শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ১১:৩৫ এএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ
১৯ বনকর্মী অপহরণ

প্রত্যেকের পরিবারের কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি

প্রত্যেকের পরিবারের কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি
অপহরণের শিকার বনকর্মীদের উদ্ধারে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। ছবি : কালবেলা

কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া পাহাড় থেকে বন বিভাগের কাজ করতে গিয়ে বনকর্তাসহ ১৯ জন অপহরণের শিকার হয়েছে। এরই মধ্যে অপহরণকারীরা মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে জনপ্রতি এক লাখ টাকা করে ১৯ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে বলে জানিয়েছে ভুক্তভোগীদের পরিবার।

অপহরণের ঘটনায় উপজেলাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার ১২ ঘণ্টা পার হলেও অপহৃতদের এখনও সন্ধান মেলেনি। তাদের উদ্ধারে কাজ করছে যৌথ বাহিনী।

অপহৃতরা হলেন- বন কর্মকর্তা সাইফুল ইসলাম (২২), সৈয়দ (৫০), রফিক, আইয়ুব খান (১৮), আইয়ুব আলী (৫০), আনসার উল্ল্যাহ (১৮), আয়াত উল্ল্যাহ (২২), সামছু (৪৫), ইসলাম (২১), সামছু (৪০), ইসমাইল (৩৫), মোহাম্মদ হাসিম (৪০), নূর মোহাম্মদ (২১), সৈয়দ আমিন (৩০), সফি উল্ল্যাহ (৩০), আইয়ুব (৫০), মোহাম্মদ আমিন (১৮)। এ ছাড়া দুজনের নাম পাওয়া যায়নি।

অপহৃতদের স্বজনরা জানান, পাহাড়ে থাকা রোহিঙ্গা সন্ত্রাসীরা মোবাইল ফোনের মাধ্যমে দাবি করা মুক্তিপণের টাকা দিতে না পারলে তাদের লাশ বাড়িতে পাঠাবে বলেও হুমকি দেয় অপহরণকারীরা।

এর আগে সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, সোমবার সকালের দিকে টেকনাফের হ্নীলার জাদিমোরা পাহাড়ে বিভিন্ন গাছের চারা রোপণ করতে গেলে বন বিভাগের কাজে নিয়োজিত ১৯ জন শ্রমিককে ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়। তাদের অপহরণ করে গহিন পাহাড়ের দিকে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেন বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা।

তিনি আরও বলেন, র‌্যাব, বন বিভাগ ও পুলিশসহ স্থানীয়রা তাদের উদ্ধারের জন্য পাহাড়ে অভিযান চালাচ্ছে।

বনবিভাগের টেকনাফের রেঞ্জ কর্মকর্তা আবদুর রশিদ বলেন, বনবিভাগের পরিচ্ছন্নতা কাজ করতে গিয়ে শ্রমিকরা অপহরণের শিকার হয়েছেন। খবর পেয়ে পুলিশ, এপিবিএন, র‌্যাব ও বনবিভাগে কর্মীসহ স্থানীয় জনগণ পাহাড়ে অভিযান চালাচ্ছেন। এ ব্যাপারে টেকনাফ থানায় মামলার প্রক্রিয়া চলছে।

অপহৃত সাইফুল ইসলামের বাবা জুহুর আলম বলেন, আমার ছেলের মোবাইল ফোন থেকে মুক্তিপণ দাবি করা হচ্ছে। প্রত্যেকের জন্য এক লাখ টাকা করে মোট ১৯ লাখ টাকা দাবি করা হচ্ছে।

তিনি আরও বলেন, তাদের দাবি করা টাকা আমার কাছে নেই বললেই তারা ছেলেকে মারধর ও নির্যাতন করে। র‌্যাব-পুলিশ নিয়ে ঝামেলা করলে তাদের মেরে লাশ করে পাঠানো হবে বলে হুমকি দেওয়া হচ্ছে।

একই কথা জানান অপহরণের শিকার আনসার উল্লাহ ও আয়াত উল্লাহর মা খতিজা বেগম।

হ্নীলা ইউপির ৯ নম্বর ওযার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, পাহাড়ে থাকা রোহিঙ্গা সন্ত্রাসীরা একের পর এক অপহরণের ঘটনা ঘটাচ্ছে। এরপর মুক্তিপণ আদায় করে ধরে নিয়ে যাওয়া লোকজনকে ছেড়ে দেয়। সন্ত্রাসীদের দাবি করা টাকা না পেলে অপহৃতদের নানা ধরনের নির্যাতন করা হয়। এলাকার লোকজন অপহরণের আতঙ্কের মধ্যে বসবাস করছে।

টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন কালবেলাকে বলেন, অপহরণের শিকার ব্যক্তিদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রীও হবেন : এ্যানি

দলবদলের বাজারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর রেকর্ড ভাঙা খরচ

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

১০

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

১১

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

১২

থানা ব্যারাকে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ, তিনজন ক্লোজড

১৩

পিআর পদ্ধতিতে সব ভোটারের মূল্যায়ন হয় : চরমোনাই পীর

১৪

তিস্তায় কার্টুন বক্সে ভাসছিল নবজাতকের মরদেহ

১৫

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

১৬

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

১৭

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

১৮

যেসব অনিয়মে বাতিল হবে এজেন্সির নিবন্ধন

১৯

অবৈধ কার্যক্রম প্রতিরোধে সিলেট জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ : পুলিশ সুপার

২০
X