সিলেট ব্যুরো
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ০৩:০৩ পিএম
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে সাবেক মেয়রসহ আ.লীগের ৫ নেতা কারাগারে

স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ পাঁচ নেতা আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক। ছবি : কালবেলা
স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ পাঁচ নেতা আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক। ছবি : কালবেলা

সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নাদের বখ্তসহ স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ পাঁচ নেতা আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠিয়েছেন বিচারক। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নির্জন কুমার মিত্র এ আদেশ দেন।

রোববার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানো হয়।

কোর্ট ইন্সপেক্টর আকবর হোসেন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের নির্দেশে মেয়র নাদের বখ্তসহ পাঁচজনকে কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক পৌর মেয়র নাদের বখ্ত, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোয়েব আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ অপু, জেলা আওয়ামী লীগের সদস্য শাহারুল আলম আফজল, ছাত্রলীগ কর্মী মুছিবুর রহমান আদালতে এসে উপস্থিত হন। এ সময় মেয়র নাদের বখতের সমর্থক এবং স্বজনরাও আদালত প্রাঙ্গণে ভিড় করেন। আদালতের বিচারক আত্মসমর্পণকারী সকলকে কারাগারে পাঠানোর আদেশ দিলে, আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান তুলেন স্বজনরা। জয় বাংলা স্লোগান শুনে বিএনপিপন্থি আইনজীবীরা এর প্রতিবাদ জানান।

সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. জিয়াউর রহিম শাহীন বলেন, আমরা আদালতকে বলেছি, জয় বাংলা জাতীয় স্লোগান নয়। তারা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এমন স্লোগান তুলেছেন। এ ঘটনার আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আদালতের কাছে দাবি করেছি।

জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম বললেন, দ্রুত বিচার আদালতে সাবেক মেয়র নাদের বখ্তসহ পাঁচজন স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। পরে আমরা বলেছি, তারা নির্দোষ, ঘটনাস্থলে তারা ছিলেন না। মেয়র ওনার কাজ নিয়ে কার্যালয়ে ব্যস্ত ছিলেন। এখন তিনি অসুস্থ থাকায় স্বেচ্ছায় আদালতে উপস্থিত হয়েছেন। আমরা সবার জামিনের প্রার্থনা করছি। আদালত দীর্ঘক্ষণ আমাদের বক্তব্য শুনেছেন। পরে বাদীপক্ষের বক্তব্য শুনে জামিনের আবেদন না মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গেল ৪ আগস্টে ছাত্র-জনতার মিছিলে পুলিশ ও আওয়ামী লীগের হামলার ঘটনায় গুলিবিদ্ধ আহত দোয়ারাবাজার উপজেলার এরোয়াখাই গ্রামের জহুর আলীর ভাই হাফিজ আহমদ বাদী হয়ে গত ২ সেপ্টেম্বর ৯৯ জনের নাম উল্লেখ করে ও ২০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। এ মামলায় পৌর মেয়র নাদের বখতসহ আদালতে আত্মসমর্পণকারী পাঁচজনই এজাহার নামীয় আসামি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান উপদেষ্টার সঙ্গে জরুরি বৈঠকে বিএনপির প্রতিনিধিদল

ট্রাম্পের শুল্ক অবৈধ ঘোষণা মার্কিন আদালতে, এখন কী হবে?

ধুঁকতে থাকা ম্যানইউতে যাচ্ছেন আর্জেন্টিনার ‘বাজপাখি’!

আমাদের সম্পর্কে ২৮০ কোটি মানুষের স্বার্থ জড়িত, জিনপিংকে মোদি

‘প্রেমিকার ফোন টানা ব্যস্ত, রাগে পুরো গ্রামের বিদ্যুৎ লাইন কেটে দিলেন তরুণ’

জাতীয় পার্টিকেও নিষিদ্ধ চায় জামায়াত 

ঝলমলে ফেরা সাইফের, কিন্তু সতর্কবার্তা দিলেন সালাহউদ্দিন

জমে উঠেছে জাকসু নির্বাচন, ৮ প্যানেলে লড়বেন প্রার্থীরা

হাবিবুল বশর মাইজভান্ডারী মারা গেছেন

জুলাই আন্দোলনে আহতদের রক্ত দেওয়া কর্মীদের সম্মাননা

১০

বাকৃবিতে উপাচার্যসহ অবরুদ্ধ শিক্ষকরা

১১

এআই যুগে কার্যকর নেতৃত্বের জন্য প্রয়োজন ৩টি অপরিহার্য দক্ষতা

১২

ফেসবুকে ছবি পোস্ট করে প্রশ্ন ছুড়লেন মিম

১৩

নুরুল হকের স্ত্রী মারিয়া নুরের আক্ষেপ

১৪

ঢাবি শিক্ষক কার্জনসহ দুজনের জামিন মেলেনি

১৫

ডাকসু নির্বাচনে চারদিন ক্লাস-পরীক্ষা বন্ধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন আবিদুলের

১৬

কুমিল্লায় ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

১৭

দেশে জিপএক্স ডেমন জিআর ২৫০আর উন্মোচন

১৮

প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে ৮ সদস্যের কমিটি গঠন

১৯

নিষেধাজ্ঞা শেষে খুলছে সুন্দরবনের দ্বার

২০
X