লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ০৩:২৪ পিএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ০৩:২৫ পিএম
অনলাইন সংস্করণ

আমরা কালো যুগ পার হয়েছি : মিয়া গোলাম পরওয়ার

কুমিল্লার লাকসামে কর্মী সম্মেলনে বক্তব্য দিচ্ছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ছবি : কালবেলা
কুমিল্লার লাকসামে কর্মী সম্মেলনে বক্তব্য দিচ্ছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ছবি : কালবেলা

জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘আমরা কালো যুগ পার হয়েছি। ফ্যাসিস্টরা আলেম-ওলামা, ছাত্রদের বিনা দোষে বছরের পর বছর জেলে পুরে রেখেছে। আমাদের নেতাদের বিনা দোষে, বিনা বিচারে হত্যা করা হয়েছে। বাঁচার শেষ চেষ্টা হিসেবে ইবলিসের পরামর্শে তারা জামায়াত-শিবির নিষিদ্ধ করেছে।’

শুক্রবার (১৮ এপ্রিল) সকালে কুমিল্লার লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ‘হাসিনা মনে করেছিল জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করে বাঁচতে পারবে। কিন্তু আল্লাহর ইচ্ছায় আওয়ামী ফ্যাসিস্ট নিষিদ্ধ হয়ে জামায়াত-শিবিরকে মর্যাদার আসনে বসিয়েছে। মহান আল্লাহ এ জাতির প্রতি নেয়ামত দান করেছেন।’

তিনি বলেন, ‘শহীদদের রক্তের ঋণ শোধ করতে হবে। বৈষম্যহীন সমাজ বিনির্মাণের মাধ্যমে তাদের ঋণ শোধ করতে হবে। এ আলোকে বাংলাদেশ জামায়াতে ইসলামী শোষণ মুক্ত, ন্যায়-ইনসাফপূর্ণ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়।’

অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে উদ্দেশ করে জামায়াতের এ কেন্দ্রীয় নেতা বলেন, ‘নির্বাচিত গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য আপনার উপর ন্যস্ত দায়িত্ব পালন করুন। প্রয়োজনীয় সংস্কার শেষে মানবতাবিরোধীদের বিচার করে নির্বাচন দেন।’

লাকসাম পৌরসভা আমির মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান বক্তা হয়ে ছিলেন কেন্দ্রীয় সহ-সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মুহাম্মদ মাছুম।

পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ সহিদ উল্লাহ ও উপজেলা সেক্রেটারি জোবায়ের ফয়সাল সম্মেলনটি পরিচালনা করেন। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন- কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মু. আব্দুর রব, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মু. শাহাজাহান, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ড. সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী।

এ ছাড়া কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চাঁদপুর-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. আব্দুল মুবীন, কুমিল্লা-৮ বরুড়া আসনে জামায়াত মনোনীত সংসদ প্রার্থী অধ্যক্ষ শফিকুল আলম হেলাল ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মু. ইয়াছিন আরাফাত ইসলামী বক্তব্য দেন।

শুভেচ্ছা বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা অধ্যাপক রেজাউল করিম, জেলা কর্মপরিষদ সদস্য মু. মিজানুর রহমান, মু. গোলাম সরওয়ার কামাল, লাকসাম উপজেলা আমির হাফেজ জহিরুল ইসলাম, কুমিল্লা জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট বদিউল আলম সুজন, শ্যামপুর থানা আমির আব্দুর রব ফারুকী ও নাঙ্গলকোট উপজেলা আমির মু. জামাল উদ্দিন।

অন্যদের মধ্যে লাকসাম পৌরসভার সাবেক আমির নুর মোহাম্মদ তাহেরী, মনোহরগঞ্জ উপজেলা আমির হাফেজ নুরুন নবী, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবির সভাপতি মহিউদ্দিন রনি, সেক্রেটারি জাহিদুল ইসলাম, জামায়াত নেতা হামিদুর রহমান সোহাগ, দেওয়ান মাহবুব-ই-ছোবহানী খোকন, আবুল বাশার, হারুনুর রশিদ, সর্দার আব্দুল কাদের, মোহাম্মদ হোসাইন, জহিরুল ইসলাম জাবেরী ও ছাত্রশিবির লাকসাম পৌরসভা সভাপতি মো. নাজমুল ইসলাম বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুখবর পেলেন প্রাথমিকের ৬৫,৫০২ প্রধান শিক্ষক

ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

তারেক রহমানের আসনে যাকে প্রার্থী করল এনসিপি

বেশি দামে পেঁয়াজ বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

উপদেষ্টা আসিফ ও মাহফুজ পদত্যাগ করেছেন

বাংলাদেশ ১৬ বছর ধরে কালো মেঘের নিচে চাপা পড়ে ছিল : তারেক রহমান 

তেজগাঁও কলেজে সংঘর্ষে আহত এইচএসসি শিক্ষার্থী রানা মারা গেছেন

আইফোনের জন্য বন্ধুকে খুন!

আন্তর্জাতিক মানবাধিকার দিবস / মানবাধিকারের মানদণ্ড যেন অদৃশ্য নির্দেশনায় বাধা 

হত্যাযজ্ঞের বেদনায় এক বীর মুক্তিযোদ্ধার ভয়ংকর প্রতিশোধ এবং স্বাধীনতার গল্প

১০

তত্ত্বাবধায়ক সরকার ও বিচার বিভাগের স্বাধীনতা অটুট থাকবে : আইন উপদেষ্টা

১১

কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে যা বললেন আসিফ মাহমুদ

১২

বিশ্লেষণ / ইউক্রেন সেনাবাহিনীতে রেকর্ড সংখ্যায় পলায়ন, চরম সংকটে ফ্রন্টলাইন

১৩

কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায়  6sense HQ-এর নতুন উদ্যোগ

১৪

বন্দি বিনিময় / ৩২ বাংলাদেশিকে ফেরত দিয়ে ৪৭ জনকে নিয়ে গেল ভারত

১৫

খালেদা জিয়াকে বিদেশ না নিলে তারেক রহমান দ্রুত দেশে আসবেন : এ্যানি

১৬

স্বেচ্ছায় পদত্যাগ করে এনসিপি থেকে প্রার্থী হলেন বিএনপি নেতা

১৭

খাঁটি খেজুরের গুড় চেনার সহজ ৪ উপায়

১৮

প্রফুল্ল চাকীর শেষ স্মৃতি চিহ্নটুকু হারিয়ে যেতে বসেছে

১৯

বিএসএফকে নিয়ে কড়া মন্তব্য মমতার

২০
X