‘চলবে গাড়ি পড়ব বই, আমরা সবাই জ্ঞানী হই’- এই প্রতিপাদ্যে ‘জননী দূরপাল্লার চলন্ত যানবাহন’ পাঠাগারের শুভ উদ্বোধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে । চলন্ত পরিবহনে যাত্রীদের হাতে ‘বই’ তুলে দিবে ব্যতিক্রমী এ পাঠাগার।
সোমবার (১৫ এপ্রিল) বিকেলে জেলা শহরের ঢাকা বাসস্ট্যান্ডে গ্রামীণ ট্রাভেলসের সহযোগিতায় রাজশাহীর জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থা কয়েরদাঁড়া এ আয়োজনে করে।
‘জননী দূরপাল্লার চলন্ত যানবাহন’ পাঠাগারের শুভ উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র ও গ্রামীণ ট্রাভেলসের চেয়ারম্যান মো. মোখলেসুর রহমান।
তিনি বলেন, এখন থেকে গ্রামীণ ট্রাভেলসের চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা-কক্সবাজার রুটের যাতায়াতকারী চলন্ত পরিবহনের যাত্রীদের হাতে বই তুলে দেবে, জননী দূরপাল্লার চলন্ত যানবাহন পাঠাগার।
তিনি জ্ঞানচর্চার এ উদ্যোগে সবার সহযোগিতা কামনা করে, আগামী দিনে গ্রামীণ ট্রাভেলস সব রুটের পরিবহনে এ পাঠাগার চালুর ঘোষণা দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ‘জননী দূরপাল্লার চলন্ত যানবাহন’ পাঠাগারের কার্যনির্বাহী পরিষদের সদস্য মো. আফসার আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আব্দুল জলিল, কৃষিবিদ মো. রোকন উজ্জামান, গ্রামীণ ট্রাভেলসের সাধারণ যাত্রী ও কর্মকর্তারা।
মন্তব্য করুন