বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ১১:৩১ পিএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ১১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ায় বাড়িতে ককটেল হামলা

বিএনপির সাবেক নেত্রী বিউটি বেগম। ছবি : কালবেলা
বিএনপির সাবেক নেত্রী বিউটি বেগম। ছবি : কালবেলা

দ্বাদশ সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণায় বিএনপির সাবেক নেত্রী বিউটি বেগমের বাড়িতে ককটেল হামলার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (২৪ নভেম্বর) রাত ৮টা থেকে ৯টার মধ্যে শিবগঞ্জ উপজেলা সদরের রাঙামাটি এলাকার বাড়িতে পর পর ৩টি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে দুটি বিস্ফোরিত হলেও বাড়িতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ জানিয়েছে, বিষয়টি তারা খতিয়ে দেখছে। এজন্য ঘটনাস্থলে পুলিশ তদন্ত করছে।

বিউটি বেগম জানান, ‘কয়েক দিন ধরেই আমি বগুড়া শহরে অবস্থান করছি। শুক্রবার (২৪ নভেম্বর) রাত ৮টা থেকে ৯টার মধ্যে আমার শিবগঞ্জের বাড়ি লক্ষ্য করে ৩টি ককটেল নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে দুটি বিস্ফোরিত হলেও একটি অবিস্ফোরিত অবস্থায় রয়ে গেছে। ওই সময়ে বাড়িতে কেউ না থাকায় কেউ হতাহত হয়নি। কে বা কারা হামলা চালিয়েছে সেটি নিশ্চিত নই। বিষয়টি জানার পর আজ পুলিশকে জানিয়েছি। আমি যাতে নির্বাচনে প্রার্থী না হই সেজন্যই এ ঘটনা ঘটানো হয়েছে। তবে এসব করে কেউ আমাকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না।’

বিউটি বেগম জেলা বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক ছিলেন। ২০১৪ সালে দলের সমর্থনে তিনি শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৮ সালে দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হলে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

বিউটি বেগম দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য সম্প্রতি শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে বগুড়া-২ (শিবগঞ্জ উপজেলা) আসনের জন্য মনোনয়ন ফরম তুলেছেন। নির্ধারিত ফি ১৬ হাজার টাকা জমা দিয়ে ভোটার তালিকার সিডিও সংগ্রহ করেছেন তিনি। বিউটি বেগম বলেন, ‘আমি কাউকে সন্দেহ করতে চাই না। তবে এর আগে ২০১৮ সালে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেওয়ার পর আমার গাড়ি ভাঙচুর করা হয়েছিল। এবারও হামলা করা হচ্ছে। তবে এসব করে আমাকে দমানো যাবে না।’

এ বিষয়ে জানতে চাইলে বগুড়ার শিবগঞ্জ থানার ওসি আব্দুর রউফ বলেন, ‘এ ধরনের ঘটনার কথা কেউ বলেনি। কোনো অভিযোগও পাওয়া যায়নি। আমরা জানার পর বিউটি বেগমকে অবহিত করেছি এবং বিষয়টি খতিয়ে দেখার জন্য সেখানে পুলিশ পাঠানো হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের ওপর হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজনরা

গাজা থেকে সেনা প্রত্যাহারে রাজি ইসরায়েল : ট্রাম্প

রূপায়ণ গ্রুপে চাকরির সুযোগ, পাবেন একাধিক সুবিধা

প্রেমিকার উপস্থিতিতে প্রেমিকের কাণ্ড

রাজধানীতে আজ কোথায় কী

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা

ঢাকায় কখন হতে পারে বজ্রবৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

৫ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

মহাসড়কে গাড়ি থামিয়ে ডাকাতি, ক্লু পাচ্ছে না পুলিশ

১০

পাতানো জালে আটকা নিখোঁজ বৃদ্ধের লাশ

১১

ভারত বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা চায় না : মুশফিকুর রহমান

১২

সিলেটে যানজট মোকাবিলায় এনসিপির ২৭ প্রস্তাবনা

১৩

এক মাস পর খুলছে বাকৃবি, সেশনজটের শঙ্কা

১৪

মানুষের কাছে জাগপার বার্তা পৌঁছে দিতে হবে : রাশেদ প্রধান 

১৫

গাজীপুরে রাতের আঁধারে সড়কে ঝরল ৩ প্রাণ

১৬

তোফায়েল আহমেদের মৃত্যুর গুঞ্জন

১৭

আ. লীগের সহসম্পাদক ব্যারিস্টার হাবিব গ্রেপ্তার

১৮

এক টাকারও অভিযোগ দিতে পারলে রাজনীতি থেকে ইস্তফা দিব : সারজিস

১৯

ঢাকা মহানগর আদালতে পরিচ্ছন্নতা অভিযান

২০
X