গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ১০:১৭ পিএম
অনলাইন সংস্করণ

মায়ের মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মারা গেলেন দুই বোন

গাইবান্ধায় দুই বোনের মৃত্যুর ঘটনায় স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা
গাইবান্ধায় দুই বোনের মৃত্যুর ঘটনায় স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা

গাইবান্ধা সদরে মা ময়না বেগমের (৫৫) মৃত্যুর খবর শুনে গাজীপুরের আশুলিয়া থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নূপুর আক্তার ও তার চাচাতো বোন রুনা আক্তার নিহত হয়েছেন। নূপুর আক্তার তার বোন রুনাকে সঙ্গে নিয়ে স্বামী রাকিবুল ইসলামের মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে তাদের মৃত্যু হয়। ঘটনায় আহত রাকিবুল ইসলামকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহত নূপুর আক্তার সদর উপজেলার দক্ষিণ গিদারি মধ্যপাড়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে ও রুনা আক্তার একই গ্রামের আব্দুর রশিদের মেয়ে। নূপুর আক্তার ও রুনা আক্তার সম্পর্কে চাচাতো বোন। আহত মোটরসাইকেলচালক রাকিবুল ইসলাম নূপুর আক্তারের স্বামী। তারা তিনজনই গাজীপুরের আশুলিয়ার একটি পোশাক কারখানায় চাকরি করেন।

রোববার (১৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের দক্ষিণ গিদারী গ্রামের পারিবারিক কবরস্থানে মা ও দুই বোনের মরদেহ দাফন করা হয়েছে। এর আগে, রোববার সকাল সাড়ে ৭টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর এলাকার একটি পাম্পের সামনে ট্রাকচাপায় তাদের নিহতের ঘটনা ঘটে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে শেরপুর হাইওয়ে পুলিশের ওসি আজিজুল ইসলাম জানান, বগুড়ার দিকে আসা মোটরসাইকেলটিকে পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নূপুর আক্তার ও রুনা আক্তারের মৃত্যু হয়। এ সময় আহত মোটরসাইকেলচালক রাকিবুল ইসলামকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যাওয়ায় চালক ও তার সহকারীকে আটক করা যায়নি। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনাটি সম্পর্কে গিদারি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য (মেম্বার) মো. ফারুক হোসেন বলেন, মায়ের মৃত্যুর খবর শুনে বাড়ি আসার পথে সড়ক দুর্ঘটনায় দুই বোনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার আসরের নামাজের পর জানাজা শেষে মায়ের সঙ্গে দুই বোনেরও দাফন সম্পন্ন হয়েছে। একই সঙ্গে মা-মেয়েসহ তিনজনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়দের বরাত দিয়ে ইউপি সদস্য ফারুক হোসেন জানান, দীর্ঘদিন ধরে নূপুর আক্তারের মা ময়না বেগম অসুস্থ ছিলেন। শনিবার (১২ অক্টোবর) রাতে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মায়ের মৃত্যুর খবর পেয়ে রোববার ভোরে গাজীপুরের আশুলিয়া থেকে নূপুর তার চাচাতো বোন রুনাকে সঙ্গে নিয়ে স্বামী রাকিবুলের মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু পথেই দ্রুতগতিতে আসা একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই দুই বোন মারা যান। আহত রাকিবুল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে রাজশাহী বোর্ডে পাস ৫৩ শিক্ষার্থী

শেখ হাসিনার রায় নিয়ে রাজধানীতে যা ঘটছে

অজুর সময় যে গোনাহটি সবাই করেন, জানালেন বিশেষজ্ঞ আলেম

পুড়িয়ে ধ্বংস করা হলো ১৮০০ দলিল

টি-টেন লিগে দল পেলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার

ইউরোপ যাত্রা / যে সমুদ্রপথ কেড়ে নেয় হাজারো স্বপ্ন ও জীবন

বাঞ্জি জাম্পিংয়ের দড়ি ছিঁড়ে ১৮০ ফুট উঁচু থেকে পড়ে গেলেন যুবক

গণভোটের আইনি ভিত্তি নেই : রিজভী

নবান্নের পিঠার সুবাসে মুখর রাবি, কৃষি অনুষদে উৎসবের রং

ভয়াবহ ব্যাটিং ধসে সহজ ম্যাচ হেরে বসল ভারত

১০

হাসিনার রায়ের দিন মাঠে থাকার ঘোষণা জামায়াতসহ ৮ দলের

১১

চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাস করলেন ৩৯৩ শিক্ষার্থী

১২

কুমিল্লা বোর্ডে ফল পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ১০৮ শিক্ষার্থী

১৩

উইন্ডোজ ১১-এ আসছে নতুন ফিচার

১৪

মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৫

নাশকতার মামলায় আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

১৬

গোপালগঞ্জে আ.লীগের নাশকতা ঠেকাতে বিএনপির অবস্থান কর্মসূচি

১৭

ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন

১৮

ওয়ার্ল্ড ডে অব রিমেমব্রান্স: স্মরণ, শোক এবং নিরাপদ ভবিষ্যতের অঙ্গীকার

১৯

গোমতী নদীর চরে গলায় কাপড় প্যাঁচানো কিশোরের মরদেহ

২০
X