কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ মে ২০২৫, ০৬:৫১ পিএম
অনলাইন সংস্করণ

পারভেজ হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে টিনা

তিন দিনের রিমান্ড শেষে ফারিহা হক ওরফে টিনাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। পুরোনো ছবি
তিন দিনের রিমান্ড শেষে ফারিহা হক ওরফে টিনাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। পুরোনো ছবি

ঢাকার বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলের সক্রিয় কর্মী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে হত্যা মামলায় আলোচনায় আসা ফারিহা হক ওরফে টিনাকে (২০) তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১২ মে) বিকেলে আসামিকে রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে বনানী থানা পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা বনানী থানার পুলিশ পরিদর্শক (অপারেশনস) এ কে এম মঈন উদ্দিন। এ সময় আসামিপক্ষে কোনো আইনজীবী তার জামিন আবেদন করেননি। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতে বনানী থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক মোক্তার হোসেন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে পারভেজকে হত্যার ঘটনায় নাম আসা দুই তরুণীকে খুঁজে বের করতে গত ২৩ এপ্রিল নির্দেশ দিয়েছিলেন আদালত। এর ১৫ দিন পর বৃহস্পতিবার (৮ মে) রাত ২টার দিকে র‌্যাব-১ অভিযান চালিয়ে ভাটারা থানার জগন্নাথপুর এলাকা থেকে ফারিয়া মাহবুব ওরফে টিনাকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া মামলায় মেহরাজ, হৃদয় মিয়াজী, মাহাথি, মো. আল কামাল শেখ, আলভী হোসেন জুনায়েদ ও আল আমিন সানি গ্রেপ্তারের পর বর্তমানে কারাগারে আছেন। আসামিদের মধ্যে হৃদয় মিয়াজী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানা ইউনিটের যুগ্ম সদস্য সচিব। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম আহ্বায়ক সোবহান নিয়াজ তুষারও এ হত্যা মামলার আসামি।

গত ২০ এপ্রিল পারভেজের মামাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় আট জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করা হয়।

মামলা বলা হয়েছে, গত ১৯ এপ্রিল বিকেল ৪টার পর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘাত শুরু হয়। এ সময় ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের ছুরিকাঘাতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পারভেজ নিহত হন। তবে টেক্সটাইল বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ, বহিরাগতদের নিয়ে এসে বুকে ছুরি মেরে হত্যা করা হয়েছে পারভেজকে।

পারভেজের ছুরিকাঘাত হওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয়টির টেক্সটাইল বিভাগের একাধিক শিক্ষার্থী বলেন, ক্যাম্পাসের পাশে একটি দোকানে বন্ধুদের সঙ্গে সিঙ্গারা খাচ্ছিলেন পারভেজ। তাদের পাশে সদ্য ভর্তি হওয়া ইংরেজি ও ইন্টারন্যাশনাল হসপিটালিটি ম্যানেজমেন্টের শিক্ষার্থীদের সঙ্গে তাদের বন্ধু ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রী ছিলেন। একপর্যায়ে দুই ছাত্রী অভিযোগ করেন, পারভেজ তাদের উত্ত্যক্ত করেছেন। তারা বিষয়টি প্রাইম এশিয়া ইউনিভার্সিটির প্রক্টরকে জানান।

এরপর প্রক্টর পারভেজকে ডেকে নেন। প্রক্টর অফিসে পারভেজ দাবি করেন, তিনি বন্ধুদের সঙ্গে নিজেদের আলাপের বিষয় নিয়ে হাসাহাসি করছিলেন, কাউকে উত্ত্যক্ত করেননি। একপর্যায়ে ওই দুই ছাত্রীর কাছে ক্ষমা চাইতে বলা হলে পারভেজ ক্ষমাও চান।

ঘটনার বর্ণনা দিয়ে শিক্ষার্থীরা দাবি করেন, সেখানেই ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা পারভেজকে হুমকি দেন। প্রক্টরের অফিস থেকে বেরিয়ে আসার পর কিছু বহিরাগত এসে আক্রমণ করেন। একপর্যায়ে ধারালো কিছু দিয়ে পারভেজের বুকে আঘাত করে তারা পালিয়ে যান। পরে রক্তাক্ত পারভেজকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানান, সেখানে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪০০ আসনের হলে তাণ্ডব’র টিকিট বিক্রি মাত্র ২টি

‘ইসরায়েল কি চাইছে, আমরা ওদের চুমু দেব?’

চিকিৎসার অভাবে মারা গেলেন জুলাইযোদ্ধা ইমরান 

পাইরেসির কবলে শাকিবের ‘তাণ্ডব’

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান

জাতির উদ্দেশ্যে ভাষণে যা বললেন খামেনি

চোকার্স তকমা ছুড়ে ফেলে বিশ্বজয় দক্ষিণ আফ্রিকার

করোনা-ডেঙ্গুর শঙ্কার মধ্যে রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

পর্তুগালে সন্ত্রাসীদের গুলিতে সিলেটের যুবক নিহত

গাজীপুরে জামায়াতের মোটরসাইকেল শোডাউন

১০

ফসল নয়, মাঠে এখন শুধুই পানি আর হতাশা

১১

আরও ৩ পরমাণুবিজ্ঞানীকে হারাল ইরান

১২

‘ইউনূস-তারেক রহমানের বৈঠক গণতন্ত্রের অগ্রযাত্রাকে উচ্চমাত্রায় নিয়ে গেছে’

১৩

ইউরো না খেলার জন্য ভুয়া ইনজুরির কথা ভেবেছিলেন স্প্যানিশ তারকা!

১৪

ইরানের হামলায় আতঙ্কে মার্কিন রাষ্ট্রদূতের কাণ্ড

১৫

সংবাদ সম্মেলন ডেকে পদত্যাগ করলেন আ.লীগ নেতা

১৬

ইসরায়েলে হামলা নিয়ে নতুন ঘোষণা দিল ইরান

১৭

ইরানকে অস্থিতিশীল করতে মাঠে নামছে মাস্ক

১৮

বান্দরবানে পর্যটকের মৃত্যু / ট্যুর এক্সপার্ট গ্রুপের অ্যাডমিন বর্ষা গ্রেপ্তার

১৯

মধ্যপ্রাচ্যে এক দেশের গাদ্দারি থামছেই না

২০
X