ঢাকার সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বনানী শাখার আইন বিভাগ শেষ বর্ষের ছাত্র সাইফুল ইসলাম রিপন হত্যা মামলার প্রধান আসামি জামাল পত্তনদারের ফাঁসির রায় ও অন্য দশজন আসামিকে খালাস প্রদান করেছেন রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত।
রোববার (৬ আগস্ট) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাকিয়া পারভিন এ রায় দেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত মো. জামাল পত্তনদার, দৌলতদিয়া ইউনিয়নের ফেলু মন্ডলপারা গ্রামের মো. হোসেন পত্তনদারের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর রাত ২টা ৪৫ মিনিটের সময় দৌলতদিয়া যৌনপল্লির এক বাড়ির সামনে অজ্ঞাত দুর্বৃত্তরা খুব কাছ থেকে বুকের দুই পাশে ও মাথার বাঁ পাশে গুলি করলে ঘটনাস্থলেই সাইফুল ইসলাম রিপন মারা যায়। সঙ্গে থাকা ফরিদের মুখে গুলি লাগলে তিনি দৌড়ে প্রাণে রক্ষা পান।
আসামির আইনজীবী ও পরিবারের লোকজন রায়ে সন্তুষ্ট হলেও বাদীপক্ষের লোকজন রায়ে অসন্তুষ্ট প্রকাশ করেছেন।
রায়ের ব্যাপারে নিহত সাইফুল ইসলাম রিপন মন্ডলের বাবা দৌলতদিয়া বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি, মো. মোহন মন্ডল কালবেলাকে জানান, আমি সঠিক বিচার পাইনি। এ রায়ের বিরুদ্ধে আমি উচ্চ আদালতে আপিল করব।
মন্তব্য করুন