চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ১০:৫৬ পিএম
আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

১০০ আসনে নারীদের সরাসরি নির্বাচন চায় এনসিপি

চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রাম নারী সেলের উদ্যোগে আয়োজিত ‘রাজনীতি ও নাগরিক হিসেবে নারী’ শীর্ষক আলোচনা সভা এনসিপি নেতারা। ছবি : কালবেলা
চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রাম নারী সেলের উদ্যোগে আয়োজিত ‘রাজনীতি ও নাগরিক হিসেবে নারী’ শীর্ষক আলোচনা সভা এনসিপি নেতারা। ছবি : কালবেলা

জাতীয় সংসদের সংরক্ষিত আসনকে নারীদের জন্য অমর্যাদারকর বলে মনে করছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। এজন্য ১০০ আসনে নারীদের সরাসরি নির্বাচন চাই।

সোমবার (২১ এপ্রিল) চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি মিলনায়তনে চট্টগ্রাম নারী সেলের উদ্যোগে আয়োজিত ‘রাজনীতি ও নাগরিক হিসেবে নারী’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন এনসিপি নেতারা।

জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, ‘নারীদের যেভাবে রাজনীতিতে নিয়ে আসার কথা সেই দৃশ্যপটকে পুরোপুরিভাবে পরিবর্তন করেছে শেখ হাসিনা। তার যে দৃশ্যায়ন, তার যে ভূমিকা সে কারণে মেয়েরা মনে করে নাই তাদের রাজনীতিতে এগিয়ে আসতে হবে। অন্যদিকে বিএনপি ৩১ দফায় সবই বলা হয়েছে, নারী ক্ষমতায়নের কথা বলছে কিন্তু তারা সুকৌশলে নারীদের এড়িয়ে যাচ্ছে। অথচ মেয়েরা যে কোনো আন্দোলনে ভূমিকা রেখেছে এবং এই চব্বিশের আন্দোলনে নারীদের কয়েকটা ডিসিশন আন্দোলনের মোড় ঘুরিয়ে দিয়েছিল।’

কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক তাসনুভা জেরিন বলেন, ‘এনসিপির যে কেন্দ্রীয় কমিটি এখানে নারী আছে ২৩ জন। শুরুতে তুলনামূলক কম হলেও এনসিপি বিশ্বাস করে এ নারীদের ছাড়া আগামীতে কোনো রাজনীতি হবে না, দল দাঁড়াতে পারবে না। তাদের নিজেদের অস্তিত্বের জন্যই নারীরাই কিন্তু এনসিপির শক্তি।’

তিনি বলেন, ‘নারীদের জন্য সংরক্ষিত আসন যেগুলো হয় সেগুলো কারও স্ত্রী বা কোনো পরিচিত অথবা আত্মীয় হয়। কিন্তু তারা আসল নারীদের প্রতিনিধিত্ব করে না। তাই এনসিপি চায় এ ১০০ আসনে যেন জনগণের ভোটে প্রতিযোগিতার মাধ্যমে সাধারণ পরিবার থেকে নারী নেতৃত্ব উঠে আসে।’

যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, ‘সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী ১০০ নারী সরাসরি ভোটে সংসদে যাবে। এই প্রস্তাবের যারা বিরোধিতা করবে আপনারা আগামী ইলেকশনে তাদের প্রত্যাখ্যান করবেন, এটা আমাদের আহ্বান। আগের পদ্ধতিতে কোনো নারীর ক্ষমতায়ন হয়নি। এটার মাধ্যমে জনগণের পয়সায় ওমুকের খালা তমুকের স্ত্রী সংসদে গেছেন। সেখানে গিয়ে তারা রিডিংও পড়তে জানে না।’

সংগঠনের উত্তরাঞ্চলের সংগঠক রাসেল আহমদ বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জুলাই আন্দোলনে আমার স্ত্রীর তুলির আঁচড়ে আমার প্রথম প্লেকার্ড লেখা হয়েছিল। আমরা নারীদের সাহসিকতায় পুলিশের ব্যারিকেট ভাঙতে সফল হয়েছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মে মাসে পুড়তে পারে দেশ

ভাঙা হলো ময়মনসিংহ সাহিত্য সংসদের ‘বীক্ষণ’ মঞ্চ

বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময় 

সেঞ্চুরির পর ৫ উইকেট আর জয়, মিরাজের ধন্যবাদ পেলেন যারা

সূর্যের তাপে পুড়ছে পাকিস্তান

রাজনৈতিক মতৈক্যে করিডরের সিদ্ধান্ত নিন, সরকারকে সমমনা জোট

ঈদের আগেই বাজারে আসছে নতুন নোট, যা থাকছে নকশায়

মেধাবী শিক্ষার্থীদের পাশে ঢাবি অ্যালামনাই

পদোন্নতির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে চিকিৎসকদের অবস্থান কর্মসূচি

সাংবাদিককে হুমকি দেওয়া সেই অধ্যক্ষকে কেন্দ্র সচিবের পদ থেকে অব্যাহতি

১০

রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ছাড়া করিডর নয় : শেখ বাবলু

১১

ইবিতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের নিন্দা

১২

ইসরায়েলি গুপ্তচর সন্দেহে ইরানে এক জনের ফাঁসি কার্যকর

১৩

তীব্র তাপদাহের সঙ্গে মে মাসে কালবৈশাখী-ঘূর্ণিঝড়ের আভাস

১৪

ফ্যাসিস্ট আমলে হাজার হাজার শ্রমিককে পথে বসানো হয়েছে : রিজভী

১৫

সীমান্তের বাসিন্দাদের যুদ্ধকালীন প্রশিক্ষণ দিচ্ছে ভারত

১৬

খুলনায় বিএনপির নেতাকর্মীদের থানা ঘেরাও

১৭

ইয়েমেনের হামলায় যুদ্ধবিমান হারিয়ে পিছু হটল মার্কিন রণতরী

১৮

বাড়িতে ছাদবাগান থাকলে মিলবে ৫ শতাংশ ট্যাক্স রেয়াত

১৯

সম্পত্তি আত্মসাতের অভিযোগ এবি পার্টির নেতার বিরুদ্ধে

২০
X