মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১০:৪৭ এএম
অনলাইন সংস্করণ

জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির ‘অ্যাঞ্জেলফিশ’

সম্রাট অ্যাঞ্জেলফিশ। ছবি : সংগৃহীত
সম্রাট অ্যাঞ্জেলফিশ। ছবি : সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে সম্রাট অ্যাঞ্জেলফিশ নামের একটি বিরল প্রজাতির মাছ। কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে জেলে আনোয়ার মাঝির জালে মাছটি ধরা পড়ে।

রোববার (১০ আগস্ট) সকালে মাছটি মহিপুরে মৎস্যবন্দরে নিয়ে এলে মাছটিকে দেখতে ভিড় করেনে অনেকে। মাছটি অনেকের কাছে অ্যাকুরিয়াম ফিশ নামেও পরিচিত।

রঙিন ও দৃষ্টিনন্দন সামুদ্রিক মাছ, যা মূলত উষ্ণমণ্ডলীয় প্রবালপ্রাচীরের পরিবেশে বাস করে। বৈজ্ঞানিক নাম পোমাক্যান্থাস ইম্পেরেটর। মাছটির আকার ১৬ ইঞ্চির মতো। গায়ের গাঢ় নীল পটভূমিতে হলুদ অনুভূমিক দাগ, মুখে নীল-কালো ‘মাস্ক’ প্যাটার্ন।

জেলে আনোয়ার বলেন, গত এক সপ্তাহ আগে ‘এফবি জারিফ তারিফ’ নামের একটি ফিলিং ট্রলারে অন্যান্য মাছের সঙ্গে মাছটি ধরা পড়ে। মহিপুর মৎস্য বন্দরের মাছটি নিয়ে এলে মাছটিকে একনজর দেখার জন্য উৎসুক জনতা ভিড় করেন।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী সোবহান শিকদার বলেন, এমন মাছ আমার জীবনে আমি দেখিনি। মাছটি দেখতে অবিকল একুরিয়ামে থাকা মাছের মতো। বাসার সবাইকে দেখানোর জন্য মাছটির কয়েকটি ছবি তুলে নিয়েছি আমি।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী সগির আকন বলেন, সমুদ্রে ধরা পড়েছে এমন মাছ প্রথম দেখে মাছটিকে আমি আমার বাসায় নিয়ে এসেছি। তবে এ জাতীয় মাছ আমি এই প্রথম দেখলাম। মাছটি খাওয়া যায় কিনা সে বিষয়ে আমার জানা নেই। আমি মাছটিকে বিক্রি না করে বাসায় এনে রেখেছি।

ওয়ার্ল্ডফিশ-বাংলাদেশের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, মাছটির বাংলা নাম অ্যাঞ্জেলফিশ। বৈজ্ঞানিক নাম (পোমাক্যান্থাস ইম্পেরেটর) এটি অত্যন্ত রঙিন একটি সামুদ্রিক মাছ। এর প্রাকৃতিক আবাসস্থল ভারত ও প্রশান্ত মহাসাগরের প্রবাল প্রধান অঞ্চল। মাছটি সর্বোচ্চ ৪০ সেন্টিমিটার (১৬ ইঞ্চি) পর্যন্ত বড় হতে পারে।

তিনি আরও বলেন, মাছটি সাধারণত প্রবাল প্রধান, লবণাক্ত, উষ্ণ সমুদ্র অঞ্চলে থাকে। বঙ্গোপসাগরের উপকূলে এমন মাছ সচরাচর ধরা পড়ে না। কারণ আমাদের উপকূলীয় অংশ মূলত কাদামাটি, বালুময়, প্রবালপ্রাচীর তেমন নেই। তবে বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিমাংশে আন্দামান সাগর সংলগ্ন, মায়ানমার উপকূলের কাছাকাছি কিছু প্রবালপ্রধান এলাকা আছে।

বখতিয়ার রহমান বলেন, সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তন ও স্রোতের ধরণ বদলের কারণে কিছু সামুদ্রিক প্রজাতি তাদের আবাসক্ষেত্র প্রসারিত করছে। এর কারণে হয়তো এ প্রজাতিটি বাংলাদেশের জেলেদের জালে ধরা পরছে।

মাছটি প্রসঙ্গে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, মাছটি বাংলা নাম অ্যাঞ্জেলফিশ। এটি একটি বিরল প্রজাতির মাছ। মাছটি উপকূলে সচরাচর দেখা যায় না। মাছটি গভীর সমুদ্রের। বিভিন্ন প্রজাতির মাছের সাথে এটি জেলের জালে উঠে এসেছে। এটা জেলেদের জন্য একটি সুখবর। এসব মাছ যত বেশি ধরা পড়বে জেলেরা অর্থনৈতিকভাবে তত বেশি লাভবান হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সামান্তা শারমিনের নতুন বার্তা

দেশবাসী পরিবর্তন চায়, আমরা সেই পরিবর্তনটি আনব : গোলাম পরওয়ার

প্রতিশ্রুতি বাস্তবায়নই বিএনপির রাজনীতির ভিত্তি : নুরুদ্দিন আহাম্মেদ অপু

যে কারণে মনোনয়নপত্র জমা দিতে পারলেন না হিরো আলম

সহ্যেরও সীমা থাকে : মমতার হুঁশিয়ারি

সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে বড় উদ্যোগ ভারতের

শরীয়তপুরে ৩টি আসনে ২৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা

ফরিদপুর-৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির প্রার্থী বাবুল

হাদি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার সহযোগিতায় আইনজীবী নিয়োগ 

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জিয়া স্মৃতি জাদুঘর, সাময়িক বন্ধ

১০

মনোনয়নপত্র জমার সময় বাড়ছে কিনা, জানালেন ইসি সচিব

১১

৯ কোটি নয়, আরও বেশি পাওয়ার যোগ্য মোস্তাফিজ : তাসকিন

১২

কমলো স্বর্ণের দাম

১৩

এনসিপি নেতাদের পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়নি : আখতার হোসেন

১৪

ডিএনসিসিতে শুরু হয়েছে মুক্তিযুদ্ধের পোস্টার প্রদর্শনী

১৫

এনসিপির নির্বাচনী কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা এমপি প্রার্থীর

১৬

প্রয়াত জাকির স্থানে যাকে নিয়োগ দিল ঢাকা

১৭

এনসিপিতে যোগ দিয়েই গুরুত্বপূর্ণ যে দায়িত্ব পেলেন আসিফ মাহমুদ

১৮

‘ভোটাররা ইচ্ছামতো ভোট দিয়ে বিগত সময়ের প্রতিশোধ নেবেন’

১৯

বিগ ব্যাশে রিশাদ দাপট চলছেই

২০
X