বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রশাসনের বাধ্যতামূলক হল ত্যাগের নির্দেশনা প্রচারের সঙ্গে সঙ্গে আন্দোলনকারীদের মাঝে প্রতিবাদের ঝড় উঠে। ঘোষণার প্রতিবাদে এবং ওই নির্দেশনা প্রত্যাহারের দাবিতে বুধবার (১৭ জুলাই) বিকেল ৩ টা থেকে প্রায় পাঁচ শতাধিক কোটা আন্দোলনকারী আবারও মাঠে নামে।
আন্দোলনের অংশ হিসেবে উপাচার্যের বাসভবনের সামনের সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। দাবি আদায়ে উপাচার্যের বাসভবনে তালা দেওয়া হয়।
পরে রাত সোয়া ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হলে থাকা এবং নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম। এক পর্যায়ে তালা খুলে দিয়ে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন আন্দোলনকারীরা।
উল্লেখ্য, দেশব্যাপী কোটা আন্দোলন নিয়ে চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় বুধবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবিতে) সব শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রসাশন।
বুধবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভার এ সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি বাধ্যতামূলক শিক্ষার্থীদের হল ত্যাগ করার ঘোষণাও দেয় প্রশাসন। এই ঘোষণা প্রচারিত হওয়ার পর থেকেই বিক্ষুব্ধ হয়ে উঠে আন্দোলনকালীরা। দুপুর আড়াইটায় গায়েবানা জানাজা শেষে বিক্ষোভ মিছিল করেন তারা।
মন্তব্য করুন