চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

হাজার হাজার লিটার সয়াবিন তেল টি কে গ্রুপের ডিলারের গুদামে

চট্টগ্রামের টি কে গ্রুপের ডিলারের গুদামে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ছবি : কালবেলা
চট্টগ্রামের টি কে গ্রুপের ডিলারের গুদামে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ছবি : কালবেলা

প্রচুর আমদানি সত্ত্বেও রমজানের আগে থেকেই বাজার থেকে উধাও সয়াবিন তেল। চট্টগ্রাম জেলা প্রশাসনের কড়া সতর্কতার পরও সেভাবে স্বাভাবিক হয়নি বাজার। কয়েক দিন ধরেই দোকানিদের অভিযোগ ছিল, ডিলার পর্যায়ে সয়াবিন তেল কিনতে হলে তার সঙ্গে যুক্ত করে নিতে হয় অপ্রচলিত পণ্য। সে অভিযোগের এবার সত্যতা পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে টি কে গ্রুপের চট্টগ্রামের ডিলারের এক গুদামে মিলেছে হাজার হাজার লিটার সয়াবিন তেল, যা হিসাবের খাতার চেয়েও শতাধিক কার্টন বেশি। লিটারের হিসেবে প্রায় ৬ হাজার ৭০০ লিটার। বাজারে ভোজ্যতেলের সংকট সৃষ্টি করতেই এসব তেল মজুত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এমন অপরাধে ওই ডিলারকে অর্ধলক্ষ টাকা জরিমানা করেছে সংস্থাটি।

সোমবার (১০ মার্চ) সকালে নগরের চান্দগাঁওয়ের খতিবের হাট মসজিদ গলির মেসার্স এমএম এন্টারপ্রাইজকে এ জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ। অভিযানে আরও উপস্থিত ছিলেন সংস্থাটির সহকারী পরিচালক মো. আনিছুর রহমান।

অভিযান সূত্রে জানা গেছে, চান্দগাঁওয়ের খতিবের হাট মসজিদ গলিতে মেসার্স এমএম এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানে ৪২৩ কার্টন সয়াবিন তেলের মজুত পাওয়া যায়, যা হিসাবের খাতার চেয়েও শতাধিক কার্টন বেশি। লিটারের হিসেবে প্রায় ৬ হাজার ৭০০ লিটার। প্রতিষ্ঠানের প্রোপাইটর মো. মহিউদ্দিন টি কে গ্রুপের ডিলার।

প্রতিষ্ঠানটি বাজারে ভোজ্যতেলের সংকট সৃষ্টি এবং সয়াবিন তেল বিক্রির সঙ্গে শর্তসাপেক্ষে অপ্রচলিত পণ্য নিতে ক্রেতাদের বাধ্য করছিল। যার ফলে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। শর্ত ছাড়া মজুতকৃত তেল খুচরা বিক্রেতাদের কাছে পাইকারি দামে বিক্রি করার ব্যবস্থা করা হয়েছে।

এদিকে নগরের চান্দগাঁও আবাসিক এলাকায় আল রায়া (Al Raya) নামের একটি সুপার শপকেও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই সুপার শপে মেয়াদোত্তীর্ণ চানাচু‌র, অননোমুদিত বিদেশি প্রসাধনী, দুধ, ঘি এবং নকল পণ্য ছিল। এছাড়াও প্রতিষ্ঠানটি সয়াবিন তেল লুকিয়ে গুদামজাত করেছিল।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ কালবেলাকে বলেন, আজকের অভিযানে দুই প্রতিষ্ঠানে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে বহদ্দারহাট কাঁচাবাজারে অন্যান্য মুদি দোকানিদের ভোক্তা অধিকারবিরোধী সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের ভয়াবহ হামলা ইয়েমেনে, নিহত ৬

শুটিং সেটে মারা গেলেন নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজের পরিচালক

কবে হচ্ছে ২০২৯ ক্লাব বিশ্বকাপ, জানিয়ে দিল ফিফা

ফাইনালে মেসি-রোনালদোর রেকর্ড: সংখ্যায় কে সেরা?

কক্সবাজারে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

অক্টোবরের মধ্যে বাংলাদেশ-পাকিস্তান ফ্লাইট চালুর আশা

পদ্মা ব্যাংকের ১২৯তম পর্ষদ সভা অনুষ্ঠিত

নতুন ভূমিকায় এবার দেখা মিলবে সৌরভ গাঙ্গুলির

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

বাংলাদেশ সরকারের প্রশংসা করল যুক্তরাষ্ট্র

১০

পিকআপ চাপায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত

১১

বিপাকে পড়েছেন শ্রদ্ধা কাপুর

১২

বিয়ের আগে মা হওয়া নিয়ে গর্ববোধ করেন নেহা ধুপিয়া

১৩

পেনাল্টি মিসের দোষ রেফারির ঘাড়ে চাপালেন ম্যানইউ অধিনায়ক

১৪

৪ ইভেন্টে ৩ রেকর্ডে যে বার্তা দিলেন রিংকি

১৫

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্যতম প্রতিভাবান ক্রিকেটার

১৬

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সন্দেহ নাহিদের

১৭

গ্রেপ্তারের পর পুলিশকে যে ভয়ের কথা জানালেন তৌহিদ আফ্রিদি

১৮

সুনামগঞ্জে বালু-পাথর লুট ঠেকাতে বিজিবির অভিযান

১৯

টি-টোয়েন্টিতে অবিশ্বাস্য রেকর্ড গড়ে যা বললেন সাকিব

২০
X