বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ১১:৩১ পিএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ১১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ায় বাড়িতে ককটেল হামলা

বিএনপির সাবেক নেত্রী বিউটি বেগম। ছবি : কালবেলা
বিএনপির সাবেক নেত্রী বিউটি বেগম। ছবি : কালবেলা

দ্বাদশ সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণায় বিএনপির সাবেক নেত্রী বিউটি বেগমের বাড়িতে ককটেল হামলার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (২৪ নভেম্বর) রাত ৮টা থেকে ৯টার মধ্যে শিবগঞ্জ উপজেলা সদরের রাঙামাটি এলাকার বাড়িতে পর পর ৩টি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে দুটি বিস্ফোরিত হলেও বাড়িতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ জানিয়েছে, বিষয়টি তারা খতিয়ে দেখছে। এজন্য ঘটনাস্থলে পুলিশ তদন্ত করছে।

বিউটি বেগম জানান, ‘কয়েক দিন ধরেই আমি বগুড়া শহরে অবস্থান করছি। শুক্রবার (২৪ নভেম্বর) রাত ৮টা থেকে ৯টার মধ্যে আমার শিবগঞ্জের বাড়ি লক্ষ্য করে ৩টি ককটেল নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে দুটি বিস্ফোরিত হলেও একটি অবিস্ফোরিত অবস্থায় রয়ে গেছে। ওই সময়ে বাড়িতে কেউ না থাকায় কেউ হতাহত হয়নি। কে বা কারা হামলা চালিয়েছে সেটি নিশ্চিত নই। বিষয়টি জানার পর আজ পুলিশকে জানিয়েছি। আমি যাতে নির্বাচনে প্রার্থী না হই সেজন্যই এ ঘটনা ঘটানো হয়েছে। তবে এসব করে কেউ আমাকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না।’

বিউটি বেগম জেলা বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক ছিলেন। ২০১৪ সালে দলের সমর্থনে তিনি শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৮ সালে দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হলে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

বিউটি বেগম দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য সম্প্রতি শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে বগুড়া-২ (শিবগঞ্জ উপজেলা) আসনের জন্য মনোনয়ন ফরম তুলেছেন। নির্ধারিত ফি ১৬ হাজার টাকা জমা দিয়ে ভোটার তালিকার সিডিও সংগ্রহ করেছেন তিনি। বিউটি বেগম বলেন, ‘আমি কাউকে সন্দেহ করতে চাই না। তবে এর আগে ২০১৮ সালে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেওয়ার পর আমার গাড়ি ভাঙচুর করা হয়েছিল। এবারও হামলা করা হচ্ছে। তবে এসব করে আমাকে দমানো যাবে না।’

এ বিষয়ে জানতে চাইলে বগুড়ার শিবগঞ্জ থানার ওসি আব্দুর রউফ বলেন, ‘এ ধরনের ঘটনার কথা কেউ বলেনি। কোনো অভিযোগও পাওয়া যায়নি। আমরা জানার পর বিউটি বেগমকে অবহিত করেছি এবং বিষয়টি খতিয়ে দেখার জন্য সেখানে পুলিশ পাঠানো হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪ দিনের সফরে ঢাকায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাড়ল বাস ভাড়া

পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনায় গড়ে তোলা হবে ক্লিন সিটি : চসিক মেয়র

জুলাই সনদে মিত্রদের ‘কাছাকাছি মতামত’ দেওয়ার পরামর্শ বিএনপির

সন্তানকে বাঁচিয়ে প্রাণ দিলেন বাবা

সৈকতে ফের ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

ইঞ্জিন সংকটে ‘নাজুক’ রেল অপারেশন

স্পেনে রিয়ালের আর্জেন্টাইন তারকাকে নিয়ে অদ্ভুত বিতর্ক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হলেন আবু তাহের

মানবিক ড্রাইভার গড়তে নারায়ণগঞ্জে ডিসির যুগান্তকারী উদ্যোগ

১০

গৃহকর্মীদের অধিকার সুরক্ষায় জাতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত

১১

পিএসসি সদস্য হলেন অধ্যাপক শাহীন চৌধুরী

১২

রিয়ালের হয়ে ইতিহাস গড়লেন আর্জেন্টিনার ‘মাস্তান’

১৩

দাম্পত্য কলহ এড়ানোর সহজ ৫ উপায়

১৪

‘গণতন্ত্রের জন্য আরও কঠিন পথ পাড়ি দিতে হতে পারে’

১৫

আর্থিক খাত নিয়ে খারাপ খবর দিলেন গভর্নর

১৬

পৌরসভার ফাইল নিয়ে দুই কর্মকর্তার হাতাহাতি

১৭

কর্মস্থলে ‘অনুপস্থিত’, এবার পুলিশের ২ এসপি বরখাস্ত

১৮

এশিয়া কাপ দল নিয়ে তোপের মুখে বিসিসিআই

১৯

নারী-শিশুসহ ছয় ভারতীয় নাগরিক আটক

২০
X