দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ

বন্যা আতঙ্কে পদ্মা তীরবর্তী মানুষ

পানি বাড়তে শুরু করেছে কুষ্টিয়ার দৌলতপুরে। ছবি : কালবেলা
পানি বাড়তে শুরু করেছে কুষ্টিয়ার দৌলতপুরে। ছবি : কালবেলা

নিম্নচাপের প্রভাবে ভারি বৃষ্টিপাতের কারণে ভারতের উজান থেকে নেমে আসা ঢলে চলতি মাসে ফের পদ্মা নদীতে পানি বেড়েছে। পাঁচ-ছয় দিন ধরে পানি বাড়ায় আতঙ্কিত কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মাপাড়ের মানুষ।

এর আগে আগস্টের মাঝামাঝি নদীতে পানি বাড়লেও শেষের দিকে কমতে শুরু করে। তবে ফের পানি বাড়ায় বন্যার আশঙ্কায় রয়েছেন নদীঘেঁষা উপজেলার চার ইউনিয়নে বাসিন্দারা। ইতোমধ্যে চরের বেশ কিছু আবাদি জমির কালাইসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

তবে পাবনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবোর) ওয়াটার হাইড্রোলজি বিভাগ বলছে, আর এক দিন পানি বৃদ্ধি পাবে, পরে তা স্থিতিশীল থেকে আবার কমতে শুরু করবে। এতে বন্যা হওয়ার কোনো আশঙ্কা দেখছে না তারা।

তাদের দেওয়া তথ্য বলছে, পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৩ ঘণ্টায় ২ সেন্টিমিটার পানি বেড়েছে। সকাল ৯টা পর্যন্ত এখানে পানি প্রবাহিত হচ্ছিল ১২ দশমিক ১১ সেন্টিমিটার, যা বিপৎসীমার ১ দশমিক ৬৯ সেন্টিমিটার নিচে। এই পয়েন্টে বিপৎসীমা ধরা হয়েছে ১৩ দশমিক ৮০ সেন্টিমিটার।

উপজেলার চিলমারী, রামকৃষ্ণপুর, মরিচা ও ফিলিপনগর- এই চার ইউনিয়নের পদ্মাপারের মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয় বন্যায়, ইতোমধ্যে পানিতে তলিয়েছে চরের আবাদি ফসলের মাঠ। এর মধ্যে পদ্মার পানি বেড়ে যাওয়ায় তীরবর্তী মানুষ অসময়ে বন্যার আশঙ্কা করছেন।

উপজেলার চিলমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, নদীর পানি আবার বৃদ্ধি পেয়েছে, তবে তা লোকালয়ে এখনো প্রবেশ করেনি। কিছু নিম্নাঞ্চলে পানি ঢুকেছে। প্রায় ১০০ একরের মতো কালাই ডুবে গেছে। অনেক কৃষক পেঁয়াজ চাষের জন্য জমি প্রস্তুত করছিল।

রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান সিরাজ মণ্ডল বলেন, নদীতে পানি কমে গিয়ে আবার বাড়তে শুরু করেছে, তবে ঘরবাড়ি প্লাবিত হয়নি।

চরে প্লাবিত হওয়া কৃষিজমির ক্ষয়ক্ষতির পরিমাণের বিষয় উপজেলা কৃষি কর্মকর্তার নুরুল ইসলাম বলেন, পদ্মায় পানি বৃদ্ধির ফলে চার ইউনিয়নের অন্তত ৩২ হেক্টর জমির কালাই ডুবে গেছে। এবার চরে ২ হাজার ৩২৩ হেক্টর জমিতে কালাই চাষ হয়েছে।

পাবনা ওয়াটার হাইড্রোলজি বিভাগের নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম বলেন, পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে আজ সকালে ৯টা পর্যন্ত পানির প্রবাহ ছিল ১২ দশমিক ১১ সেন্টিমিটার; যা বিপৎসীমার ১ দশমিক ৬৯ সেন্টিমিটার নিচে। তবে এই পয়েন্টে বিপৎসীমা ধরা হয়েছে ১৩ দশমিক ৮০ সেন্টিমিটার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসায় শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা

মুরাদনগরে উপদেষ্টার পদত্যাগ দাবির মিছিলে পুলিশের বাধা 

খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

উপবৃত্তির ৬৭ অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন, শিক্ষা অফিসার বরখাস্ত 

খেলার সময় পাগলা কুকুরের আক্রমণ, শিশুসহ আহত ১৬

৭৫ বছর বয়সে ডিগ্রি পাস, প্রশংসায় ভাসছেন সাদেক আলী

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ৫৬ সেকেন্ডের মিছিল 

শখের বড়শিতে ২০ কেজির কোরাল

এসএসসি পরীক্ষার্থীর ছুরিকাঘাতে রিকশাচালক নিহত

কয়লা তৈরির কারখানায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

১০

চ্যাম্পিয়ন্স লিগে থ্রিলারের ছোঁয়া, বার্সা-ইন্টার ম্যাচে ৬ গোলের উৎসব!

১১

শতাধিক ভুয়া পেজে ‘অশ্লীল বিজ্ঞাপন’, বিব্রত ডা. জাহাঙ্গীর

১২

স্বাস্থ্য পরামর্শ / বয়স বেশি হলে ডাউন শিশু জন্মদানের শঙ্কা বাড়ে

১৩

ব্যাংকক থেকে আজ দেশে ফিরছেন সালাহউদ্দিন আহমেদ

১৪

প্রকৌশলীদের উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবি’র মতবিনিময় সভা 

১৫

সৈয়দপুরে শাটল বাস সার্ভিস চালু করল বিমান

১৬

প্রকৌশলীদের অধিকার আদায়ে সারাদেশে শিক্ষার্থীদের বিক্ষোভ

১৭

সার্জেন্ট হেলালের সাহসিকতায় ২ ছিনতাইকারী আটক

১৮

শ্রমিকদের অধিকার আদায়ের ‘মহান মে দিবস’ আজ

১৯

নোবিপ্রবির পুকুরে ছাত্র-ছাত্রীদের গোসলের ছবি ভাইরাল, প্রশাসনের সতর্কতা

২০
X