মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৬:২২ পিএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

বিজয় দিবসের শোভাযাত্রায় যাওয়ার পথে যুবলীগের হামলা, আহত ৬

যশোরের মনিরামপুরে বিজয় দিবসের শোভাযাত্রায় হামলার ঘটনায় আহতরা। ছবি : কালবেলা
যশোরের মনিরামপুরে বিজয় দিবসের শোভাযাত্রায় হামলার ঘটনায় আহতরা। ছবি : কালবেলা

যশোরের মনিরামপুরে মহান বিজয় দিবসের শোভাযাত্রায় যাওয়ার পথে হামলার ঘটনা ঘটেছে। এ সময় এক স্কুল শিক্ষককে মারপিটের ভিডিও ধারণ করার ঘটনায় বিএনপির ৬ নেতাকর্মীকে মারধর করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার টেংরামারী বাজারে এ ঘটনা ঘটে।

হামলাকারীদের মধ্যে সিরাজুল ইসলাম ও নাজিম উদ্দিন খেদাপাড়া ইউনিয়ন যুবলীগের সদস্য বলে জানা গেছে।

আহতরা হলেন আব্বাস উদ্দিন (৩৫), রাকিব হোসেন (২২), নজরুল ইসলাম ভুট্টো (৪৫), মাসুদ (২৫), মাসুদ হোসেন (৩৫) ও মনিরুজ্জামান (১৫)। এদের মধ্যে আব্বাস, রাকিব, ভুট্টো ও মাসুদ হোসেনকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আহত আব্বাস উদ্দিন বলেন, বিজয় দিবসের শোভাযাত্রায় যোগ দেওয়ার জন্য তারা টেংরামারী বাজারে এসেছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে টেংরামারী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে হট্টোগোল দেখে তারা এগিয়ে যান। সেখানে টেংরামারী মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক রেজাউল করিমকে মারধরের চিত্র চোখে পড়লে তা মোবাইলে ভিডিও ধারণ করা হচ্ছিল। বিষয়টি বুঝতে পেরে হামলাকারীরা তাদের উপর চড়াও হয়। একপর্যায়ে লোহার রড, লাঠিসোঁটা দিয়ে তাদেরকে এলোপাতাড়ি মারধর করা হয়। স্থানীয় যুবলীগ নেতা নাজিম, সিরাজুলসহ ২০/২৫ জন এ হামলা চালিয়েছেন।

টেংরামারী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রেজাউল করিম বলেন, ৫ আগস্টের পর থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রধান প্রভাস চন্দ্র ছুটিতে ছিলেন। সরকারি ও বোর্ডের পরিপত্র নির্দেশনা অনুযায়ী সবকিছু বিস্তারিত উল্লেখ করে রোববার (১৫ ডিসেম্বর) প্রধান শিক্ষক প্রতিষ্ঠানে এসে যোগদানপত্র দাখিল করে খাতায় স্বাক্ষর করেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় একটি পক্ষ বিদ্যালয়কে নিয়ে যড়যন্ত্র করে আসছিল। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে তারাই বিদ্যালয়ে আসেন। প্রধান শিক্ষক প্রভাস চন্দ্র কেন খাতায় স্বাক্ষর করেছেন তা নিয়ে আমার ওপর চড়াও হয়। পরে একই বিদ্যালয়ের শিক্ষক জাহাঙ্গীর আলমসহ ৮-১০ জন মাথায় আঘাত করে। পরে সেখান থেকে বাড়িতে চলে আসি। তাৎক্ষণিক বিষয়টি শিক্ষা কর্মকর্তাকে জানান হয়েছে।

অভিযোগের বিষয়ে উপজেলা বিএনপির সদস্য হোসেন আলী বলেন, তাদের কেউ এ ঘটনার সঙ্গে যুক্ত নন। তবে টেংরামারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাস চন্দ্র বিগত দিনে বহু অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন। যে কারণে পট পরিবর্তনের পর থেকে একদিনও প্রতিষ্ঠানে আসেননি। প্রধান শিক্ষককের বিরুদ্ধে ইউএনও অফিসে ছয়টি অভিযোগসহ আদালতে মামলা চলছে, যা প্রক্রিয়াধীন। প্রতিষ্ঠানে শিক্ষার্থীসহ এলাকাবাসী এরইমধ্যে প্রভাস চন্দ্রের অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। প্রধান শিক্ষককের পক্ষে তার কর্মকাণ্ডের সার্বিক সহযোগিতা করে আসছিলেন সহকারী প্রধান শিক্ষক রেজাউল করিম। ঘটনার দিন একটি পক্ষ তাদের পক্ষের নজরুল ইসলাম ভুট্টো, মাসুদ আলম ও মাসুদ হোসেন নামে তিন কর্মীকে মারধর করে।

খেদাপাড়া ইউনিয়ন বিএনপি যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সদস্য শামছুজ্জামান শান্ত বলেন, সকালে মনিরামপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে একটি বিজয় শোভাযাত্রা করা হয়। এতে অংশগ্রহণের জন্য খেদাপাড়া ইউনিয়নের নেতাকর্মীরা টেংরামারী বাজারে আসছিলেন। একজন স্কুল শিক্ষককে মারপিটের ভিডিও ধারণ করার অভিযোগ এনে আব্বাস, রাকিব ও মনিরুজ্জামানকে মারধর করা হয়েছে। হামলার শিকার রাকিব হোসেন খেদাপাড়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও আব্বাস উদ্দিন খেদাপাড়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক পদ প্রার্থী। হামলাকারীদের মধ্যে নাজিম উদ্দিন ও সিরাজুল ইসলাম যুবলীগের সদস্য বলে তিনি দাবি করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকরাম হোসেন বলেন, সহকারী প্রধান শিক্ষককে হুমকি-ধমকি দেওয়া হয়েছে। যেটা কখনই কাম্য নয়। এ বিষয়ে ইউএনওর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না বলেন, বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষককে মারপিটের ঘটনাটি শুনেছেন। প্রধান শিক্ষককের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। অচিরেই তদন্ত পূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মনিরামপুর থানার ওসি নূর মোহাম্মদ গাজী বলেন, হট্টোগোলের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পুনরাবৃত্তি ঘটানোর চেষ্টা করা হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আটা-ময়দা ফর্টিফিকেশন : অনুপুষ্টির অভাব দূরীকরণের এক সময়োপযোগী পদক্ষেপ

মসজিদের দানবাক্সের তালা কেটে টাকা চুরি

বিপিএল : আরও এক বিদেশি ক্রিকেটারকে দলে ভেড়াল ঢাকা

ট্রেনে কাটা নয়, পরিকল্পিত হত্যা

পদত্যাগ প্রশ্নে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন বৃহস্পতিবার

ব্রাকসু নির্বাচনের তপশিল ফের স্থগিত

বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা চাকমা

চট্টগ্রামে ৯ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, রাউজানে মহিউদ্দিন জিলানী

ড্রেসিং করা হাঁস-মুরগি খাওয়া কি জায়েজ? যা বলছে ইসলাম

১০

ফুটবলে সবকিছুই দ্রুত পরিবর্তন হয় : জাবি আলোনসো

১১

তপশিল ঘোষণার সময় নিয়ে আলোচনা চলছে : ইসি সচিব

১২

পর্ন সাইটে দৃশ্য ছড়িয়ে পড়া নিয়ে অভিনেত্রীর ক্ষোভ

১৩

যুবদলের ২ নেতার ওপর এলোপাতাড়ি গুলি

১৪

মাঝ আকাশে জ্ঞান হারালেন নীলম কোঠারি

১৫

‘সাংবাদিক’ পরিচয়ে চাঁদা দাবি, হাতেনাতে গ্রেপ্তার ১

১৬

দেশে মানবাধিকারের ৩ সংকট

১৭

একটি ফোনকলেই থাইল্যান্ড-কম্বোডিয়ার যুদ্ধ থামানো সম্ভব : ট্রাম্প

১৮

আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে : প্রধান উপদেষ্টা

১৯

সিআইডির ট্রেনিং সেন্টারে মিলল এসআইয়ের ঝুলন্ত মরদেহ

২০
X