ফেনী প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার আসনে এনসিপির মনোনয়নপত্র নিলেন যিনি

এনসিপি নেতা এহসানুল মাহবুব যোবায়ের। ছবি : কালবেলা
এনসিপি নেতা এহসানুল মাহবুব যোবায়ের। ছবি : কালবেলা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) থেকে শাপলা কলি প্রতীকে লড়তে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য এহসানুল মাহবুব যোবায়ের। তিনি এনসিপির কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সেলের সদস্য। রোববার (০৯ নভেম্বর) বাংলামোটর কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

জানা যায়, তিনি ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই আসনে বিএনপির প্রার্থী বেগম খালেদা জিয়া ও জামায়াতের প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী এসএম কামাল উদ্দিন, খেলাফত মজলিসের প্রার্থী আজিজ উল্লাহ আহমদী ও ইসলামী আন্দোলনের প্রার্থী কাজী গোলাম কিবরিয়া।

যোবায়েরের ঘনিষ্ঠজনরা জানান, যোবায়ের জগন্নাথ বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স শেষ করেছেন। তিনি ফেনীর আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা থেকে ২০১৪ সালে দাখিল ও ২০১৬ সালে আলিম পাস করেন।

এহসানুল মাহবুব যোবায়ের জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের প্রচার ও প্রকাশনা সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় লিও ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, ফেনী জেলা রেড ক্রিসেন্টের আজীবন সদস্যসহ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সেবামূলক সংগঠনে কাজ করেছেন।

আরও পড়ুন : কিস্তির টাকা না পেয়ে গৃহবধূর আংটি ও বদনা নিয়ে গেলেন এনজিও কর্মীরা

এছাড়াও তিনি ফেনী জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা হিসেবে আছেন। পর্যটন খাতে উন্নয়নের জন্য ২০২৩-২৪ সালে বাংলাদেশ সরকারের পর্যটন করপোরেশনের আওতায় ফেলোশিপ লাভ করেন। বর্তমানে যোবায়ের বায়িং হাউস ব্যবসার সঙ্গে জড়িত। তার বাবা আমিনুল ইসলাম এবং মা রাশেদা আক্তার। তারা দুজনই শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত।

এ বিষয়ে জানতে চাইলে এহসানুল মাহবুব যোবায়ের কালবেলাকে বলেন, আমি ফেনী-১ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। বেগম খালেদা জিয়াকে ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। সেদিক থেকে বগুড়ার আসনটি এনসিপির পক্ষ থেকে ছাড় দেওয়ার একটি প্রাথমিক কথা হয়েছে। আশা করি দল ফেনী-০১ আসনে আমাকে চূড়ান্ত মনোনয়ন দেবে। আমি এ আসনের জনগণের জন্য কাজ করতে চাই।

উল্লেখ্য, বিএনপির দুর্গ হিসেবে পরিচিত ফেনী-১ আসনে বেগম খালেদা জিয়া পরপর ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন। এ ছাড়া বিগত ২০১৮ সালের নির্বাচনে এই আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু।

এর আগে ১৯৭৩ সালে আওয়ামী লীগের এবিএম মূসা এ আসনে জয়লাভ করলেও এরপর আওয়ামী লীগ আর জিততে পারেনি। সর্বশেষ ২০২৪ সালের বিরোধী দলবিহীন নির্বাচনে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সংকট সব নাটক : মির্জা ফখরুল

মিশিগান বইমেলার জমজমাট উদ্বোধন

জামায়াত নেতার বাড়িতে আগুন

বিশ্বকাপের জন্য বাংলাদেশের জার্সি উন্মোচন

বাবার পিস্তল দিয়ে সহপাঠীকে গুলি করল কলেজছাত্র

তারেক রহমান জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে : আমজনতার দল

হাসিনার মন্ত্রী, এমপিদের ব্ল্যাংক চেকের অফারেও আপস করিনি : মীর স্নিগ্ধ

রোগীদের বরাদ্দের খাবার খাচ্ছে কে

পর্যাপ্ত ঘুমের অভাবে মস্তিষ্ক ও হার্ট ক্ষতিগ্রস্ত হয়

শাহরুখের হাতে আসছে ভারতের সবচেয়ে ব্যয়বহুল অ্যাকশন সিনেমা

১০

তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদী ব্যবস্থা চিরতরে বিলুপ্ত হবে : স্নিগ্ধ

১১

শাপলা তুলতে গিয়ে একই পরিবারের ৪ শিশুর মৃত্যু

১২

১৬ বছর রাজপথে লড়েছি, জনগণের পাশে আছি : কাজী আলাউদ্দিন

১৩

আ.লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় ২ নেতা গ্রেপ্তার

১৪

‘কর্মসূচির টাকা’ আনতে গিয়ে ধরা ছাত্রলীগ নেতা

১৫

প্রথমবারের মতো টানা দুই দিন সরকারি বন্ধ ওমানে

১৬

রপ্তানি পণ্যের তালিকায় যুক্ত হলো ওয়ালটন ক্যাবলস

১৭

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা গ্রেপ্তার

১৮

যমুনা ঘিরে আ.লীগের স্লোগানসহ গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনা, গ্রেপ্তার ২৫  

১৯

খালেদা জিয়ার আসনে এনসিপির মনোনয়নপত্র নিলেন যিনি

২০
X