নাটোরের বড়াইগ্রামে এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭৭ কৃতী শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়েছে। এর মধ্যে জেনারেল বোর্ডের ৬৭, কারিগরি বোর্ডের ৮ এবং মাদ্রাসা বোর্ডের ২ শিক্ষার্থী ছিলেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন ও নানা কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন জেলা প্রশাসক আসমা শাহীন। সকালে তিনি উপজেলার বিভিন্ন বিদ্যালয়, ইউনিয়ন পরিষদ, বড়াইগ্রাম থানা, উপজেলা ভূমি অফিস ও বনপাড়া পৌরসভা পরিদর্শন করেন। শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন।
এদিন দুপুর ১টায় উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক। অনুষ্ঠানে এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭৭ কৃতী শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম। উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মুরাদ হোসেন প্রামাণিক, মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার, প্রাণিসম্পদ অফিসার ডা. নূরে আলম সিদ্দিকী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, অভিভাবকসহ গণ্যমান্য ব্যক্তিরা।
পরে তিনি উপজেলা পরিষদ পরিদর্শন করে কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিকেলে নগর ইউনিয়ন পরিষদে কৃষকদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন। শেষে উপজেলার ঐতিহাসিক পাঙ্গিয়ার দিঘী পরিদর্শন এবং উপলশহর নামে একটি গ্রামে জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেন জেলা প্রশাসক।
মন্তব্য করুন