খুবি প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বৈষম্যহীন রাষ্ট্র গড়তে কর দিতে হবে : খুবি উপাচার্য

বক্তৃতা দিচ্ছেন খুবি উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। ছবি : কালবেলা
বক্তৃতা দিচ্ছেন খুবি উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। ছবি : কালবেলা

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেছেন, তরুণ প্রজন্মের স্বপ্নের বৈষম্যহীন রাষ্ট্র গড়তে কর প্রদানের কোনো বিকল্প নেই। রাষ্ট্রের নাগরিক হলে অবশ্যই কর দিতে হবে।

বুধবার (১৮ ডিসেম্বর) সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ‘ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন (ই-রিটার্ন) এন্ড ট্যাক্স রুলস’ শীর্ষক এক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

এসময় উপাচার্য বলেন, জনগণের করের টাকা দিয়েই রাষ্ট্র পরিচালিত হয়। যাদের কর দেওয়ার সামর্থ্য আছে, অনেকেই দিচ্ছে না। কর ফাঁকি দিয়েই অনেকে চলতে চায়। এ সিস্টেম থেকে বের হয়ে আসতে হবে। নিজেদের কর দিতে হবে, অপরকেও উৎসাহী করতে হবে।

তিনি আরও বলেন, কর ফাঁকি দেওয়া অনেক কঠিন বিষয়। এর আইনও অনেক কঠিন। আমাদের মধ্যে ধর্মীয় ভীতি থাকলে কর ফাঁকি দেওয়ার প্রবণতা কমে যাবে। এ ছাড়াও কর প্রদানের ক্ষেত্রে আমাদের মধ্যে এক ধরনের ভীতি কাজ করে। এই ভীতি দূর করতে হবে। দেশের উন্নয়নে অংশ নিতে কর দিতে হবে। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের অনলাইনে কর প্রদান প্রক্রিয়া সহজ হবে এবং তারা সময়মতো কর প্রদানে আগ্রহী হবেন বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন। তিনি এ প্রশিক্ষণ আয়োজনের জন্য আইকিউএসির পরিচালকসহ সংশ্লিষ্টদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান। তিনি বলেন, করের টাকায় রাষ্ট্র নাগরিকদের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা প্রদান করে। এজন্য সকলকে কর প্রদানে উদ্বুদ্ধ হতে হবে। কর প্রদানের ক্ষেত্রে যে ভীতি আছে, দুই-একবার কর প্রদান করলে সেই ভীতি কেটে যাবে। এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তারা এখন থেকে নিজেদের কর নিজেরাই অনলাইনে দিতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী ও খুলনা জোনের উপ-কর কমিশনার মো. মাহবুবুর রহমান। আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন অতিরিক্ত পরিচালক ড. মো. সালাউদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার মো. নূরুল ইসলাম সিদ্দিকী।

উদ্বোধনী অনুষ্ঠানের পর রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন খুলনা জোনের উপ-কর কমিশনার মো. মাহবুবুর রহমান এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মো. মোস্তফা কামাল। এ প্রশিক্ষণে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের ২১০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কূটনৈতিক সাংবাদিকতা পররাষ্ট্রনীতিকে শক্তিশালী করছে : পররাষ্ট্র সচিব

রাষ্ট্র গভীর সংকটে, উদ্ধার করতে পারে একমাত্র বিএনপি : ঢাকা-১০ আসনের প্রার্থী

ফয়সালের দেশের বাইরে চলে যাওয়ার তথ্যের বিষয়ে যা বলছে পুলিশ

দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জোনায়েদ সাকির

জকসু নির্বাচন সামনে রেখে উচ্চপর্যায়ের সভা ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

কোটি মানুষের সংবর্ধনায় তারেক রহমানকে বরণ করা হবে : ইশরাক

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে যুবদলের ‘স্বাগত মিছিল’

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর / লাগেজ হ্যান্ডলিংয়ের স্বচ্ছতায় কর্মীদের শরীরে ক্যামেরা

ঢাকা-১৬ আসনে মনোনয়ন ফরম নিলেন এনপিপির প্রার্থী সুমন

সংবাদমাধ্যমে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

১০

দীপু দাসের লাশকে ঝুলিয়ে পোড়ানোর ঘটনা আতঙ্ক তৈরি করেছে : সাইফুল হক

১১

এথিকাল মাইগ্রেশনে সার্বিয়ায় ১১ কর্মী পাঠালো এশিয়া কন্টিনেন্টাল

১২

একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে : যুবদলের সভাপতি

১৩

ফয়সাল ও সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার লেনদেন

১৪

যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলার কোনো বিকল্প নেই : মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৫

অস্ত্রের লাইসেন্স নবায়ন করতে গিয়ে গ্রেপ্তার সাবেক মেয়র

১৬

মোটরসাইকেল চোরচক্রের ৭ সদস্য গ্রেপ্তার

১৭

নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সহসভাপতিসহ গ্রেপ্তার ৩

১৮

আওয়ামী লীগের ৮ নেতার পদত্যাগ

১৯

দগ্ধ বেলালকে দেখতে লক্ষ্মীপুরে তারেক রহমানের উপহার নিয়ে রিজভী

২০
X