বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

হাজার হাজার লিটার সয়াবিন তেল টি কে গ্রুপের ডিলারের গুদামে

চট্টগ্রামের টি কে গ্রুপের ডিলারের গুদামে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ছবি : কালবেলা
চট্টগ্রামের টি কে গ্রুপের ডিলারের গুদামে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ছবি : কালবেলা

প্রচুর আমদানি সত্ত্বেও রমজানের আগে থেকেই বাজার থেকে উধাও সয়াবিন তেল। চট্টগ্রাম জেলা প্রশাসনের কড়া সতর্কতার পরও সেভাবে স্বাভাবিক হয়নি বাজার। কয়েক দিন ধরেই দোকানিদের অভিযোগ ছিল, ডিলার পর্যায়ে সয়াবিন তেল কিনতে হলে তার সঙ্গে যুক্ত করে নিতে হয় অপ্রচলিত পণ্য। সে অভিযোগের এবার সত্যতা পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে টি কে গ্রুপের চট্টগ্রামের ডিলারের এক গুদামে মিলেছে হাজার হাজার লিটার সয়াবিন তেল, যা হিসাবের খাতার চেয়েও শতাধিক কার্টন বেশি। লিটারের হিসেবে প্রায় ৬ হাজার ৭০০ লিটার। বাজারে ভোজ্যতেলের সংকট সৃষ্টি করতেই এসব তেল মজুত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এমন অপরাধে ওই ডিলারকে অর্ধলক্ষ টাকা জরিমানা করেছে সংস্থাটি।

সোমবার (১০ মার্চ) সকালে নগরের চান্দগাঁওয়ের খতিবের হাট মসজিদ গলির মেসার্স এমএম এন্টারপ্রাইজকে এ জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ। অভিযানে আরও উপস্থিত ছিলেন সংস্থাটির সহকারী পরিচালক মো. আনিছুর রহমান।

অভিযান সূত্রে জানা গেছে, চান্দগাঁওয়ের খতিবের হাট মসজিদ গলিতে মেসার্স এমএম এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানে ৪২৩ কার্টন সয়াবিন তেলের মজুত পাওয়া যায়, যা হিসাবের খাতার চেয়েও শতাধিক কার্টন বেশি। লিটারের হিসেবে প্রায় ৬ হাজার ৭০০ লিটার। প্রতিষ্ঠানের প্রোপাইটর মো. মহিউদ্দিন টি কে গ্রুপের ডিলার।

প্রতিষ্ঠানটি বাজারে ভোজ্যতেলের সংকট সৃষ্টি এবং সয়াবিন তেল বিক্রির সঙ্গে শর্তসাপেক্ষে অপ্রচলিত পণ্য নিতে ক্রেতাদের বাধ্য করছিল। যার ফলে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। শর্ত ছাড়া মজুতকৃত তেল খুচরা বিক্রেতাদের কাছে পাইকারি দামে বিক্রি করার ব্যবস্থা করা হয়েছে।

এদিকে নগরের চান্দগাঁও আবাসিক এলাকায় আল রায়া (Al Raya) নামের একটি সুপার শপকেও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই সুপার শপে মেয়াদোত্তীর্ণ চানাচু‌র, অননোমুদিত বিদেশি প্রসাধনী, দুধ, ঘি এবং নকল পণ্য ছিল। এছাড়াও প্রতিষ্ঠানটি সয়াবিন তেল লুকিয়ে গুদামজাত করেছিল।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ কালবেলাকে বলেন, আজকের অভিযানে দুই প্রতিষ্ঠানে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে বহদ্দারহাট কাঁচাবাজারে অন্যান্য মুদি দোকানিদের ভোক্তা অধিকারবিরোধী সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চবিতে ভুয়া শিক্ষার্থী আটক

ব্যাডমিন্টন ফেডারেশনের নতুন সভাপতি হাবিব উল্লাহ ডন

জনগণের ভোটের আঘাতে সব ষড়যন্ত্র ধসে পড়বে : গয়েশ্বর

স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের নির্ভরতায় সশস্ত্র বাহিনী

সিরামিক এক্সপো ২০২৫ প্রারম্ভে - ডিবিএল সিরামিকস সৌজন্যে প্রীতি ফুটবল ম্যাচ

জেলে বসেই অনার্সে ফার্স্ট, ১২ বছর পর মাস্টার্সেও প্রথম স্থান—কে এই শিবির নেতা?

ভাতিজার লাথিতে প্রাণ গেল চাচার

বহিষ্কৃত ৭৪ নেতাকে ‍নিয়ে বিএনপির সিদ্ধান্ত

কর্মবিরতির ঘোষণা শিক্ষকদের / প্রাথমিকের বার্ষিক পরীক্ষা ঘিরে অনিশ্চয়তা

মা ও দুই শিশুর মরদেহ পৃথক স্থানে দাফন, মামলা হয়নি এখনো

১০

গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে হবে : সেলিমা রহমান

১১

বিশ্বকাপ ড্র ফরম্যাটে বড় পরিবর্তন আনল ফিফা

১২

গোলাম রাব্বানীর ছাত্রত্ব ও এক পদ বাতিল করল ঢাবি

১৩

সাভারে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

১৪

দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মিলছে না সার

১৫

দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে অটোর ধাক্কা, স্কুলশিক্ষক নিহত

১৬

প্রতিটি ইউনিয়নে মিনি স্টেডিয়াম নির্মাণের ঘোষণা 

১৭

ইসলামেই আসবে সত্যিকারের মুক্তি : চরমোনাই পীর

১৮

হাসিনার লকারে শুধু পাটের ব্যাগ, যৌথ লকারে সোনার নৌকা-গয়না

১৯

রাজশাহীতে আর কোনো পুকুর ভরাট হবে না : বিভাগীয় কমিশনার

২০
X