কক্সবাজারে টেকনাফ নাফ নদীতে নিয়মিত চোরাচালান প্রতিরোধ নৌ টহলদল কার্যক্রম পরিচালনাকালে রহমানের খাল নামক স্থানে বিজিবির উপর গুলি চালিয়েছে সশস্ত্র চোরাকারবারিরা। এতে দুই বিজিবি সদস্য গুলিবিদ্ধ হওয়ার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।
মঙ্গলবার (৪ জুন) আনুমানিক রাত ১০টায় নাফ নদে নিয়মিত চোরাচালান প্রতিরোধে নৌ টহলদল কার্যক্রম পরিচালনাকালে এ ঘটনাটি ঘটে।
বুধবার (৫ জুন) বিকেলে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আহতরা টেকনাফ-২ বিজিবির সদস্য।
বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গত ৪ জুন রাত ১০ টায় নাফ নদীতে বাংলাদেশের জলসীমায় টহলরত থাকা অবস্থায় হঠাৎ একটি নৌকার মুখোমুখি হয়। নৌকায় অবস্থানরত সশস্ত্র চোরাকারবারী দল বিজিবি টহল দলকে লক্ষ্য করে অতর্কিতভাবে গুলি বর্ষণ করতে থাকে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিজিবির টহলদল সরকারী সম্পদ ও নিজেদের জানমাল রক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। এ সময় সশস্ত্র চোরাকারবারী দলের গুলিতে দুই বিজিবি সদস্য গুরুতর আহত হয়।
বিজিবি আরও জানান, একপর্যায়ে বিজিবির টহলদলের প্রতিরোধের মুখে সশস্ত্র চোরাকারবারীরা গুলি করতে করতে রাতের অন্ধকারে নাফ নদী দিয়ে মায়ানমার সীমান্তের ভেতরে চলে যায়।
বর্তমানে গুরুতর আহত দুই বিজিবি সদস্য রামু সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতাল চিকিৎসাধীন আছেন।
মন্তব্য করুন