নাটোরের বাগাতিপাড়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী শহিদুল ইসলাম বকুলের নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দুষ্কৃতকারীরা।
রোববার (২৪ ডিসেম্বর) রাতের কোনো একসময় উপজেলার দয়ারামপুর ইউনিয়নের তালতলা এলাকায় ওই ঘটনা ঘটে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, তালতলা এলাকায় নৌকার নির্বাচনী অফিসে রাতের কোনো একসময় কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এতে ওই অফিসের একাংশ পুড়ে যায়। সকালে স্থানীয়রা ওই এলাকায় গিয়ে আগুন জ্বলতে দেখে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাগাতিপাড়া মডেল থানার ওসি নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন