দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ০১ জুন ২০২৪, ০৬:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ইউপি চেয়ারম্যান ও স্ত্রীর পরকীয়ার জেরে ঘরছাড়া স্বামী

ইউপি চেয়ারম্যান মনি ভূষণ রায় ও আবু সাঈদের স্ত্রী সাবেক নারী ইউপি সদস্য রাশেদা বেগম। ছবি : কালবেলা
ইউপি চেয়ারম্যান মনি ভূষণ রায় ও আবু সাঈদের স্ত্রী সাবেক নারী ইউপি সদস্য রাশেদা বেগম। ছবি : কালবেলা

পঞ্চগড়ের দেবীগঞ্জে এক ইউপি চেয়ারম্যান ও সাবেক নারী ইউপি সদস্যের মধ্যে পরকীয়া সম্পর্কের জেরে ঘরছাড়া স্বামী। এমন অভিযোগ এনে স্ত্রীর বিরুদ্ধে বৃহস্পতিবার (২৩ মে) দেবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন আবু সাঈদ নামে এক ব্যক্তি।

আবু সাঈদ উপজেলার পামুলী ইউনিয়নের কাঁঠালতলী এলাকার বাসিন্দা। অভিযোগ ওঠা দুজন হলেন- উপজেলার পামুলী ইউনিয়নের চেয়ারম্যান মনি ভূষণ রায় ও আবু সাঈদের স্ত্রী সাবেক নারী ইউপি সদস্য রাশেদা বেগম।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, ২০১৭ সালে আমি ওমানে যাই। সেখানে থাকার সময়ে দেশে স্ত্রীর ব্যাংক একাউন্টে টাকা পাঠিয়েছি। পরে প্রতিবেশীদের মাধ্যমে জানতে পারি চেয়ারম্যান দিনে ও রাতে বিভিন্ন সময়ে সময় কাটাতে আসতেন আমাদের বাসায়। শুধু তাই নয়, স্বামী না থাকার সুযোগে আমার স্ত্রী রাশেদা চেয়ারম্যানের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন।

বিষয়টি জানার পর আমি ২০২১ সালে দেশে ফিরে আসি। দেশে এসে বিদেশ থেকে পাঠানো অর্থ ও পরকীয়ার সম্পর্কের বিষয়ে স্ত্রী রাশেদাকে প্রশ্ন করলে সে সম্পর্কের বিষয়টি স্বীকার করে ক্ষমা চায়। প্রথমবার শুধরানোর সুযোগ দেই স্ত্রীকে। যদিও চার বছরে বিদেশ থেকে পাঠানো টাকার সঠিক হিসাব দিতে পারেনি।

এরপর চাকরির জন্য ঢাকায় চলে যাই। ঢাকায় থাকার সময়ে গত সাত মাস আগে মণি ভূষণ রাশেদাকে নিয়ে ভারতে যান বলে জানতে পারি। বিষয়টি নিয়ে পরে চেয়ারম্যানের সঙ্গে কথা বলি এবং রাশেদার সঙ্গে সম্পর্ক না রাখার ব্যাপারে অনুরোধ জানাই। এতেও কাজ হয়নি। বরং তাদের পরকীয়ার সম্পর্ক এখনো টিকে আছে।

গত ২০ মে আমি ঢাকা থেকে বাড়িতে এলে আমাকে আর বাড়িতে প্রবেশ করতে দেননি আমার স্ত্রী রাশেদা। উল্টো চেয়ারম্যানকে ফোনে বিষয়টি জানালে চেয়ারম্যান একজন গ্রাম পুলিশকে সেখানে নিযুক্ত করেন।

এ ছাড়া পরকীয়ার সম্পর্কে জড়িয়ে রাশেদা বেগম এখন ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে অভিযোগ করেছেন আবু সাঈদ।

রাশেদা বেগমের স্বামী আবু সাঈদ কালবেলাকে বলেন, এলাকার সবাই চেয়ারম্যান আর আমার স্ত্রীর পরকীয়ার সম্পর্কের ব্যাপারে বলবে। আমার রক্ত পানি করা পরিশ্রমের টাকায় আমার স্ত্রী আমার নামে জমি না কিনে নিজের নামে চার বিঘা জমি কিনেছে।

অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান মণি ভূষণ রায় বলেন, সাবেক ইউপি সদস্য ছিল রাশেদা বেগম। এ জন্য প্রয়োজনে মাঝেমধ্যে যাওয়া হতো, তবে গত ৬ মাস থেকে যাইনি।

রাশেদা বেগম বলেন, সংসারে একটু কলহ হতেই পারে। আমার স্বামী অন্যের কথায় এসব করছেন। আর বসতভিটা আমি আমার টাকায় কিনেছি। সুদের ব্যবসা এবং ভাইবোনদের কাছ থেকে এ টাকা এসেছে। বাসায় চেয়ারম্যানের আসা-যাওয়ার বিষয়টি মিথ্যা।

দেবীগঞ্জ থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম অভিযোগের বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিগামী যাত্রীদের জন্য সুখবর

এমবাপ্পের একমাত্র গোলে রিয়ালের কষ্টার্জিত জয়

ম্যানসিটি ছাড়ছেন আর্জেন্টিনার ‘নতুন মেসি’

‘৫১ লাখ টাকার স্টেডিয়াম ১৪ কোটিতে করার অনুমোদন’, কী ব্যাখ্যা দিলেন সচিব

জনপ্রিয় ব্রিটিশ পত্রিকায় বাংলাদেশ নারী দলের প্রশংসা

ইউআরপি ও ডিএলআর মডিউল প্রস্তুত / মালয়েশিয়ায় শ্রমিক যাবে শূন্য অভিবাসন ব্যয়ে

রাশিয়া শক্তিশালী, এটা মেনে নিতেই হবে : ট্রাম্প

ময়মনসিংহ থেকে বাস চলাচল শুরু, ভাঙচুরের ঘটনায় কমিটি

আইপিএলে ভালো করলেও ভারত দলে জায়গা নিশ্চিত নয়

ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে 

১০

দুই শিক্ষককে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় আহমাদুল্লাহর উদ্বেগ

১১

সরকারি কর্মচারীরা দাফনের জন্য পাবেন টাকা

১২

দেড় যুগেও নির্মাণ হয়নি জহির রায়হান মিলনায়তন

১৩

দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, দুই উপদেষ্টাকে স্মারকলিপি

১৪

৫ অভ্যাসে বার্ধক্যেও ভালো থাকবে হৎপিণ্ড

১৫

অনশন প্রত্যাহার করল বেরোবি শিক্ষার্থীরা

১৬

‘ভুল চিকিৎসায়’ একদিনে দুই শিশুর মৃত্যু

১৭

সরকারি কর্মচারীদের জন্য সুখবর

১৮

কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু

১৯

মাস্ক পরে হাসপাতালে দীপু মনি

২০
X