রাবি প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ০৪:৫৪ পিএম
আপডেট : ০৮ জুলাই ২০২৪, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ

রাবি শিক্ষার্থীদের রাজশাহী-ঢাকা রেলপথ অবরোধ

রাজশাহী-ঢাকা রেলপথ অবরোধ করে রাবি শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
রাজশাহী-ঢাকা রেলপথ অবরোধ করে রাবি শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

রাজশাহী-ঢাকা রেলপথ অবরোধ করে সরকারি সব চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ সংলগ্ন উড়াল সড়কের নিচের রেলপথ অবরোধ করেন তারা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল সাড়ে ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড়ে শিক্ষার্থীরা অবস্থান নিতে শুরু করে। পরে বেলা সাড়ে ১১টায় প্যারিস রোড থেকে এক বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চারুকলা অনুষদ সংলগ্ন উড়াল সড়কের নিচে রেললাইন অবরোধ করেন তারা। এতে করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছেড়ে আসা রাজশাহীগামী রেল চলাচল ওই সময়ের জন্য ব্যাহত হয়। এ সময় রেললাইনে অবস্থান কর্মসূচিতে প্রতিবাদী স্লোগানের পাশাপাশি বিভিন্ন প্রতিবাদী গান ও কবিতা আবৃত্তি করেন আন্দোলনকারীরা।

আন্দোলনের অন্যতম সমন্বয়ক আমানুল্লাহ খান বলেন, আমাদের পূর্বে ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকে আমরা এই অবরোধ করছি। আমরা একদফা দাবিতে নেমে এসেছি। আমাদের দাবি হলো- কোটা পদ্ধতি সংস্কার করতে হবে এবং নির্বাহী বিভাগ থেকে আবার পরিপত্র জারি করতে হবে, যাতে কোনো আইনগত জটিলতা না থাকে, সেই সঙ্গে শিক্ষার্থীদের দাবিও পূরণ হয়।

সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী তাহফিম হাসান মেহেদী বলেন, আমরা প্রথম থেকেই চাচ্ছিলাম শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায় করতে। কিন্তু যখন আমরা দেখেছি যে, আমাদের দাবি আদায়ের পথটা ক্রমান্বয়ে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, তখনই আমরা রেলপথ অবরোধের সিদ্ধান্তে আসি। আমাদের দাবি আদায় না হলে এই রাজশাহী অঞ্চলকে পুরো বাংলাদেশ থেকে আলাদা করে দেব।

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আজিজুর রহমান বলেন, আমরা এতো দিন চার দফা দাবিতে আন্দোলন করেছি। এবার আমরা বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাল মিলিয়ে এক দফা দাবিতে নেমেছি। এখন আমাদের একটাই দাবি, প্রথম ও দ্বিতীয় গ্রেড না, প্রথম ও দ্বিতীয় গ্রেড থেকে শুরু করে রেলওয়ে ও প্রাইমারি পর্যন্ত সবক্ষেত্রে কোটা পদ্ধতি সংস্কার করতে হবে।

প্রসঙ্গত, এ বিক্ষোভ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর আগে গত ৬ জুন , ৩০ জুন, ১, ৪, ৬, ও ৭ জুলাই মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কোটা বিরোধী আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমনা বিভাগের ডিসিকে নিয়ে অপপ্রচার

নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় এবি পার্টির প্রতিক্রিয়া 

বাস্তবায়ন হয়নি ৩৫ বছর আগের খুবি ক্যাম্পাসের মহাপরিকল্পনা

ঋতুপর্ণার বাবা কখনোই চাননি মেয়ে নায়িকা হোক

প্রধান উপদেষ্টার সঙ্গে রাবি উপাচার্যের সাক্ষাৎ

ফোনের চার্জার যে কারণে সাদা বা কালো রঙের হয়

পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম ফিলাপ ফি বৃদ্ধি প্রত্যাহারের দাবি

গুম করলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আইনের খসড়া নীতিগত অনুমোদন

ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল, দুই ট্রাফিক পুলিশ ক্লোজড

১০

গাজায় যুদ্ধবিরতি কেন হচ্ছে না, জানাল মিশর

১১

ডাকসু নির্বাচনে সেনা মোতায়েন প্রসঙ্গে প্রধান রিটার্নিং কর্মকর্তার বক্তব্য

১২

কপোতাক্ষ নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

১৩

ইসির রোডম্যাপে খুশি বিএনপি : মির্জা ফখরুল

১৪

বুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জবিতে বিক্ষোভ

১৫

ঢাকায় চুরির মামলায় আ.লীগ নেতা বরিশালে গ্রেপ্তার

১৬

হাসনাত-সারজিসকে আলটিমেটাম, এনসিপিকে বর্জনের হুঁশিয়ারি

১৭

কদমতলীতে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২

১৮

সিলেটে এবার পুকুরের মধ্যে ‘পাথরের খনি’

১৯

শ্রদ্ধাকে প্রকাশ্যে ভালোলাগার কথা জানালেন আমাল

২০
X