কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫০ পিএম
অনলাইন সংস্করণ
চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

বিএনপির ৭ নেতার বিরুদ্ধে মামলা

নিহত ইসরাফিল। ছবি : কালবেলা
নিহত ইসরাফিল। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জল হোসেনের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই গাজীপুরের শ্রীপুরে ইসরাফিল নামের এক যুবককে হাত-পা বেঁধে পিটিয়ে গায়ে গরম পানি ঢেলে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয় এক বিএনপি নেতার নেতৃত্বে বসতবাড়ি থেকে তুলে নিয়ে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) নিহতের বাবা নাছির বাদী হয়ে ৭ জনের নামোল্লেখ করে হত্যা মামলা করেছেন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন শ্রীপুর থানার ওসি মো. জয়নাল আবেদীন।

মামলার আসামিরা হলেন- বিএনপি নেতা কামরুল হাসান লিটন (৫০), বাবুল মণ্ডল (৪৫), শফিকুল ইসলাম (৩২), জলিল (৬৫), ইউসুফ (৪০), সোহাগ (৪০) ও ছাত্তার (৫৫)। এ ছাড়া মামলায় ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৩ সেপ্টেম্বর বাদী নাছিরের ছেলে ইসরাফিলকে কাজের কথা বলে বাড়ি থেকে বিবাদীরা ডেকে নিয়ে যায়। পরে তারা শ্রীপুর থানাধীন শৈলাট মেডিকেল মোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মসজিদের ব্যাটারি চুরির অপবাদে ইসরাফিলকে লোহার রডসহ দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর শুরু করে। অভিযুক্তরা ভিকটিমের বুক, পিঠ, হাত, মাথা, পাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে এবং দুই পা ভেঙে দেয়। এক পর্যায়ে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে ভিকটিমকে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। স্বজনরা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মারা যান ইসরাফিল।

স্বজনদের অভিযোগ, শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের পেশায় নির্মাণ শ্রমিক ইসরাফিল। গত ১৩ সেপ্টেম্বর শুক্রবার নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন তিনি। ওই দিন স্থানীয় সোহাগসহ কয়েকজন যুবক তাকে ঘুম থেকে ডেকে তুলে স্থানীয় ব্যাপারি বাড়ি জামে মসজিদের চুরি যাওয়া ব্যাটারি সম্পর্কে জানতে চায়। পরে তাকে নিয়ে যাওয়া হয় বাড়ির অদূরে শৈলাট পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। সেখানে নিয়ে তার হাত, পা রশি দিয়ে বেঁধে ফেলা হয়। তারপর ইসরাফিলের উপর চলে ব্যাটারি চুরির অপবাদে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন। লোহার রড দিয়ে পায়ের পাতা থেকে শুরু করে পিঠ পর্যন্ত পেটানো হয়। পরে কোমরের নিচে গরম পানি ঢেলে দেয়। গরম পানিতে যুবকের দুই পায়ের পাতা থেকে কোমর পর্যন্ত ফোসকা পড়ে যায়।

এ ঘটনায় গত ১৬ সেপ্টেম্বর কামরুল হাসান লিটন, বাবুল মণ্ডল, শফিকুল ইসলামের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬-৭ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন ইসরাফিলের বাবা। কিন্তু তা মামলা হিসেবে নথিভুক্ত করেনি পুলিশ। পরে বৃহস্পতিবার ইসরাফিল মারা গেলে পুলিশ অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে।

মূল অভিযুক্ত কামরুল হাসান লিটন (৫০) গাজীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

নিহতের স্বজনদের অভিযোগ, কামরুল হাসান লিটনের নেতৃত্বে ১০ থেকে ১২ জন ইসরাফিলের ওপর ওই নির্যাতন চালান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অরিজিতের বড় ঘোষণা, হতবাক সংগীতপ্রেমীরা

অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগের ক্ষমতা এনটিআরসিএর হাতে

পল্টনে শিশু নির্যাতনের বিষয়ে আদালতকে যা বললেন পবিত্র কুমার

নুরুদ্দিন অপুর ধানের শীষকে সমর্থন জানালেন ৩ শতাধিক আ.লীগের নেতাকর্মী

সিজিএস আয়োজিত নীতি সংলাপ / বৈদেশিক নীতির বিষয়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যে পৌঁছানোর তাগিদ

দুপক্ষের তুমুল সংঘর্ষ, নারীসহ আহত ৫

আর্জেন্টাইন ভক্তদের দুঃসংবাদ দিলেন বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার

বিশ্বকাপ ইস্যুতে এবার মুখ খুললেন সাকলায়েন মুশতাক

‎ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : সালাহউদ্দিন আহমদ

পিছু হটলেন ডোনাল্ড ট্রাম্প, সরিয়ে নিচ্ছেন গ্রেগরি বোভিনোকে

১০

অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা

১১

এটা যেনতেন নির্বাচন নয়, দেশের ভাবমূর্তি ফিরিয়ে আনার নির্বাচন : ইসি সানাউল্লাহ

১২

ঢাকা-৭ আসনকে আধুনিক হিসেবে গড়ে তোলা হবে : হামিদ

১৩

পরিবারে কোলেস্টেরলের ইতিহাস আছে? তাহলে কী খাবেন, কী খাবেন না

১৪

হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

১৫

গালফ ফুড ফেয়ারে তৃতীয়বারের মতো অংশগ্রহণ করছে আকিজ এসেনসিয়ালস লিমিটেড

১৬

চাকরির আশায় রাশিয়া গিয়ে যেভাবে যুদ্ধে জড়িয়ে পড়ছে বাংলাদেশিরা 

১৭

কেবল নেতার পরিবর্তনের মাধ্যমে প্রত্যাশিত পরিবর্তন সম্ভব না : চরমোনাই পীর

১৮

জামায়াতের ছলচাতুরি জনগণ বুঝে ফেলেছে : আমিনুল হক

১৯

ভারত ও ইউরোপীয় ইউনিয়নের ঐতিহাসিক চুক্তি সই

২০
X