বগুড়ার শেরপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিস্ফোরণ ঘটিয়ে সরকারি কাজে বাধাদান, ক্ষতিসাধন, হুমকি, গুরুতর ও সাধারণ জখম করায় বিএনপির ৬৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
এ মামলায় শাহবন্দেগী ইউনিয়নের বিএনপি নেতা ও ইউপি সদস্য জাহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ মো. কাউছার আলী কলিন্স (৪২), জাহাঙ্গীর আলম (৪৩), রায়হান কামাল রূপক (৩০), নয়ন মিয়া সুমনকে (২৮) গ্রেপ্তার করে শেরপুর থানা পুলিশ।
জানা যায়, বিএনপির ডাকা পঞ্চম দফার অবরোধ সফল করতে বুধবার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে বিএনপির সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মাদ সিরাজের নেতৃত্বে একটি মিছিল বের করে। সেই মিছিলে পুলিশ বাধা দিলে তারা বিস্ফোরণ ঘটায় এবং সরকারি কাজে বাধাদান, মানুষের জানমালের ক্ষতিসাধন, হুমকি-ধমকি, গুরুতর ও সাধারণ জখম করে। এ ঘটনায় ওইদিন রাতেই থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) হোসেন আলী বাদী হয়ে বিএনপির সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সাবেক সংসদ সদস্যের ছেলে আসিফ রব্বানি সানভিসহ ৬৪ নেতাকর্মী ও অজ্ঞাতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে শেরপুর থানার ওসি বাবু কুমার সাহা বলেন, গত বুধবার শহরের বাসস্ট্যান্ড এলাকার পাশে অবরোধ চলাকালীন সময় বিএনপির হামলায় আমি ও শেরপুর থানা পুলিশের উপপরিদর্শক হোসেন আলীসহ পাঁচজন আহত হয়েছেন। পরে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় মামলার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন