বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২
ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

সমন্বয়ক খালেদের ‘জিনের আছর’ আছে দাবি বাবার

সংবাদ সম্মেলনে খালেদ হাসান ও তার বাবা। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে খালেদ হাসান ও তার বাবা। ছবি : কালবেলা

চারদিন ‘নিখোঁজ’ থাকার পর ফিরে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরবি বিভাগের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক খালেদ হাসানের ছোটবেলা থেকেই ‘জিনের আসর’ আছে বলে দাবি করেছেন খালেদের বাবা লুৎফর রহমান। তিনি জানান, ঠিক এই কারণে খালেদ এর আগেও একবার নিখোঁজ হয়েছিলেন। যদিও খালেদের দাবি, তিনি এ বিষয়ে (জিনের আছর) আগে থেকে জানতেন না।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) কার্যালয়ে খালেদের নিখোঁজ হওয়ার বিষয়ে বিস্তারিত জানাতে ডাকা এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

এর আগে, গত শুক্রবার (২০ ডিসেম্বর) থেকে নিখোঁজ হওয়া শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের এই আবাসিক শিক্ষার্থী গত ২৪ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে হলে প্রবেশ করেন। পরে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন খালেদকে দেখতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান হাসপাতালে যান এবং তার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন। তবে তার নিখোঁজ হওয়া এবং ফিরে আসার তথ্যে শিক্ষার্থীদের মনে নানা প্রশ্নের উদ্রেক হয়। খালেদ গুম হয়েছিলেন নাকি নিজেই আত্মগোপনে ছিলেন, এ নিয়ে অনেকেই সন্দিহান ছিলেন। অনেকের দাবি, আত্মপ্রচারেরের জন্য আত্মগোপনে ছিলেন খালেদ। এসব প্রশ্নের জবাব দিতে অবশেষে বাবাসহ সংবাদ সম্মেলনে আসেন তিনি।

সংবাদ সম্মেলনে লুৎফর রহমান বলেন, খালেদের ছোটবেলা থেকেই জিনের আসর আছে। ৯ম বা ১০ম শ্রেণিতে থাকাকালীন সে একবার এরকম নিখোঁজ হয়ে যায়। পরে কয়েকদিন পরে তাকে পাওয়া যায়; কিন্তু এই বিষয়টি আমরা খালেদকে জানাইনি।

ডাক্তারের বরাত দিয়ে খালেদের বাবা জানান, সে বর্তমানে মানসিক ও শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ।

ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সবার দৃষ্টি ফেরাতে এত দিন আত্মগোপনে থাকার অভিযোগের ব্যাপারে জানতে চাইলে খালেদ বলেন, ডাকসু নিয়ে এখনো আমার কোনো পরিকল্পনা নেই। আমি দাঁড়াব কি না সেটি এখনো ঠিক করিনি। তবে যদি দাঁড়াই তার জন্য আমাকে এ ধরনের পথ বেছে নিতে হবে এমনটি আমার মনে হয় না। তবে ডাকসু নিয়ে আমার এখনো কোনো প্ল্যান নেই।

খালেদ এখন এই সমস্যার জন্য নিজের মানসিক অবস্থাকেই দায়ী করছেন। যদিও তার বক্তব্যে অনেকটা গড়মিল লক্ষ্য করা গেছে। তিনি এর আগে দাবি করেন, সুনামগঞ্জ, পঞ্চগড় ও বরিশাল ঘুরেছেন। কিন্তু এদিন তিনি জানান, চট্টগ্রাম, পঞ্চগড় ও সুনামগঞ্জ এলাকায় ঘুরেছেন। তিনি বলেন, পঞ্চগড়ে গিয়ে গরুর মাংস দিয়ে ভাত খেয়েছি। আমার সঙ্গে চারজন ছিল।

কিছু মনে করতে না পারলে ‘ভাত খাওয়া বা সঙ্গে চারজন থাকা’ এসব কীভাবে বলতে পারছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন ঠিকমতো কোনোকিছু মনে করতে পারছি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উমামার প্যানেলের ইশতেহার ঘোষণা

নির্বাচন শান্তিপূর্ণ করতে দরকারি সব পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রেস সচিব

রাজশাহীতে বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

৩২ বছর শিক্ষকতা শেষে রাজকীয় বিদায় শিক্ষকের

সাতক্ষীরায় মেয়াদোত্তীর্ণ মোটরযানের বিরুদ্ধে অভিযান

জাগপা সভাপতি খন্দকার লুৎফরের শারীরিক অবস্থার উন্নতি

আগামী পাঁচদিন যেসব এলাকায় হতে পারে ভারী বৃষ্টি 

জীবন সংগ্রামী শতবর্ষী বৃদ্ধার পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জের ডিসি

নির্বাচন ফেব্রুয়ারিতেই, অন্য দেশের থাবার সুযোগ যেন না থাকে : প্রধান উপদেষ্টা

নির্বাচনকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম

১০

হঠাৎ তেঁতুলিয়ার আকাশে ভেসে উঠল কাঞ্চনজঙ্ঘা!

১১

শিবিরের বিরুদ্ধে ‘সিন্ডিকেটেড প্রোপাগান্ডা’ চালানো হচ্ছে : সাদিক কায়েম

১২

২৩২টি বিচারিক পদ সৃজনের সিদ্ধান্ত

১৩

চবিতে সংঘর্ষ : জরুরি সিন্ডিকেট সভায় ১২ সিদ্ধান্ত

১৪

ছুরি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে কর্মচারীকে রক্তাক্ত করল মালিকের ছেলে

১৫

ভয়াবহতার রেশ না কাটতেই ফের ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

১৬

ছাত্রশিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল চট্টগ্রামে

১৭

ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে ট্রলার ডুবি

১৮

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি স্বাক্ষর

১৯

বিরোধীরা আমার মৃত মাকে গালিগালাজ করেছে : মোদি

২০
X