মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫, ১২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

মাদারীপুরে ভয়াবহ আগুনে পুড়ল ২৫ দোকান

ভয়াবহ আগুনে পুড়ল ২৫ দোকান। ছবি : কালবেলা
ভয়াবহ আগুনে পুড়ল ২৫ দোকান। ছবি : কালবেলা

মাদারীপুর শহরের সিটি সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অন্তত ২৫টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। সেই সঙ্গে দোকানগুলোর সঙ্গে থাকা ৩টি বাসাবাড়িও পুড়ে গেছে। এতে কমপক্ষে ৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসসহ রাজৈর কালকিনি ও শরীয়তপুর থেকে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আনে।

মাদারীপুর ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্তরা জানায়, বৃহস্পতিবার রাত ৩টার দিকে মাদারীপুর শহরের পুরান বাজারের সিটি সুপার মার্কেট (পূর্বে যেখানে ছিল মাদারীপুর পতিতালয়) কোনো একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে মার্কেটের সারিবদ্ধ ভাবে থাকা ১০টি কসমেটিকসের দোকান, ৭টি ব্যাগের দোকান, কম্পিউটার, কনফেকশনারি ও ৩টি হার্ডওয়ারের দোকান এবং তিনটি গোডাউন সম্পূর্ণভাবে পুড়ে যায়। এ সময় মার্কেটের পেছনে থাকা ৩টি টিনের বাসাবাড়ি আগুনে সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় ৭ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

কসমেটিকস ব্যবসায়ী মুন্সী ভ্যারাইটিজ কর্নারের মালিক মোহাম্মদ সুমন বলেন, আমার দোকানে ৩০ থেকে ৩৫ লাখ টাকার মাল ছিল। আমি ঈদের জন্য মাল কিনেছিলাম। কিন্তু সব বিক্রি করতে পারিনি। আমার অনেক ঋণ রয়েছে। সরকারের কাছে আমার দাবি আমি যাতে আবার ঘুরে দাড়াতে পারি তার জন্য সরকারের কাছে সহযোগিতার দাবি করছি।

আরেক ব্যাগ ব্যবসায়ী চায়না ব্রাদার্সের মালিক জুয়েল হোসেন বলেন, আমার দোকানে ১০ থেকে ১৫ লাখ টাকার মালামাল ছিল। আমি অনেক ঋণগ্রস্ত। আগুনে পুড়ে আমার আমি এখন সর্বস্বান্ত হয়ে গেছে। আমার আর ঘুরে দাঁড়ানোর রাস্তা নেই। সরকারের কাছে আমি দাবি করছি, সরকার যেন আমার পাশে থাকে।’-একই অবস্থা পুড়ে যাওয়া সকল দোকান মালিকের।

মাদারীপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সুমিত মন্ডল বলেন, মাদারীপুর পুরান বাজারের অগ্নিকাণ্ড প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। এই অগ্নিকাণ্ডে প্রায় ৭ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আমরা ধারণা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভর্তি পরীক্ষায় পাস করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সশস্ত্র বাহিনীকে যুক্ত করার সুপারিশ

নির্বাচনে জোট গঠন নিয়ে যা জানালেন নাহিদ ইসলাম

মোহাম্মদপুর-বছিলা এলাকায় যানজট নিরসনে ডিএমপির আট নির্দেশনা

জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ

বিচার চলাকালীন আ.লীগের নিবন্ধন স্থগিত করতে হবে : নাহিদ ইসলাম

‘সংস্কার ও বিচার ছাড়া নির্বাচনের সুযোগ নেই’

স্বৈরাচারের দোসরদের বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ 

‘সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন’ ড. ইউনূসকে মির্জা ফখরুল

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় / শিক্ষকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, বদলে গেল উত্তরপত্র মূল্যায়ন পদ্ধতি

১০

শুরু হয়েছে ‘মুক্ত সুরের ছন্দ’

১১

কোকা কোলা বর্জন শুরু করেছে ইউরোপের এক দেশ

১২

সিটি করপোরেশন এলাকাগুলোতে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন

১৩

হার্ভার্ডে মুসলিম শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতা চরমে, ঝুঁকিতে ইহুদি শিক্ষার্থীরাও

১৪

পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা হয়নি ৬ পরিবারের

১৫

আ.লীগ আর কোনোভাবেই রাজনীতি করতে পারবে না : সারজিস

১৬

রাষ্ট্রদ্রোহ মামলা / চিন্ময় দাসের জামিনের স্থগিতাদেশ প্রত্যাহার

১৭

দাবানলে জ্বলছে ইসরায়েল, হন্য হয়ে পালাচ্ছেন বাসিন্দারা

১৮

সাংবাদিকতা ও মত প্রকাশ রোধের পুনরাবৃত্তি হচ্ছে : এমএসএফ

১৯

২ ঘণ্টায় লিখা হয় ‘তোমার ব্যথায় আমি’ 

২০
X