দুর্ঘটনা ঘটলে দায়-দায়িত্ব হাসপাতাল-চিকিৎসককে নিতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। সোমবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে দেশে অনুমোদনহীন হাসপাতাল প্রসঙ্গে সংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। এর আগে সকাল ১০টার দিকে স্বাস্থ্যমন্ত্রী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন।
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, কোনো হাসপাতাল পূর্বশর্ত মানা ছাড়া চলতে পারবে না। কারণ অস্ত্রোপচার করতে যা যা দরকার সব লাগবে। এটা ছাড়া কোনো দিনই কোনো হাসপাতাল অনুমোদন দেওয়া হবে না। সেখানে কোনো অস্ত্রোপচার করতে গিয়ে দুর্ঘটনা ঘটলে এর দায়-দায়িত্ব ওই হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসককে নিতে হবে।
তিনি বলেন, ‘রাজশাহী মেডিকেলে এসে আমার অনেক ভালো লাগল। মেডিকেল কলেজটি অন্যান্য মেডিকেল কলেজের চেয়ে আমার কাছে মনে হয়েছে অনেক পরিষ্কার-পরিচ্ছন্ন। প্রান্তিক জনগোষ্ঠীকে আমরা যদি চিকিৎসাসেবা পৌঁছে দিতে না পারি, মেডিকেল কলেজের চাপ কোনো দিনই কমবে না।’
মন্ত্রী আরও বলেন, ‘মেডিকেল কলেজে শুধু চিকিৎসাসেবা দেয় না; এখানে শিক্ষা, চিকিৎসা, গবেষণা সবই হয়। সুতরাং আমরা জেলার হাসপাতালগুলোর উন্নয়ন করব। রাজশাহীতে একটি জেলা হাসপাতাল আছে। এটি অত্যান্ত সুন্দর কিন্তু খালি পড়ে আছে। এই হাসপাতালটি সচল করা হবে। তাহলে এই মেডিকেল কলেজগুলোতে রোগীর চাপ কমবে।’
এ সময় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহম্মেদ, মেডিকেল কলেজের অধ্যক্ষ নওশাদ আলীসহ হাসপাতালে বিভিন্ন পর্যায়ের কর্তকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন