ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

সমন্বয়ক খালেদের ‘জিনের আছর’ আছে দাবি বাবার

সংবাদ সম্মেলনে খালেদ হাসান ও তার বাবা। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে খালেদ হাসান ও তার বাবা। ছবি : কালবেলা

চারদিন ‘নিখোঁজ’ থাকার পর ফিরে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরবি বিভাগের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক খালেদ হাসানের ছোটবেলা থেকেই ‘জিনের আসর’ আছে বলে দাবি করেছেন খালেদের বাবা লুৎফর রহমান। তিনি জানান, ঠিক এই কারণে খালেদ এর আগেও একবার নিখোঁজ হয়েছিলেন। যদিও খালেদের দাবি, তিনি এ বিষয়ে (জিনের আছর) আগে থেকে জানতেন না।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) কার্যালয়ে খালেদের নিখোঁজ হওয়ার বিষয়ে বিস্তারিত জানাতে ডাকা এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

এর আগে, গত শুক্রবার (২০ ডিসেম্বর) থেকে নিখোঁজ হওয়া শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের এই আবাসিক শিক্ষার্থী গত ২৪ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে হলে প্রবেশ করেন। পরে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন খালেদকে দেখতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান হাসপাতালে যান এবং তার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন। তবে তার নিখোঁজ হওয়া এবং ফিরে আসার তথ্যে শিক্ষার্থীদের মনে নানা প্রশ্নের উদ্রেক হয়। খালেদ গুম হয়েছিলেন নাকি নিজেই আত্মগোপনে ছিলেন, এ নিয়ে অনেকেই সন্দিহান ছিলেন। অনেকের দাবি, আত্মপ্রচারেরের জন্য আত্মগোপনে ছিলেন খালেদ। এসব প্রশ্নের জবাব দিতে অবশেষে বাবাসহ সংবাদ সম্মেলনে আসেন তিনি।

সংবাদ সম্মেলনে লুৎফর রহমান বলেন, খালেদের ছোটবেলা থেকেই জিনের আসর আছে। ৯ম বা ১০ম শ্রেণিতে থাকাকালীন সে একবার এরকম নিখোঁজ হয়ে যায়। পরে কয়েকদিন পরে তাকে পাওয়া যায়; কিন্তু এই বিষয়টি আমরা খালেদকে জানাইনি।

ডাক্তারের বরাত দিয়ে খালেদের বাবা জানান, সে বর্তমানে মানসিক ও শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ।

ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সবার দৃষ্টি ফেরাতে এত দিন আত্মগোপনে থাকার অভিযোগের ব্যাপারে জানতে চাইলে খালেদ বলেন, ডাকসু নিয়ে এখনো আমার কোনো পরিকল্পনা নেই। আমি দাঁড়াব কি না সেটি এখনো ঠিক করিনি। তবে যদি দাঁড়াই তার জন্য আমাকে এ ধরনের পথ বেছে নিতে হবে এমনটি আমার মনে হয় না। তবে ডাকসু নিয়ে আমার এখনো কোনো প্ল্যান নেই।

খালেদ এখন এই সমস্যার জন্য নিজের মানসিক অবস্থাকেই দায়ী করছেন। যদিও তার বক্তব্যে অনেকটা গড়মিল লক্ষ্য করা গেছে। তিনি এর আগে দাবি করেন, সুনামগঞ্জ, পঞ্চগড় ও বরিশাল ঘুরেছেন। কিন্তু এদিন তিনি জানান, চট্টগ্রাম, পঞ্চগড় ও সুনামগঞ্জ এলাকায় ঘুরেছেন। তিনি বলেন, পঞ্চগড়ে গিয়ে গরুর মাংস দিয়ে ভাত খেয়েছি। আমার সঙ্গে চারজন ছিল।

কিছু মনে করতে না পারলে ‘ভাত খাওয়া বা সঙ্গে চারজন থাকা’ এসব কীভাবে বলতে পারছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন ঠিকমতো কোনোকিছু মনে করতে পারছি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামজাকে দলে পেতে মরিয়া বিশ্বের অন্যতম সেরা ক্লাব

খালেদা জিয়ার সুস্থতাই দেশবাসীর কামনা: টুকু

ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে ৪ বাংলাদেশি নাবিক উদ্ধার

নরসিংদী প্রেস ক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান মারা গেছেন

মাহফিলে বয়ানরত অবস্থায় বক্তার মৃত্যু

বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয়ে বিজয় দিবসে পতাকাসহ ঝাঁপ দেবেন ৫৪ প্যারাট্রুপার

আগামী জাতীয় নির্বাচন / বৃহত্তর সুন্নী জোটের সাথে একীভূত হচ্ছে প্রগতিশীল ইসলামী জোট

সড়ক দুর্ঘটনায় স্লিপার বাস, নিহত ১

রেল ইঞ্জিন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণের জন্য বিদেশ যাচ্ছেন রেলের ১২ কর্মী

ঢাকা–১৯ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুহিউদ্দীন রাব্বানীর শোডাউন

১০

তাপমাত্রা কমবে না বাড়বে, জানাল আবহাওয়া অফিস

১১

৩ লাল কার্ডের ম্যাচে বাংলাদেশকে হারাতে ব্যর্থ আর্জেন্টিনার ক্লাব

১২

৮ পরিকল্পনা ঘোষণা তারেক রহমানের

১৩

দলীয় প্রার্থীদের বিষয়ে নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের বার্তা

১৪

আলোকিত সমাজ গড়তে শিক্ষকদের জন্য উন্নত কর্মপরিবেশ সৃষ্টি করতে চাই: মাসুদ সাঈদী

১৫

মওলানা ভাসানী সেতু সড়কে ‘লাল নিশান’

১৬

চবি শিক্ষার্থীকে উদ্ধার ও নিরাপত্তা জোরদারের দাবিতে মানববন্ধন

১৭

শেবাচিমের লাখ লাখ টাকার ইলেকট্রিক সামগ্রী পানির দরে বিক্রি

১৮

সৌদি আরবে দ্গ্ধ হয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৯

ইসলামী আন্দোলন ছেড়ে বিদ্রোহী প্রার্থী হচ্ছেন মুফতি হাবিবুর রহমান

২০
X