টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ১১:৩৫ এএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ
১৯ বনকর্মী অপহরণ

প্রত্যেকের পরিবারের কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি

প্রত্যেকের পরিবারের কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি
অপহরণের শিকার বনকর্মীদের উদ্ধারে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। ছবি : কালবেলা

কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া পাহাড় থেকে বন বিভাগের কাজ করতে গিয়ে বনকর্তাসহ ১৯ জন অপহরণের শিকার হয়েছে। এরই মধ্যে অপহরণকারীরা মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে জনপ্রতি এক লাখ টাকা করে ১৯ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে বলে জানিয়েছে ভুক্তভোগীদের পরিবার।

অপহরণের ঘটনায় উপজেলাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার ১২ ঘণ্টা পার হলেও অপহৃতদের এখনও সন্ধান মেলেনি। তাদের উদ্ধারে কাজ করছে যৌথ বাহিনী।

অপহৃতরা হলেন- বন কর্মকর্তা সাইফুল ইসলাম (২২), সৈয়দ (৫০), রফিক, আইয়ুব খান (১৮), আইয়ুব আলী (৫০), আনসার উল্ল্যাহ (১৮), আয়াত উল্ল্যাহ (২২), সামছু (৪৫), ইসলাম (২১), সামছু (৪০), ইসমাইল (৩৫), মোহাম্মদ হাসিম (৪০), নূর মোহাম্মদ (২১), সৈয়দ আমিন (৩০), সফি উল্ল্যাহ (৩০), আইয়ুব (৫০), মোহাম্মদ আমিন (১৮)। এ ছাড়া দুজনের নাম পাওয়া যায়নি।

অপহৃতদের স্বজনরা জানান, পাহাড়ে থাকা রোহিঙ্গা সন্ত্রাসীরা মোবাইল ফোনের মাধ্যমে দাবি করা মুক্তিপণের টাকা দিতে না পারলে তাদের লাশ বাড়িতে পাঠাবে বলেও হুমকি দেয় অপহরণকারীরা।

এর আগে সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, সোমবার সকালের দিকে টেকনাফের হ্নীলার জাদিমোরা পাহাড়ে বিভিন্ন গাছের চারা রোপণ করতে গেলে বন বিভাগের কাজে নিয়োজিত ১৯ জন শ্রমিককে ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়। তাদের অপহরণ করে গহিন পাহাড়ের দিকে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেন বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা।

তিনি আরও বলেন, র‌্যাব, বন বিভাগ ও পুলিশসহ স্থানীয়রা তাদের উদ্ধারের জন্য পাহাড়ে অভিযান চালাচ্ছে।

বনবিভাগের টেকনাফের রেঞ্জ কর্মকর্তা আবদুর রশিদ বলেন, বনবিভাগের পরিচ্ছন্নতা কাজ করতে গিয়ে শ্রমিকরা অপহরণের শিকার হয়েছেন। খবর পেয়ে পুলিশ, এপিবিএন, র‌্যাব ও বনবিভাগে কর্মীসহ স্থানীয় জনগণ পাহাড়ে অভিযান চালাচ্ছেন। এ ব্যাপারে টেকনাফ থানায় মামলার প্রক্রিয়া চলছে।

অপহৃত সাইফুল ইসলামের বাবা জুহুর আলম বলেন, আমার ছেলের মোবাইল ফোন থেকে মুক্তিপণ দাবি করা হচ্ছে। প্রত্যেকের জন্য এক লাখ টাকা করে মোট ১৯ লাখ টাকা দাবি করা হচ্ছে।

তিনি আরও বলেন, তাদের দাবি করা টাকা আমার কাছে নেই বললেই তারা ছেলেকে মারধর ও নির্যাতন করে। র‌্যাব-পুলিশ নিয়ে ঝামেলা করলে তাদের মেরে লাশ করে পাঠানো হবে বলে হুমকি দেওয়া হচ্ছে।

একই কথা জানান অপহরণের শিকার আনসার উল্লাহ ও আয়াত উল্লাহর মা খতিজা বেগম।

হ্নীলা ইউপির ৯ নম্বর ওযার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, পাহাড়ে থাকা রোহিঙ্গা সন্ত্রাসীরা একের পর এক অপহরণের ঘটনা ঘটাচ্ছে। এরপর মুক্তিপণ আদায় করে ধরে নিয়ে যাওয়া লোকজনকে ছেড়ে দেয়। সন্ত্রাসীদের দাবি করা টাকা না পেলে অপহৃতদের নানা ধরনের নির্যাতন করা হয়। এলাকার লোকজন অপহরণের আতঙ্কের মধ্যে বসবাস করছে।

টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন কালবেলাকে বলেন, অপহরণের শিকার ব্যক্তিদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

বিজয় থালাপতি এখন বিপাকে

মধ্যপ্রাচ্য নিয়ে যে নতুন ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

১০

নির্বাচন ও ডিজিটাল বাস্তবতা নিয়ে ‘ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ’ চট্টগ্রাম সিটির প্রস্তুতি সভা

১১

সাংবাদিকদের ওপর হামলায় আরও এক আসামি গ্রেপ্তার 

১২

সুর নরম আইসিসির

১৩

অরিজিতের বড় ঘোষণা, হতবাক সংগীতপ্রেমীরা

১৪

অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগের ক্ষমতা এনটিআরসিএর হাতে

১৫

পল্টনে শিশু নির্যাতনের বিষয়ে আদালতকে যা বললেন পবিত্র কুমার

১৬

নুরুদ্দিন অপুর ধানের শীষকে সমর্থন জানালেন ৩ শতাধিক আ.লীগের নেতাকর্মী

১৭

সিজিএস আয়োজিত নীতি সংলাপ / বৈদেশিক নীতির বিষয়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যে পৌঁছানোর তাগিদ

১৮

দুপক্ষের তুমুল সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

আর্জেন্টাইন ভক্তদের দুঃসংবাদ দিলেন বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার

২০
X