মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) নির্বাচনী আসনে নৌকা প্রার্থী সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ বিশাল ব্যবধানে সপ্তমবারের মতো বিজয়ী হয়েছেন। তিনি সর্বমোট ২ লাখ ১২ হাজার ৪৫১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মুহিত হাসানী বাংলাদেশ ইসলামি ফ্রন্ট মোমবাতি ৫৩৯০ ভোট পেয়েছেন।
রোববার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক উর্মি বিনতে সালাম।
আসনটিতে ৪৯ দশমিক ৪৫ শতাংশ ভোট পড়েছে। মৌলভীবাজার-৪ আসনে মোট ভোটার ৪ লাখ ৫৯ হাজার ২৫৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৩৪ হাজার ৬৪৯ জন ও নারী ভোটার ২ লাখ ২৯ হাজার ৭২২ জন। এই আসনে দুটি পৌরসভা ও ১৮টি ইউনিয়ন আছে।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে আওয়ামী লীগ প্রার্থী উপাধ্যক্ষ আব্দুস শহীদ মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ।
তিনি ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে একটানা এ আসন থেকে নির্বাচিত হয়েছেন। ১৯৭৩ সালে জেলার কমলগঞ্জ গণ-মহাবিদ্যালয়ে যোগদান করে শিক্ষকতা পেশা শুরু করেন। তিনি বঙ্গবন্ধু শিশু একাডেমি কেন্দ্রীয় কমিটির সভাপতি। আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডয়িাম সদস্য।
তিনি প্যানেল স্পিকার হিসেবে ও দায়িত্ব পালন করেছেন।
মন্তব্য করুন