টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ১১:৩৫ এএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ
১৯ বনকর্মী অপহরণ

প্রত্যেকের পরিবারের কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি

প্রত্যেকের পরিবারের কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি
অপহরণের শিকার বনকর্মীদের উদ্ধারে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। ছবি : কালবেলা

কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া পাহাড় থেকে বন বিভাগের কাজ করতে গিয়ে বনকর্তাসহ ১৯ জন অপহরণের শিকার হয়েছে। এরই মধ্যে অপহরণকারীরা মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে জনপ্রতি এক লাখ টাকা করে ১৯ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে বলে জানিয়েছে ভুক্তভোগীদের পরিবার।

অপহরণের ঘটনায় উপজেলাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার ১২ ঘণ্টা পার হলেও অপহৃতদের এখনও সন্ধান মেলেনি। তাদের উদ্ধারে কাজ করছে যৌথ বাহিনী।

অপহৃতরা হলেন- বন কর্মকর্তা সাইফুল ইসলাম (২২), সৈয়দ (৫০), রফিক, আইয়ুব খান (১৮), আইয়ুব আলী (৫০), আনসার উল্ল্যাহ (১৮), আয়াত উল্ল্যাহ (২২), সামছু (৪৫), ইসলাম (২১), সামছু (৪০), ইসমাইল (৩৫), মোহাম্মদ হাসিম (৪০), নূর মোহাম্মদ (২১), সৈয়দ আমিন (৩০), সফি উল্ল্যাহ (৩০), আইয়ুব (৫০), মোহাম্মদ আমিন (১৮)। এ ছাড়া দুজনের নাম পাওয়া যায়নি।

অপহৃতদের স্বজনরা জানান, পাহাড়ে থাকা রোহিঙ্গা সন্ত্রাসীরা মোবাইল ফোনের মাধ্যমে দাবি করা মুক্তিপণের টাকা দিতে না পারলে তাদের লাশ বাড়িতে পাঠাবে বলেও হুমকি দেয় অপহরণকারীরা।

এর আগে সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, সোমবার সকালের দিকে টেকনাফের হ্নীলার জাদিমোরা পাহাড়ে বিভিন্ন গাছের চারা রোপণ করতে গেলে বন বিভাগের কাজে নিয়োজিত ১৯ জন শ্রমিককে ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়। তাদের অপহরণ করে গহিন পাহাড়ের দিকে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেন বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা।

তিনি আরও বলেন, র‌্যাব, বন বিভাগ ও পুলিশসহ স্থানীয়রা তাদের উদ্ধারের জন্য পাহাড়ে অভিযান চালাচ্ছে।

বনবিভাগের টেকনাফের রেঞ্জ কর্মকর্তা আবদুর রশিদ বলেন, বনবিভাগের পরিচ্ছন্নতা কাজ করতে গিয়ে শ্রমিকরা অপহরণের শিকার হয়েছেন। খবর পেয়ে পুলিশ, এপিবিএন, র‌্যাব ও বনবিভাগে কর্মীসহ স্থানীয় জনগণ পাহাড়ে অভিযান চালাচ্ছেন। এ ব্যাপারে টেকনাফ থানায় মামলার প্রক্রিয়া চলছে।

অপহৃত সাইফুল ইসলামের বাবা জুহুর আলম বলেন, আমার ছেলের মোবাইল ফোন থেকে মুক্তিপণ দাবি করা হচ্ছে। প্রত্যেকের জন্য এক লাখ টাকা করে মোট ১৯ লাখ টাকা দাবি করা হচ্ছে।

তিনি আরও বলেন, তাদের দাবি করা টাকা আমার কাছে নেই বললেই তারা ছেলেকে মারধর ও নির্যাতন করে। র‌্যাব-পুলিশ নিয়ে ঝামেলা করলে তাদের মেরে লাশ করে পাঠানো হবে বলে হুমকি দেওয়া হচ্ছে।

একই কথা জানান অপহরণের শিকার আনসার উল্লাহ ও আয়াত উল্লাহর মা খতিজা বেগম।

হ্নীলা ইউপির ৯ নম্বর ওযার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, পাহাড়ে থাকা রোহিঙ্গা সন্ত্রাসীরা একের পর এক অপহরণের ঘটনা ঘটাচ্ছে। এরপর মুক্তিপণ আদায় করে ধরে নিয়ে যাওয়া লোকজনকে ছেড়ে দেয়। সন্ত্রাসীদের দাবি করা টাকা না পেলে অপহৃতদের নানা ধরনের নির্যাতন করা হয়। এলাকার লোকজন অপহরণের আতঙ্কের মধ্যে বসবাস করছে।

টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন কালবেলাকে বলেন, অপহরণের শিকার ব্যক্তিদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪০ মিনিটেই তুর্কমেনিস্তানের জালে বাঘিনীদের ৭ গোল 

ঢাকা বিভাগে ৫৬ সম্ভাব্য এমপি প্রার্থীর নাম ঘোষণা খেলাফত মজলিসের

পবিত্র আশুরা জুলুমের বিপরীতে ন্যায় প্রতিষ্ঠায় সাহস জোগাবে : প্রধান উপদেষ্টা

মুরাদনগরে ধর্ষণকাণ্ডের মূল হোতা শাহ পরান কারাগারে

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে চাপ দিচ্ছেন মাখোঁ

তিন মাস পর বাংলাদেশির মরদেহ ফেরত দিল ভারতীয় পুলিশ

১২ দেশের শুল্কের চিঠিতে সই করেছেন ট্রাম্প, বাংলাদেশ আছে কি?

কলম্বোতে ২৪৮ রানে অলআউট বাংলাদেশ

গুমের শিকার ব্যক্তিদের বর্ণনায় বন্দিশালার ভয়াবহতা

যুবদল নেতার ছেলের রহস্যজনক মৃত্যু, সিসিটিভির ফুটেজ গায়েব

১০

পালিয়ে থাকা আইন মন্ত্রণালয়ের সেই কর্মকর্তাকে বরখাস্ত

১১

পিছিয়ে গেল ভারতের বাংলাদেশ সফরের সূচি 

১২

ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

১৩

সন্ত্রাসবিষয়ক তদন্তে মালয়েশিয়াকে সহযোগিতা করবে বাংলাদেশ

১৪

সন্তান ইস্যুতে তিশাকে চ্যালেঞ্জ ছুড়লেন জাওয়াদ নির্ঝর

১৫

প্রহরী-শ্রমিকদের জিম্মি করে কোটি টাকার মালামাল লুট

১৬

চোখের জলে বিদায়, গন্ডোমারে জোতার শেষযাত্রায় লিভারপুল দলের উপস্থিতি

১৭

মেয়ের বাড়িতে যাওয়া হলো না বৃদ্ধ বাবার

১৮

ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সাহায্য করেছে চীন ও তুরস্ক

১৯

ঢাবিতে সনাতনী জোটের বিক্ষোভ

২০
X