নড়াইলের লোহাগড়ায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) সকালে লোহাগড়া উপজেলার বঙ্গবন্ধু চত্বরে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন মুন্নার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে (ভার্চ্যুয়ালি) উপস্থিত ছিলেন মাশরাফী বিন মুর্তজা।
বর্ধিত সভায় বক্তারা বলেন, নড়াইলের মাটি আ.লীগের ঘাঁটি। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নড়াইল-২ আসনে দ্বিতীয়বারের মতো নন্দিত ক্রিকেটার মাশরাফী বিন মুর্তজাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। আমরা এ আসনে আ.লীগ মনোনীত প্রার্থীকে নৌকা প্রতীকে সর্বোচ্চসংখ্যক ভোট দিয়ে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করব। মাশরাফীকে বিজয়ী করার ক্ষেত্রে উপজেলা আওয়ামী লীগের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, মাশরাফীর পক্ষে লোহাগড়া উপজেলা আ.লীগ ঐক্যবদ্ধ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাশরাফী বিন মুর্তজার পিতা ও নড়াইল জেলা আ.লীগের উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য গোলাম মুর্তজা স্বপন, উপজেলা আ.লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু নড়াইল জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মুন, লোহাগড়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ মশিয়ূর রহমান, উপজেলা আ.লীগের সহসভাপতি ফয়জুল হক রোম, থানা আ.লীগের অন্যতম সদস্য সৈয়দ আকরাম আলী আকিদুল, সহসভাপতি ও কাশিপুর ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক মেয়র আশরাফুল আলম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এম গোলাম কবির, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আ. হামিদ প্রমুখ।
এ ছাড়া জেলা পরিষদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শামসুল আলম কচি, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মাসুদুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের অন্যতম সদস্য সদর উদ্দিন শামিম, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক রাসেদুল ইসলাম রাসেদ, নোয়াগ্রাম ইউপি চেয়ারম্যান মুন্সি জোসেফ, লোহাগড়া পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, দিঘলিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি সরদার ওহিদুর রহমান ওহিদ, জয়পুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সাবু বক্তব্য রাখেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খোকন সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামাল হোসেন ভূইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, লোহাগড়া পৌর প্যানেল মেয়র ও কাউন্সিলর বিশ্বনাথ দাস ভন্ডুল, দিঘলিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিন, নলদী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি, কোটাকোল ইউপি চেয়ারম্যান হাসান আল মাহমুদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও আওড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান জিএস পলাশ, জয়পুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন, শালনগর ইউপি চেয়ারম্যান মো. লাবু মিয়া, লক্ষীপাশা ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ শেখ, মল্লিকপুর ইউপি সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল, লাহুড়িয়ার ইউপি সাবেক চেয়ারম্যান দাউদ হোসেন, আ.লীগ নেতা আনোয়ার হোসেন কালু, আ.লীগ নেতা আঃ হাই, উপজেলা উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোজাম খান, সাধারণ সম্পাদক রুবেল হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রোমান রায়হান প্রমুখ।
মন্তব্য করুন