চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনা অস্ত্রোপচারে গত ২৪ ঘণ্টায় ৮ প্রসূতি মায়ের সফল ডেলিভারির (প্রসব) মধ্য দিয়ে ৮ নবজাতকের জন্ম হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সোহানিয়া আক্তার বিল্লাহ।
তিনি জানান, শুক্রবার বিকেল থেকে শনিবার বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ৮ প্রসূতি মায়ের ডেলিভারি (প্রসব) সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে ৪ পুত্র এবং ৪ কন্যা সন্তানের জন্ম হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতি মায়েদের প্রসব সেবায় সর্বোচ্চ প্রচেষ্টা চলমান থাকবে উল্লেখ করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কান্তি মজুমদার কালবেলাকে জানান, উপজেলার জনসাধারণের স্বাস্থ্যসেবায় আমাদের দ্বার সবসময় উন্মুক্ত।
মন্তব্য করুন