বেলকুচি ( সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুন ২০২৪, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

মোতালেবের পেট যেন স্টেশনারি

পেট থেকে বের হওয়া ঘড়ি, সুচ ও বাঁশের কুঞ্চি (বাঁয়ে), হাসপাতালে চিকিৎসাধীন মোতালেব (ডানে)। ছবি : সংগৃহীত
পেট থেকে বের হওয়া ঘড়ি, সুচ ও বাঁশের কুঞ্চি (বাঁয়ে), হাসপাতালে চিকিৎসাধীন মোতালেব (ডানে)। ছবি : সংগৃহীত

ঘড়ি, কলম, সুচ ও বাঁশের কুঞ্চি- কী নেই মোতালেবের পেটে! যেন আস্ত এক স্টেশনারি। পেটের ব্যথা নিয়ে এক বছর আগে হাসপাতালে যান তিনি। এন্ডোসকপি করে আশ্চর্য হন খোদ চিকিৎসকরা। একে একে তার পেট থেকে বের করেন ২৩টি কলম। তখন মোতালেব কথা দিয়েছিলেন আর কখনো কলম খাবেন না তিনি।

অথচ কথা রাখেননি সেই মোতালেব। এবার খেয়েছেন কলম ছাড়াও লোহার লম্বা সুচ, প্লাস্টিকের ঘড়ি ও বাঁশের কুঞ্চি আরও কত কী!

মানসিক ভারসাম্যহীন মোতালেব (৩৬) সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুরপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। ২০০০ সালে এসএসসি পাস করে কলেজে ভর্তি হন মোতালেব। এরপর থেকেই তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন।

চিকিৎসকরা আবারও দুটি ধাপে তার পেট থেকে বের করেছেন তাঁতের কাজে ব্যবহৃত তিনটি লোহার লম্বা সুচ, একটি লম্বা বাঁশের কুঞ্চি, একটি প্লাস্টিকের ঘড়ির মতো বস্তু ও একটি কলম।

গত সোমবার (৩ জুন) ও মঙ্গলবার (৪ জুন) এ দুই দফায় এন্ডোস্কপি সার্জারির মাধ্যমে তার পেট থেকে এগুলো বের করেন সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের একদল দক্ষ চিকিৎসক। তবে এত ধারালো বস্তু কীভাবে গিলেছেন মোতালেব! তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন চিকিৎসকেরা।

মোতালেবের মা জানান, আমার ছেলে এলোমেলো ঘুরে বেড়ায়। ও যে আবারও কলম খাওয়া শুরু করেছে তা জানা ছিল না। গত মাসে হঠাৎ করে আবারও পেটের ব্যথা শুরু হলে হাসপাতালে নিয়ে যাই। ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে বলেন, আবারও কলম খেয়েছে মোতালেব। ওর চিকিৎসা করার মতো সামর্থ্য আমার নেই। সরকারি সহায়তা পেলে ছেলেকে ভালোভাবে চিকিৎসা করাতে পারতাম।

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের কনসালটেন্ট এবং এন্ডোস্কপি বিশেষজ্ঞ সার্জন ডা. মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, মোতালেব পিকা সিনড্রোম নামে মানসিক রোগে আক্রান্ত। এটি একটি ব্যতিক্রমী রোগ। যে কারণে তিনি কলম জাতীয় যা পাচ্ছেন কুড়িয়ে খাচ্ছেন। এবারও কলম তো খেয়েছেনই সঙ্গে খেয়েছেন তিনটি লোহার লম্বা সুচ, একটি লম্বা বাঁশের কুঞ্চি ও একটি প্লাস্টিকের ঘড়ি জাতীয় বস্তু। এত ধারালো বস্তু কীভাবে গিলেছেন তা চিন্তা করাও কষ্টসাধ্য ব্যাপার।

প্রসঙ্গত, এর আগে গত বছরের মে মাসে পেটের তীব্র ব্যথা নিয়ে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। সার্জারি বিভাগের চিকিৎসকরা এন্ডোস্কপি করে পেটের ভেতরে বেশ কয়েকটি কলম শনাক্ত করেন।

পরে ডাক্তারদের প্রচেষ্টায় দুই দফা এন্ডোস্কপি সার্জারির মাধ্যমে পেটের ভেতর থেকে একে একে বের করা হয় ২৩টি কলম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামজাকে দলে পেতে মরিয়া বিশ্বের অন্যতম সেরা ক্লাব

খালেদা জিয়ার সুস্থতাই দেশবাসীর কামনা: টুকু

ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে ৪ বাংলাদেশি নাবিক উদ্ধার

নরসিংদী প্রেস ক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান মারা গেছেন

মাহফিলে বয়ানরত অবস্থায় বক্তার মৃত্যু

বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয়ে বিজয় দিবসে পতাকাসহ ঝাঁপ দেবেন ৫৪ প্যারাট্রুপার

আগামী জাতীয় নির্বাচন / বৃহত্তর সুন্নী জোটের সাথে একীভূত হচ্ছে প্রগতিশীল ইসলামী জোট

সড়ক দুর্ঘটনায় স্লিপার বাস, নিহত ১

রেল ইঞ্জিন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণের জন্য বিদেশ যাচ্ছেন রেলের ১২ কর্মী

ঢাকা–১৯ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুহিউদ্দীন রাব্বানীর শোডাউন

১০

তাপমাত্রা কমবে না বাড়বে, জানাল আবহাওয়া অফিস

১১

৩ লাল কার্ডের ম্যাচে বাংলাদেশকে হারাতে ব্যর্থ আর্জেন্টিনার ক্লাব

১২

৮ পরিকল্পনা ঘোষণা তারেক রহমানের

১৩

দলীয় প্রার্থীদের বিষয়ে নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের বার্তা

১৪

আলোকিত সমাজ গড়তে শিক্ষকদের জন্য উন্নত কর্মপরিবেশ সৃষ্টি করতে চাই: মাসুদ সাঈদী

১৫

মওলানা ভাসানী সেতু সড়কে ‘লাল নিশান’

১৬

চবি শিক্ষার্থীকে উদ্ধার ও নিরাপত্তা জোরদারের দাবিতে মানববন্ধন

১৭

শেবাচিমের লাখ লাখ টাকার ইলেকট্রিক সামগ্রী পানির দরে বিক্রি

১৮

সৌদি আরবে দ্গ্ধ হয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৯

ইসলামী আন্দোলন ছেড়ে বিদ্রোহী প্রার্থী হচ্ছেন মুফতি হাবিবুর রহমান

২০
X