চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন এক্সেসরোড সংলগ্ন জোড়া খুনের ঘটনায় প্রধান আসামি মো. হাসানকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩ মে) বাকলিয়া থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার (২ এপ্রিল) রাতে নোয়াখালীর হাতিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ বলেছে, গ্রেপ্তার হাসান বাকলিয়া থানায় হওয়া হত্যা মামলায় প্রধান আসামি। জোড়া খুনের পর তিনি আত্মগোপনে চলে যান। গোপন সংবাদে নোয়াখালীর হাতিয়া থানায় নলের চরের ভূমিহীন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যে বায়েজিদ থানাধীন পশ্চিম শহীদ নগর সুবহান কন্ট্রাক্টরের বাড়ির হাসানের বসতঘর থেকে একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করা হয়েছে।
বাকলিয়া থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন কালবেলাকে বলেন, জোড়া খুনের ঘটনার পর হাসান গা ঢাকা দেয়। তিনি হত্যা মামলার প্রধান আসামি এবং বড় সাজ্জাদের সহযোগী।
গত ২৯ মার্চ রাতে নগরীর বাকলিয়া এক্সেস রোড এলাকায় একটি প্রাইভেটকারে গুলি চালিয়ে বখতেয়ার হোসেন মানিক ও মো. আবদুল্লাহকে হত্যা করে সন্ত্রাসীরা। ওই ঘটনায় দুজন আহত হন।
পুলিশ সূত্রে জানা গেছে, মোট ১৩ জন সন্ত্রাসী ছয়টি মোটরসাইকেল ব্যবহার করে এ হামলা চালায়। এ ঘটনায় নিহত মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে গত ১ এপ্রিল কারাবন্দি ছোট সাজ্জাদ, তার স্ত্রীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেন।
মন্তব্য করুন