাজ করছেন। ফলে ওই পরিবারগুলোতে অর্থনৈতিক উন্নয়নের ছোঁয়া লেগেছে।

ময়নাকুড়ি চা বাগানে কর্মরত শ্রমিক আতিক জানান, অন্য জায়গার চেয়ে চা বাগানে কাজ করলে মজুরি বেশি পাওয়া যায়। এ টাকায় ছেলে-মেয়ের লেখাপড়ার খরচ চালাচ্ছি, পরিবার নিয়ে সুখে দিন কাটাচ্ছি।

বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন খামার সহকারী মো. জায়েদ ঈমাম সিদ্দিকী বলেন, ‘নীলফামারীর কিশোরগঞ্জে সরকারি ও চাষি পর্যায়ে মোট ৫০ একর জমিতে চায়ের চাষ হচ্ছে। চাষিদের মুনাফা হচ্ছে। প্রতি কেজি চা উৎপাদনে খরচ হয় ১০ টাকা, বিক্রি হচ্ছে প্রায় ২২ টাকায়। চা চাষের জন্য এ অঞ্চলের মাটি খুব উপযোগী। সিলেট অঞ্চলে চারা রোপণের পাঁচ বছর পর পাতা উত্তোলন শুরু হয়। কিন্তু এখানে এক থেকে দেড় বছরেই পাতা উত্তোলন করা যাচ্ছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীর মরদেহ বাথরুমে লুকিয়ে রাখে স্বামী, অতঃপর...

ঘরে মাকড়সার জাল থাকলে কি অভাব-অনটন দেখা দেয়?

সম্মিলিত ইসলামী ব্যাংকের বিষয়ে সুখবর দিলেন গভর্নর

কিংবদন্তি অভিনেত্রী শর্মিলার জন্মদিনে যা বললেন ঋতুপর্ণা

সিরাজগঞ্জ চেম্বার নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়

এনসিপি নেতাকে অপসারণ দাবিতে দলীয় নেতাদের পদত্যাগের হুঁশিয়ারি

সীমান্ত উত্তেজনা, কঠোর হুঁশিয়ারি থাই প্রধানমন্ত্রীর

‘বিগ বস ১৯’ জিতে কত টাকা পেলেন গৌরব!

মহানবীকে নিয়ে কটূক্তি, তিতুমীরের সেই শিক্ষার্থী রিমান্ডে

জাতীয় নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ

১০

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে নতুন সিদ্ধান্ত

১১

মুক্তিযোদ্ধা দম্পতি হত্যাকাণ্ডে থানায় মামলা

১২

সীমান্ত উত্তেজনার মধ্যে থাইল্যান্ডের বিমান হামলা

১৩

৮ দিন ধরে নিখোঁজ হাফেজ সিফাত

১৪

কবে বিয়ে করছেন কেয়া? জানালেন নিজেই

১৫

ঢাকায় ৭ম আই-ইইই এসসিআই আন্তর্জাতিক সম্মেলন শুরু বৃহস্পতিবার

১৬

মানুষ জামায়াতে ইসলামীকে আস্থার প্রতীক হিসেবে নিয়েছে : ড. মোবারক

১৭

দুপুরে নামাজের নিষিদ্ধ সময় কি ঠিক ১২টা?

১৮

ঢাবির ডেপুটি রেজিস্ট্রার লাভলু ৩ দিনের রিমান্ডে

১৯

৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের পর হত্যা, অতঃপর...

২০
X