রাজবাড়ীর পাংশায় রোগীর জন্য নেওয়া রক্তের ব্যাগ আবর্জনায় ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে মেডিল্যান্ড হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
পাংশার স্বেচ্ছাসেবী সংগঠন ‘সম্প্রীতি ও একতা ফাউন্ডেশন’র সদস্য মিনা আক্তার বলেন, শনিবার (১১ মে) বেলা ১১টার দিকে একজন রোগীর জন্য রক্ত দিতে মেডিল্যান্ড হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে যাই। হাসপাতালের যে রুমে রক্ত নেওয়া হয় সেখানে বসলে জানালা দিয়ে দেখি হাসপাতালের পাশে আবর্জনায় একটি রক্তের ব্যাগ পড়ে আছে। সংগঠনের আরেক সদস্য মো. আশরাফুল ইসলাম সবুজ বলেন, আবর্জনায় পড়ে থাকা রক্তের ব্যাগে ১৪-৪-২০২৪ লেখা আছে। আমরা ম্যানেজারের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আপনার কাছে কৈফিয়ত দিতে হবে কেন, আপনি কে? আপনি এখান থেকে যান। এ ফাঁকে তারা ব্যাগটি আবর্জনা থেকে সরিয়ে ফেলে। পরে আর ব্যাগটি সেখানে পাওয়া যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষ এমন কাজ করলে আমরা যারা বিনা টাকায় রক্তদান করে থাকি, তারা কর্তৃপক্ষে প্রতি আস্থা হারিয়ে ফেলবে। এদের আইনের আওতায় আনা দরকার।
হাসপাতালের রিসিভশনে থাকা সোহেল নামে এক ব্যক্তি বলেন, এপ্রিলের ১৪ তারিখ এক রোগীর জরায়ু অপারেশনের জন্য এক ব্যাগ ও নেগেটিভ ব্লাড টেনে রাখা হয়। সেই রোগীর রক্ত না লাগায় রক্তের ব্যাগটি রেখে দেওয়া হয়। রক্তের ব্যাগ আবর্জনায় কীভাবে গেল তা আমার জানা নেই। এ বিষয়ে হাসপাতালের প্যাথলোজিস্ট বলতে পারবে।
হাসপাতালের প্যাথলোজিস্ট ফাহিমা আক্তার বলেন, রক্ত টেনে হাসপাতালের নার্সের কাছে বুঝিয়ে দেওয়া আমার কাজ। আবর্জনায় কীভাবে রক্তের ব্যাগ গেল সে সম্পর্কে আমি কিছু জানি না।
মন্তব্য করুন