মোহাম্মদপুর থেকে সন্ত্রাসী গডফাদার ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল বাবুকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (২৭ মে) বিকেলে মোহাম্মদপুরের বুড়িগঙ্গা ফিলিং স্টেশন থেকে সন্ত্রাসী গডফাদার ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল বাবুকে গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদপুর সেনাবাহিনী তাকে গত কয়েক মাসে চার থেকে পাঁচবার গ্রেপ্তারের জন্য অভিযান চালায়, কিন্তু সেনাদল পৌঁছার আগেই তিনি বিভিন্নভাবে পালিয়ে যেতে সক্ষম হন। মঙ্গলবার তথ্যপ্রযুক্তির সহায়তায় এক্সেল বাবুর সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত করে মোহাম্মদপুর সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গ্রেপ্তারে সক্ষম হয়।
তার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় ৪টি হত্যা মামলাসহ সন্ত্রাস, অস্ত্র ও চাঁদাবাজির আরও ১২ থেকে ১৩ টি মামলা রয়েছে।
তিনি মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী কব্জি কাটা আনোয়ার ওরফে শুটার আনোয়ারের গডফাদার হিসেবে পরিচিত।
এক্সেল বাবুর ছত্রছায়ায় মোহাম্মদপুরে বিভিন্ন কিশোর গ্যাং ও সন্ত্রাসী গ্যাং পরিচালিত হয়ে আসছিল।
তাকে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে মোহাম্মদপুর সেনাবাহিনী।
মন্তব্য করুন