রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০৯:১৩ এএম
অনলাইন সংস্করণ

কালভার্টের মুখে দোকান, তলিয়ে গেছে ২০০ বিঘা আবাদি জমি

সিরাজগঞ্জে কালভার্টের মুখে দোকান নির্মাণে তলিয়ে গেছে আবাদি জমি। ছবি : সংগৃহীত
সিরাজগঞ্জে কালভার্টের মুখে দোকান নির্মাণে তলিয়ে গেছে আবাদি জমি। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জে আঞ্চলিক সড়কের একটি কালভার্টের মুখ বন্ধ করে জমিতে মাটি ভরাট করে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে সোলাইমান হোসেন নামে এক বাসিন্দার বিরুদ্ধে। এতে প্রায় দুই শতাধিক আবাদি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েছে কৃষকরা।

কৃষকদের অভিযোগ, কালভার্টের মুখ বন্ধ করে দেওয়ায় জলাবদ্ধা তৈরি হয়ে প্রায় দুইশো বিগা আবাদি জমি পানিতে তলিয়ে গেছে।

অভিযুক্ত সোলেমান হোসেন উপজেলার রৌহা গ্রামের মৃত তছের আলী হাজির ছেলে।

স্থানীয় লোকজন ও কৃষকরা জানায়, রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের বাশুড়িয়া বাজার থেকে গ্রাম সোনাই রাস্তার ওপর একটি কালভার্ট নির্মাণ করা হয়। ওই কালভার্টের নিচ দিয়ে বর্ষা মৌসুমে বিস্তীর্ণ এলাকার পানি নিষ্কাশন হতো। কালভার্ট নির্মাণের আগেও ওইস্থান দিয়ে খালের দিকে পানি নেমে যেত। হঠাৎ চলতি বর্ষা মৌসুমে কালভার্টের মুখে মাটি দিয়ে বাঁধ দেন সোলাইমান হোসেন। এর ফলে সম্প্রতি বৃষ্টিপাতের কারণে এলাকাজুড়ে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে তলিয়ে গেছে প্রায় দুইশ বিঘার আমন ধান। ক্ষতিগ্রস্তরা বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করেও তেমন কোনো ফল পাচ্ছেন না। কালভার্টের মুখ বন্ধ করে মাটি ভরাট করে দোকান নির্মাণ করেছে সোলাইমান হোসেন ও তার সহযোগীরা। এতে স্থানীয় লোকজন এবং কৃষকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এ ছাড়া বর্ষা মৌসুমে জলাবদ্ধতাসহ ফসল নষ্ট হওয়ার শঙ্কা তারা।

স্থানীয় বাসিন্দা লিটন হোসেন জানান, কালভার্ট দিয়ে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন না হলে ওই এলাকার প্রায় দুইশো বিঘা জমির ফসল নষ্ট হবে।

কৃষক রহম আলী খাঁন বলেন, সোলাইমান হোসেন কালভার্টের মুখ পুরোপুরি বন্ধ করে দিয়েছেন। এতে আমরা জলাবদ্ধতাসহ ফসলহানির শঙ্কায় রয়েছি।

এ বিষয়ে অভিযুক্ত সোলাইমান হোসেন বলেন, কালভার্টের মুখে আমার জমি। তাই আমার জমির ওপর আমি মাটি ভরাট করেছি। অন্য কোনো স্থান দিয়ে পানি নিষ্কাশন করা হোক।

ধানগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর ওবায়দুল ইসলাম মাসুম জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি । ঘটনার সত্যতা রয়েছে। দ্রুত কালভার্টটি উন্মুক্ত করে দিতে সোলেমান হোসেনকে নির্দেশ দিয়েছি। অন্যথায় ইউনিয়ন পরিষদের হস্তক্ষেপে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মণ্ডল জানান, এ ব্যপারে কোনো অভিযোগ পাইনি। পেলে অবশ্যই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসিআই-এ নিয়োগ, আবেদন করুন অনলাইনে

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

বসতভিটা ছিনিয়ে নেওয়ার হুমকি, সন্তানের বিরুদ্ধে বাবার মামলা

ব্রাজিলের মন্ত্রীর মার্কিন ভিসা বাতিল, দায়িত্বজ্ঞানহীন বললেন লুলা

ভিপি প্রার্থীর বিরুদ্ধে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগ, কী বললেন প্রক্টর

শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

২৭ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২৭ আগস্ট : টিভিতে আজকের খেলা 

আজ থেকে নতুন দামে বিক্রি হবে স্বর্ণ

২৭ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

১০

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১১

কৃষিবিদ আসাদুজ্জামান কিটোনকে সংবর্ধনা দিল এ্যাব

১২

মাছ ধরার নৌকায় মিলল সাড়ে ৪ লাখ পিস ইয়াবা, আটক ৯

১৩

ভোলায় নতুন অর্থনৈতিক অঞ্চল / এক লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা

১৪

যৌথ বাহিনীর অভিযানে অনলাইন জুয়া চক্রের ২ সদস্য আটক

১৫

জেলেরা হেলমেট পরে মাছ ধরেন যেখানে

১৬

বিমানবাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত

১৭

স্পেনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৮

কারাগারে সন্তান জন্ম দিলেন হত্যা মামলার আসামি

১৯

সিলেটের সাদাপাথর লুটের ঘটনায় সিআইডির অনুসন্ধান শুরু

২০
X