যশোরে ককটেল বিস্ফোরণে আহত তিন শিশুর মধ্যে খাদিজা মারা গেছে। সোমবার (১৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেছেন শিশুটির মা সুমি বেগম।
এর আগে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার শাহাদাত হোসেনের বাড়িতে হঠাৎ শব্দ শোনা যায়। সেখানে তিন সহোদর সবুজ আহম্মেদ (৭), খাদিজাতুল কুবরা (৫) ও আয়েশা সুলতানা (৩) শিশুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাদেরকে দ্রুত করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।
প্রতিবেশী আক্তারুজ্জামান বলেন, সোমবার বেলা ১১টার দিকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে নড়াইলে তার মৃত্যু হয়। স্বজনরা লাশ নিয়ে যশোরে ফিরছে।
তিনি আরও জানান, সকালে সবুজ বাড়ির পাশের মাঠে খেলা করছিল। বাড়ি আসার পথে একটি ককটেল কুড়িয়ে পায়। তখন সবুজ সেটি তুলে বাসায় এনে অন্যান্য বোনদের সঙ্গে খেলা করছিল। তখন সেটি বিস্ফোরিত হয়।
যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের ডাক্তার ইমন হোসেন জানান, আহত তিনজনের মধ্যে আয়েশা ও সবুজের শারীরিক অবস্থা খারাপ। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানিয়েছেন, শুনেছি আহত এক শিশুকে ঢাকায় নেওয়ার পথে মারা গিয়েছে।
মন্তব্য করুন