রাবি প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ০৪:৫৪ পিএম
আপডেট : ০৮ জুলাই ২০২৪, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ

রাবি শিক্ষার্থীদের রাজশাহী-ঢাকা রেলপথ অবরোধ

রাজশাহী-ঢাকা রেলপথ অবরোধ করে রাবি শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
রাজশাহী-ঢাকা রেলপথ অবরোধ করে রাবি শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

রাজশাহী-ঢাকা রেলপথ অবরোধ করে সরকারি সব চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ সংলগ্ন উড়াল সড়কের নিচের রেলপথ অবরোধ করেন তারা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল সাড়ে ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড়ে শিক্ষার্থীরা অবস্থান নিতে শুরু করে। পরে বেলা সাড়ে ১১টায় প্যারিস রোড থেকে এক বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চারুকলা অনুষদ সংলগ্ন উড়াল সড়কের নিচে রেললাইন অবরোধ করেন তারা। এতে করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছেড়ে আসা রাজশাহীগামী রেল চলাচল ওই সময়ের জন্য ব্যাহত হয়। এ সময় রেললাইনে অবস্থান কর্মসূচিতে প্রতিবাদী স্লোগানের পাশাপাশি বিভিন্ন প্রতিবাদী গান ও কবিতা আবৃত্তি করেন আন্দোলনকারীরা।

আন্দোলনের অন্যতম সমন্বয়ক আমানুল্লাহ খান বলেন, আমাদের পূর্বে ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকে আমরা এই অবরোধ করছি। আমরা একদফা দাবিতে নেমে এসেছি। আমাদের দাবি হলো- কোটা পদ্ধতি সংস্কার করতে হবে এবং নির্বাহী বিভাগ থেকে আবার পরিপত্র জারি করতে হবে, যাতে কোনো আইনগত জটিলতা না থাকে, সেই সঙ্গে শিক্ষার্থীদের দাবিও পূরণ হয়।

সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী তাহফিম হাসান মেহেদী বলেন, আমরা প্রথম থেকেই চাচ্ছিলাম শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায় করতে। কিন্তু যখন আমরা দেখেছি যে, আমাদের দাবি আদায়ের পথটা ক্রমান্বয়ে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, তখনই আমরা রেলপথ অবরোধের সিদ্ধান্তে আসি। আমাদের দাবি আদায় না হলে এই রাজশাহী অঞ্চলকে পুরো বাংলাদেশ থেকে আলাদা করে দেব।

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আজিজুর রহমান বলেন, আমরা এতো দিন চার দফা দাবিতে আন্দোলন করেছি। এবার আমরা বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাল মিলিয়ে এক দফা দাবিতে নেমেছি। এখন আমাদের একটাই দাবি, প্রথম ও দ্বিতীয় গ্রেড না, প্রথম ও দ্বিতীয় গ্রেড থেকে শুরু করে রেলওয়ে ও প্রাইমারি পর্যন্ত সবক্ষেত্রে কোটা পদ্ধতি সংস্কার করতে হবে।

প্রসঙ্গত, এ বিক্ষোভ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর আগে গত ৬ জুন , ৩০ জুন, ১, ৪, ৬, ও ৭ জুলাই মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কোটা বিরোধী আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়া-ইউক্রেন সমঝোতার ‘গতি বাড়ছে’

চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি, ৪২ বছরেও আবেদন

মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে ২ বন্ধু নিহত

নির্বাচনে অংশগ্রহণ করবেন কি না, জানালেন সড়ক উপদেষ্টা

সিরিয়ায় চাপ কমাতে ইসরায়েলকে থামতে বললেন ট্রাম্প

পরোপকারী সঞ্জীবের এমন মৃত্যু কেউ মানতে পারছে না

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

ভারতের অনুমতি মিলল দুদিন পর, ভুটানের পথে ট্রানশিপমেন্ট

মোংলা বন্দরের ৭৫ বছর পূর্তি উদযাপন

১০

বরিশালে ৮ দলের বিভাগীয় সমাবেশ মঙ্গলবার

১১

টঙ্গীতে জোড় ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

১২

দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি হয়নি : বাবুল

১৩

পরবর্তী সরকারের প্রতি আসিফ নজরুলের আহ্বান

১৪

পাসপোর্ট অফিস থেকে রোহিঙ্গা যুবক আটক

১৫

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য খালেদা জিয়ার সুস্থতা প্রয়োজন : মান্নান

১৬

এভারকেয়ারে নিরাপত্তা জোরদার, পুলিশের ব্যারিকেড

১৭

কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে কয়েদির মৃত্যু

১৮

খালেদা জিয়া কাঁদলে বাংলাদেশ কাঁদে : আমান

১৯

ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা

২০
X