শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

হাজার হাজার লিটার সয়াবিন তেল টি কে গ্রুপের ডিলারের গুদামে

চট্টগ্রামের টি কে গ্রুপের ডিলারের গুদামে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ছবি : কালবেলা
চট্টগ্রামের টি কে গ্রুপের ডিলারের গুদামে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ছবি : কালবেলা

প্রচুর আমদানি সত্ত্বেও রমজানের আগে থেকেই বাজার থেকে উধাও সয়াবিন তেল। চট্টগ্রাম জেলা প্রশাসনের কড়া সতর্কতার পরও সেভাবে স্বাভাবিক হয়নি বাজার। কয়েক দিন ধরেই দোকানিদের অভিযোগ ছিল, ডিলার পর্যায়ে সয়াবিন তেল কিনতে হলে তার সঙ্গে যুক্ত করে নিতে হয় অপ্রচলিত পণ্য। সে অভিযোগের এবার সত্যতা পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে টি কে গ্রুপের চট্টগ্রামের ডিলারের এক গুদামে মিলেছে হাজার হাজার লিটার সয়াবিন তেল, যা হিসাবের খাতার চেয়েও শতাধিক কার্টন বেশি। লিটারের হিসেবে প্রায় ৬ হাজার ৭০০ লিটার। বাজারে ভোজ্যতেলের সংকট সৃষ্টি করতেই এসব তেল মজুত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এমন অপরাধে ওই ডিলারকে অর্ধলক্ষ টাকা জরিমানা করেছে সংস্থাটি।

সোমবার (১০ মার্চ) সকালে নগরের চান্দগাঁওয়ের খতিবের হাট মসজিদ গলির মেসার্স এমএম এন্টারপ্রাইজকে এ জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ। অভিযানে আরও উপস্থিত ছিলেন সংস্থাটির সহকারী পরিচালক মো. আনিছুর রহমান।

অভিযান সূত্রে জানা গেছে, চান্দগাঁওয়ের খতিবের হাট মসজিদ গলিতে মেসার্স এমএম এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানে ৪২৩ কার্টন সয়াবিন তেলের মজুত পাওয়া যায়, যা হিসাবের খাতার চেয়েও শতাধিক কার্টন বেশি। লিটারের হিসেবে প্রায় ৬ হাজার ৭০০ লিটার। প্রতিষ্ঠানের প্রোপাইটর মো. মহিউদ্দিন টি কে গ্রুপের ডিলার।

প্রতিষ্ঠানটি বাজারে ভোজ্যতেলের সংকট সৃষ্টি এবং সয়াবিন তেল বিক্রির সঙ্গে শর্তসাপেক্ষে অপ্রচলিত পণ্য নিতে ক্রেতাদের বাধ্য করছিল। যার ফলে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। শর্ত ছাড়া মজুতকৃত তেল খুচরা বিক্রেতাদের কাছে পাইকারি দামে বিক্রি করার ব্যবস্থা করা হয়েছে।

এদিকে নগরের চান্দগাঁও আবাসিক এলাকায় আল রায়া (Al Raya) নামের একটি সুপার শপকেও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই সুপার শপে মেয়াদোত্তীর্ণ চানাচু‌র, অননোমুদিত বিদেশি প্রসাধনী, দুধ, ঘি এবং নকল পণ্য ছিল। এছাড়াও প্রতিষ্ঠানটি সয়াবিন তেল লুকিয়ে গুদামজাত করেছিল।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ কালবেলাকে বলেন, আজকের অভিযানে দুই প্রতিষ্ঠানে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে বহদ্দারহাট কাঁচাবাজারে অন্যান্য মুদি দোকানিদের ভোক্তা অধিকারবিরোধী সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরেক সাফ মুকুটের দুয়ারে ‘ব্রাত্য’ সাবিনারা

বিএনপির নির্বাচনী পথসভায় দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

উত্তরবঙ্গকে বাণিজ্যিক রাজধানী করা হবে : জামায়াত আমির

আসর সেরা হয়েও ক্ষমা চাইলেন শরিফুল

নাসীরুদ্দীন পাটওয়ারীকে ডিম নিক্ষেপ, ছুড়ল নোংরা পানি

দেশের উন্নয়নে বধিরসহ সবাইকে সম্পৃক্ত করতে হবে : অপর্ণা রায়

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় জিয়া পরিষদের দোয়া মাহফিল

আনুষ্ঠানিকভাবে নুরুদ্দিন অপুর নির্বাচনী প্রচার শুরু   ‎

বিভিন্ন স্থানে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জামায়াতের

শিল্পকলায় মাসব্যাপী যাত্রাপালার সমাপনীতে মঞ্চস্থ হলো ‘জেনারেল ওসমানী’

১০

৬ লাখ টাকা ব্যয়ে ভাসমান সেতু বানিয়ে প্রশংসায় ভাসছে যুবদল

১১

পর্যাপ্ত খেলার মাঠের অভাবে তরুণসমাজ বিপথগামী হচ্ছে : মির্জা আব্বাস

১২

বইয়ের পাতার গণ্ডি পেরিয়ে মহাকাশে বাংলাদেশের শিশুরা!

১৩

মানুষ একটি পরিবর্তন চায় : তারেক রহমান

১৪

একটি দল আ.লীগের ভূমিকায় নিজেদের উপস্থাপন করছে : আসিফ মাহমুদ

১৫

বিপিএলে ব্যাটে-বলে সেরা যারা

১৬

ভাগ্য পরিবর্তন করতে চাইলে ধানের শীষে ভোট দিন : তারেক রহমান

১৭

২৩৮ আসনে গণভোটের প্রার্থী দিল এনসিপি

১৮

এবার সাংবাদিকদের নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য আমির হামজার 

১৯

নির্বাচিত হলে ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকবে না : আব্দুল আউয়াল মিন্টু

২০
X