সিলেট প্রতিনিধি
প্রকাশ : ১৮ মার্চ ২০২৪, ০৩:০৩ পিএম
অনলাইন সংস্করণ

গরুর মাংস ১১শ টাকা, ব্যবসায়ীকে জরিমানা

সিলেটের ওসমানী নগরের গোয়ালা বাজারে মাংসের দোকান বন্ধ পাওয়া যায়। ছবি : কালবেলা
সিলেটের ওসমানী নগরের গোয়ালা বাজারে মাংসের দোকান বন্ধ পাওয়া যায়। ছবি : কালবেলা

সিলেটের ওসমানীনগরে বিগত কয়েকদিন থেকে অতিরিক্ত দামে গরুর মাংস বিক্রি নিয়ে তুলকালাম ঘটনা ঘটেছে। এমনকি প্রতি কেজি গরুর মাংস ১১শ টাকা দরে বিক্রি হয়েছে।

সরকার নির্ধারিত মূল্যে গরুর মাংস বিক্রি না করার অপরাধে শনিবার (১৬ মার্চ) বিকেলে উপজেলার গোয়ালা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় বেশি মূল্যে গরুর মাংস বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার গুরুত্বপূর্ণ কয়েকটি বাজার থাকলেও প্রতিদিন গরু এবং খাশির মাংস বিক্রি হয় গোয়ালা বাজারের ভাই ভাই মিট হাউস এবং মামুন মিট হাউসে। দয়ামীর বাজারে আরও দুটি দোকান থাকলেও সেখানে শুধু বৃহস্পতিবারে গরুর মাংস বিক্রি হয়। তাজপুর বাজারে একটি মাংস বিক্রির দোকান দির্ঘদিন থেকে বন্ধ রয়েছে।

এ ছাড়া উমরপুর বাজার, বুরুঙ্গা বাজার, কলারাই বাজারসহ কয়েকটি বড় বাজারে গরুর মাংসের দোকান না থাকায় ক্রেতারা প্রতিদিন মাংস কিনতে আসেন গোয়ালা বাজারে। এ সুযোগকে কাজে লাগিয়ে রমজানের আগে থেকেই গোয়ালা বাজরে প্রতি কেজি গরুর মাংস ১১শ টাকা দরে বিক্রি হচ্ছিল।

এ নিয়ে ক্রেতারা প্রতিবাদ করলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশিনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব দাশ পুরকায়স্ত। এ সময় গোয়ালাবাজারের দুই মাংস বিক্রেতা ও দুই ফল ব্যবসায়িকে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়।

গোয়ালা বাজারের মাংস বিক্রেতা ভাই ভাই মিট হাউস এবং মামুন মিট হাউস সরকার নির্ধারিত মূল্যের বেশি দরে মাংস বিক্রি করায় ১০ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয় এবং সরকার নির্ধারিত ৬৬৪ টাকা দরে বিক্রি করার নির্দেশ দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পর শনিবার সন্ধ্যা থেকে এ দুই প্রতিষ্ঠান বন্ধ করে দেন বিক্রেতারা। এতে মাংস কিনতে আসা অনেকই পড়েছেন বিপাকে।

গরুর মাংস নিতে আসা নজরুল ইসলাম নামের এক ক্রেতা বলেন, জানতে পেরেছি গোয়ালা বাজারে সরকার নির্ধারিত মূল্যে গরুর মাংস বিক্রি হবে। এখানে এসে দেখি দোকানই বন্ধ। পাশাপাশি বাজার এলাকায় মাংসের অন্য কোনো দোকান না থাকায় খালি হাতেই বাড়ি ফিরতে হচ্ছে।

এ বিষয়ে মাংস বিক্রেতা মামুন মিট হাউসের পরিচালক হাছিব আলীর মোবাইল ফোনে কল দিলে তাকে পাওয়া যায়নি।

ভাই ভাই মিট হাউসের পরিচালক চোরাব আলী বলেন, সরকার নির্ধারিত মূল্যে গরুর মাংস বিক্রি করলে পোষায় না। তাই আমার দোকান বন্ধ রেখেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া শারমিন ফাতেমা বলেন, সিন্ডিকেট ভাঙতে সরকারি নির্দেশ মোতাবেক যা দরকার তা উপজেলা প্রশাসন করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে যাওয়া কি নেককার হওয়ার লক্ষণ?

এটা দেখে আমাদের সবারই লজ্জা হওয়া উচিত : মুশফিক

হঠাৎ আইসিসি র‍্যাঙ্কিং থেকে বাদ রোহিত-কোহলি!

এক দিনে ৩ শতাধিক ব্যাংক কর্মীকে ছাঁটাই

বাংলাদেশ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা নেদারল্যান্ডসের

২৫ বছরেও শেষ হয়নি সেতুর নির্মাণকাজ

ভোটকন্দ্রের খসড়া তালিকা প্রকাশ কবে, জানাল ইসি

এবার ৭৮ অবসরপ্রাপ্ত কর্মকর্তার পদোন্নতির সুপারিশ

সিলেটের সাদা পাথরকাণ্ডে ১০ সুপারিশ

পাসপোর্ট না থাকলেও ভোটার হতে পারবেন প্রবাসীরা

১০

রুমায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তিনজন আটক

১১

দোকানে গেলেই মিলবে একাকিত্ব দূর করার উপায়    

১২

বিচারক-রাষ্ট্রপক্ষের আইনজীবীদের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ

১৩

দেশের শিক্ষাব্যবস্থা বেকারত্ব দূর করতে ব্যর্থ : শিবির সেক্রেটারি

১৪

জাতীয় নারী ফুটবলার সাগরিকার বাড়িতে চুরি

১৫

বোরকা পরা ছাত্রীদের ‘সন্ত্রাসী’ হিসেবে দেখানোকে ঘিরে বিতর্ক

১৬

উদ্বেগ জানালেন আজহারি

১৭

পাঁচ দিন সাগরে ভেসে জীবিত ফিরলেন মোরশেদ

১৮

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে থাকছে নারী আম্পায়ার

১৯

মওলানা ভাসানী সেতুর স্বপ্নযাত্রা শুরু

২০
X