যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ০১ জুলাই ২০২৪, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষকদের কর্মবিরতি, ক্যাম্পাস ছাড়ছেন যবিপ্রবি শিক্ষার্থীরা

যবিপ্রবিতে শিক্ষকদের কর্মবিরতি পালন করায় ক্যাম্পাস ছাড়ছেন কয়েকজন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
যবিপ্রবিতে শিক্ষকদের কর্মবিরতি পালন করায় ক্যাম্পাস ছাড়ছেন কয়েকজন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) প্রায় সকল বিভাগে চলছে সেমিস্টার পরীক্ষা। কিন্তু অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশনসংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন বাতিলের দাবি আদায় না হওয়া পর্যন্ত যবিপ্রবি শিক্ষক সমিতির অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করায় পরীক্ষা চলাকালীন সময়েও ক্যাম্পাস ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা।

অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশনসংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে সাড়া দিয়ে সোমবার (১ জুলাই) থেকে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বা দাপ্তরিক কার্যক্রম সবকিছুই অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

এ বিষয়ে ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইন্জিনিয়ারিং (আইপিই) বিভাগের এক শিক্ষার্থী বলেন, আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা যে আন্দোলন করছে তাদের এ আন্দোলনকে আমি সম্মান জানাই। তবে সেমিস্টার পরীক্ষা চলাকালীন অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বন্ধের ঘোষণা দেওয়ায় আমরা শিক্ষার্থীরা দ্বিধায় আছি। গত মাসের মতো সেমিস্টার পরীক্ষা এ আন্দোলনের আওতার বাহিরে রাখলে শিক্ষার্থীরা উপকৃত হতো এবং আমরা চিন্তামুক্ত থাকতে পারতাম।

এ বিষয়ে এগ্রো প্রোডাক্ট এন্ড প্রসেসিং টেকনোলজি (এপিপিটি) বিভাগের আরেক শিক্ষার্থী বলেন, ঈদের বন্ধ কাটিয়ে কিছুদিন আগে বাড়ি থেকে ক্যাম্পাসে এসেছি। এখন আমাদের প্রায় সব বিভাগের ই-সেমিস্টার পরীক্ষা চলছে। পরীক্ষা চলাকালীন শিক্ষকরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা না করায় আমরা দ্বিধায় আছি। ক্লাস পরীক্ষার কার্যক্রম কবে সচল হবে জানা না থাকায় বাসায় চলে যাচ্ছি। যদি পরীক্ষাগুলো শেষ করে যেতে পারতাম তাহলে হয়ত চিন্তামুক্তভাবে ছুটি কাটাতে পারতাম।

ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী সহিদুল বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী আন্দোলন করছে। তাদের আন্দোলনের মাঝে আটকে যাচ্ছে আমাদের মতো অনেক তরুণ শিক্ষার্থীদের। শিক্ষকরা চাইলেই আমাদের পরীক্ষাগুলো তাদের আন্দোলনের বাহিরে রাখতে পারতো। অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করায় বাড়ি চলে যাচ্ছি ছুটি কাটাতে। যদি পরীক্ষা গুলো শেষ করে যেতে পারতাম তবে ছুটিটা চিন্তামুক্ত কাটাতে পারতাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি ও জামায়াতের নেতাকে শোকজ

ইরানে মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে একজনের মৃত্যদণ্ড কার্যকর

সাত সাগর আর তেরো নদী পাড়ি দিয়ে মুখোমুখি জায়েদ-তানিয়া

দেশে ফিরতে চান সালাউদ্দিন

ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন হাবিব ওয়াহিদ

সবচেয়ে দুর্বল লিগের তকমা পেল বিপিএল

অতীতের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন রাভিনা

জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে : প্রধান উপদেষ্টা

১২ ফেব্রুয়ারি ধানের শীষের ভূমিধস বিজয় হবে : সালাহউদ্দিন আহমদ 

২৫ বছরের কৃষি পরিকল্পনা ঠিক করেছে সরকার

১০

ট্রাম্পের সমালোচনা করতে গিয়ে হামলার শিকার কংগ্রেসের মুসলিম নারী সদস্য

১১

ঘুমের মধ্যে পায়ের রগে টান লাগলে যে দোয়া পড়বেন

১২

অস্ত্রোপচারের পর রোগীর মৃত্যু

১৩

৪ বছর পর চেয়ারম্যান হিসেবে ফিরলেন জামায়াত নেতা

১৪

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তে অবাক উদিত নারায়ণ

১৫

এবার দুদকের মামলায় গ্রেপ্তার আনিস আলমগীর

১৬

হাওরে পাখি শিকারের সময় আটক ৩

১৭

মুম্বাইয়ের জৌলুস যাকে বাঁধতে পারেনি!

১৮

দেশের ১৩ কোটিই মানুষই আমার ফ্যান: অপু বিশ্বাস

১৯

৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

২০
X